Gautam Gambhir, Hardik Pandya: সমালোচনার মুখে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার পাশে দাঁড়ালেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। কেভিন পিটারসেন ও এবি ডিভিলিয়ার্স মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে হার্দিকের ব্যর্থতার সমালোচনা করেছিলেন। পালটা গম্ভীর বলেছেন, অধিনায়ক হিসেবে পিটারসেন আর ডিভিলিয়ার্সের রেকর্ড পান্ডিয়ার চেয়েও খারাপ।
রোহিত শর্মাকে সরিয়ে এবারই হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক করেছে। গুজরাট টাইটান্সে গিয়ে হার্দিক প্রথম বছর গুজরাটকে চ্যাম্পিয়ন করেছিলেন। পরেরবার করেছিলেন রানার্স। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল জিতলেও গত কয়েকবছরে মুম্বইয়ের তেমন সাফল্য ছিল না। সেই কারণেই মুম্বইয়ের পুরোনো ছেলে হার্দিককে দলে ফিরিয়ে অধিনায়ক করে দেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা।
কিন্তু, তাতে হয় হিতে বিপরীত। মুম্বইয়ের ড্রেসিংরুম রোহিত আর হার্দিকের মধ্যে ভাগাভাগি হয়ে যায় বলে অভিযোগ ওঠে। ভারতীয় খেলোয়াড়দের বেশিরভাগই রোহিতের কথা শোনা শুরু করেন। আর, বিদেশি খেলোয়াড়রা হার্দিকের। এই পরিস্থিতিতে এবারের আইপিএলে প্লে-অফ পর্ব থেকে সবচেয়ে আগে বিদায় নেয় মুম্বই। অ্যাওয়ে থেকে ঘরের ম্যাচ, সবেতেই বারবার মুখ থুবড়ে পড়ে মুম্বই ইন্ডিয়ান্স।
পাঁচবারের চ্যাম্পিয়নদের এই পরিস্থিতিতে স্বভাবতই সমালোচনার তির ধেয়ে আসে হার্দিকের দিকে। তারমধ্যে অন্যতম তির ছুড়েছিলেন ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন ও এবি ডিভিলিয়ার্স। তাঁরা অলরাউন্ডার ক্যাপ্টেনের অধিনায়ক হিসেব গৃহীত সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তোলেন। এমন অবস্থায় হার্দিকের পাশে দাঁড়িয়ে কার্যত বার্তা দিলেন কেকেআর মেন্টর গম্ভীর। তিনি ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়কের সমালোচনার গুছিয়ে জবাব দিয়েছেন।
দু'বারের আইপিএল-জয়ী অধিনায়ক গম্ভীর বলেছেন, 'ওরা যখন অধিনায়কত্ব করতেন, তখন ওঁদের পারফরম্যান্স কেমন ছিল? আমার মনে হয় না, অধিনায়ক হিসেবে পিটারসেন বা ডি ভিলিয়ার্স বিরাট কিছু করেছেন। ওঁদের রেকর্ডগুলো দেখুন, যে কোনও অধিনায়কের চেয়ে খারাপ। ওঁরা আইপিএলেও কোনও দলে অধিনায়কত্ব করেননি। সেখানে হার্দিক পান্ডিয়া এখনও আইপিএল-জয়ী অধিনায়ক। সুতরাং, সমালোচনা করার আগে ভাবা উচিত, কার সমালোচনা করছি।'
ডিভিলিয়ার্স আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবিতে খেলেছেন। তিনি হার্দিক পান্ডিয়া সম্পর্কে বলেছিলেন, 'হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বটা বেশ সাহসী। কিন্তু, ওঁর মধ্যে একটা অহংকার আছে। ও মাঠে যেমন শান্ত, সবসময় এগিয়ে যাওয়ার মানসিকতা, একসঙ্গে কাজ করার মানসিকতা দেখায়, বাস্তবে কিন্তু তেমন না।' ডিভিলিয়ার্সের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পড়লে, উৎসাহিত হয়ে পান্ডিয়ার ব্যাপারে আরও কিছু কুৎসা করেছিলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক।
আরও পড়ুন- অপমানের পর রাহুলের মন ভাঙাতে বেনজির উদ্যোগ গোয়েঙ্কার, হাসিমুখেই এবার নতুন কীর্তি
এসব দেখে পান্ডিয়ার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনও। তিনি বলেছিলেন, 'পান্ডিয়া যখন টস করেন, তখন খুব বেশি হাসেন। যেন তিনি টসের ফলাফলে সন্তুষ্ট। এসব আসলে অভিনয়, লোকদেখানো।' এবারের আইপিএলে মুম্বই ১৩ ম্যাচে চারটিতে জিতেছে। পান্ডিয়ারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁদের শেষ ম্যাচ খেলবেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।