Advertisment

Gautam Gambhir-Shah Rukh Khan: গোয়েঙ্কার আড়ালেই শাহরুখ-গম্ভীর সাক্ষাৎ! এভাবেই লখনৌ মালিককে 'ধোঁকা' দেন KKR মহা-গুরু

Gautam Gambhir left LSG: গম্ভীর-বন্দনায় আপাতত তাই গোটা দেশ। আর গম্ভীরের জন্যই দশ বছর পর শাহরুখ খানকে কার্টহুইল করতে দেখা গিয়েছে। গম্ভীরের কেকেআরের রূপকথার প্রত্যাবর্তন এবং তারপরে আচমকা দলকে সোনার সাফল্য এনে দেওয়ার চর্চায় গোটা দেশ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, Shah Rukh Khan, KKR, IPL final 2024

Gautam Gambhir visited Mannat: গম্ভীরের মগজাস্ত্রেই এবার চ্যাম্পিয়ন কেকেআর (আইপিএল, বিসিসিআই)

KKR mentor Gautam Gambhir: টানা দশ বছর সাফল্যের খরায় ভুগতে হয়েছে। দীর্ঘদিন ট্রফি নেই। দলের সেই দাপট উধাও। সব না পাওয়া এক লহমায় ঘুচিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর। নিজের পুরোনো ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তন করেই গম্ভীর সাফল্যে মুড়ে দিয়েছেন প্রিয় দলকে। মিচেল স্টার্ককে নিলাম থেকে প্রায় ২৫ কোটি টাকা খরচ করে কেনার সাহস যেমন দেখিয়েছেন। তেমন সুনীল নারিনকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত একান্তই তাঁর। অঙ্গকৃশ রঘুবংশী, হর্ষিত রানা, বৈভব অরোরাদের তরুণ তুর্কিদের পরিচর্যা করার নেপথ্যেও তিনি। তাঁর সমস্ত সিদ্ধান্তই বাকি ফ্র্যাঞ্চাইজিদের থেকে প্রচুর এগিয়ে দিয়েছে কেকেআর শিবিরকে।

Advertisment

গম্ভীর-বন্দনায় আপাতত তাই গোটা দেশ। আর গম্ভীরের জন্যই দশ বছর পর শাহরুখ খানকে কার্টহুইল করতে দেখা গিয়েছে। গম্ভীরের কেকেআরের রূপকথার প্রত্যাবর্তন এবং তারপরে আচমকা দলকে সোনার সাফল্য এনে দেওয়ার চর্চায় গোটা দেশ।

২০১৭-য় গম্ভীর কেকেআর ছেড়ে নিজের শহরের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে নাম লিখিয়েছিলেন। সেটাই ছিল তাঁর আইপিএলে শেষ মরশুম। সিজনের মাঝপথেই নিজেকে সরিয়ে নেন। তারপর অবসর ঘোষণা করে দেন। এরপরে গম্ভীর রাজনীতিতে জড়িয়ে পড়বেন।

আরও পড়ুন: যাঁদের কথা কেউ ভাবেনি, তাঁদের জন্য হৃদয় উপুড় জয় শাহের! KKR চ্যাম্পিয়ন হতেই বড় ঘোষণা বোর্ড সচিবের

তবে দৈনিক জাগরণ-এর প্রতিবেদন বলছে, কেকেআর ছেড়ে গেলেও শাহরুখের সঙ্গে নাকি বরাবর-ই যোগাযোগ ছিল। প্রায়ই মান্নতে যেতেন তিনি। তবে রাজনীতি এবং ক্রিকেট দ্বৈত জগতে যখন তিনি ছিলেন, সেই সময় তিনি মেন্টর হিসেবে নাম লিখিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজিতে। দু-বারই দলকে প্লে অফে তুলতে সাহায্য করেছিলেন।

টুইস্ট এখানেই। দৈনিক জাগরণ-এর রিপোর্ট বলছে, ২০১৮ থেকে ২০২২-এর মধ্যে গম্ভীর নাকি প্রায়ই যেতেন শাহরুখের মুম্বইয়ের মান্নতে। তবে গত বছর পর্যন্ত ক্রিকেট নিয়ে কখনই আলোচনা হত না তাঁদের।

গত বছর হঠাৎ গম্ভীর নাকি লখনৌ ফ্র্যাঞ্চাইজি ছাড়ার কথা জানান শাহরুখকে। আর সেই সময়েই নাকি কিং খান গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আগামী দশ বছর কেকেআর টিম ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে বলেন।

তবে লখনৌ মালিক সঞ্জীব গোয়েঙ্কা নাকি গম্ভীরের শাহরুখ-সাক্ষাতের বিষয়ে কিছুই জানতেন না। তাঁকে আড়ালে রেখেই চলছিল শাহরুখ-গৌতির আলোচনা। এমনকি জাগরণ-এ প্ৰথমবার জানানো হয় লখনৌ ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চলেছেন গোয়েঙ্কা। সেই খবর পেয়ে নাকি কিছুটা চমকেই যান লখনৌ মালিক। গম্ভীরের তরফে বলা হয়েছে, লখনৌ ফ্র্যাঞ্চাইজিতে নিজের কোনও ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না তিনি। এরপরেই শাহরুখ মন ভাঙাতে সক্ষম হন গম্ভীরের। গত সেপ্টেম্বরে কেকেআরের প্রাক্তন দলনেতা কেকেআরে যোগ দেন মেন্টর হিসাবে।

তবে ঘটনা হল, মেন্টর গম্ভীরের কেকেআরের মেয়াদ মাত্র এক বছরের মেয়াদেই খতম হয়ে যেতে পারে। বিসিসিআইয়ের তরফে দ্রাবিড়ের পরে জাতীয় দলের হেড কোচ হিসেবে ভাবা হচ্ছে গম্ভীরকে। সেই দায়িত্ব নিলে নিয়ম মেনে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংস্রব রাখতে পারবেন না গৌতি। তবে কেকেআরের তাঁর ভবিষ্যৎ নিয়ে কিং খানের সঙ্গে বড় আলোচনা সারবেন তিনি। তারপরেই তিনি ঠিক করবেন বিসিসিআই নাকি কেকেআর- কোথায় কোচিং-মেন্টর থাকবেন তিনি।

IPL KKR Lucknow Super Giants Gautam Gambhir Shah Rukh khan IPL 2024
Advertisment