New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/gambhir-shah-rukh.jpg)
Gautam Gambhir's Shri Krishna post: গম্ভীর মেন্টর হিসাবে প্ৰথমবার আইপিএল জয় করলেন (আইপিএল, টুইটার)
KKR mentor Gautam Gambhir: আইপিএল একদশক বাদে কেকেআরের ট্রফি-খরা কাটাল। ২০১২, ২০১৪- দু'বছর বাদেই দু'বার আইপিএল কেকেআর ঘরে তুলেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বে। এবার মেন্টর হয়েই ফের ট্রফি কেকেআর-কে উপহার দিলেন গম্ভীর।
Gautam Gambhir's Shri Krishna post: গম্ভীর মেন্টর হিসাবে প্ৰথমবার আইপিএল জয় করলেন (আইপিএল, টুইটার)
Gautam Gambhir social media post: আইপিএল জয়ের পরই শ্রীকৃষ্ণের শরণে কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। আজকাল হুঁ থেকে টুঁ করতে সোশ্যাল মিডিয়া ভাবপ্রকাশের মাধ্যম। গৌতমও অন্য পথ নেননি। শ্রীকৃষ্ণকে নিয়ে লিখে দিয়েছেন দু'-চার কথা। অবশ্যই নিজের দলের আইপিএল জয়ের বিষয়কে মাথায় রেখে। আর, তারপরই কেকেআর মেন্টরের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। নেটিজেনীয় প্রতিক্রিয়াও ভেসে এসেছে নানারকম।
এবারের আইপিএল একদশক বাদে কেকেআরের ট্রফি-খরা কাটাল। ২০১২, ২০১৪- দু'বছর বাদেই দু'বার আইপিএল কেকেআর ঘরে তুলেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বে। এবার মেন্টর হয়েই ফের ট্রফি কেকেআর-কে উপহার দিলেন গম্ভীর। আর, তারপরই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন, 'যাঁর মতিগতি সত্যের পথে থাকে, আজও তাঁর রথ শ্রীকৃষ্ণই চালান।'
“जिसकी मति और गति सत्य की हो,
उसका रथ आज भी श्री कृष्ण चलाते हैं”— Gautam Gambhir (Modi Ka Parivar) (@GautamGambhir) May 26, 2024
কেকেআরের ট্রফি জয়ে গৌতম বন্দনার মাত্রা যখন তুঙ্গে, তখনই এমন পোস্ট স্বভাবতই ভাইরাল হয়েছে। এমনিতেই তাঁর সাফল্যের রসায়ন খুঁজতে ব্যস্ত নেটদুনিয়া। বিশেষজ্ঞরা তো বলেই বসেছেন, গম্ভীর এসে কেকেআরের কাজের পদ্ধতি বদলে দিয়েছেন। সেটাই ১৭তম আইপিএলে প্রতিপদে ফুটে উঠেছে। আর, দলীয় সদস্য রিংকু সিং ফাঁস করে দিয়েছেন যে, পরিস্থিতি অনুযায়ী গৌতম-জমানায় কৌশল ঠিক করেছে কেকেআর। সেই রসায়ন সূত্র ফাঁসের মধ্যেই ভক্তিরসে ভরা গম্ভীর-পোস্ট! যেন টিম শাহরুখের বলিউডি মার্কা 'ভক্তিতেই শক্তি' ভাবনার খাপে খাপ খাওয়া ক্রিকেটীয় সংস্করণ।
যে সংস্করণের শুরুটা বহু বছর বাদে পুরোনো দলে ফিরেই রোপণ করেছিলেন গম্ভীর। টিমের অন্যতম মালিক শাহরুখের সম্পর্কে একগাদা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, কীভাবে শাহরুখ তাঁর জীবনের রাস্তাকে সাফল্যের পথে বদলে দিয়েছিলেন। তাঁর প্রতি ভরসা রেখে দুটো আইপিএল জয়ে কেকেআরকে সাহায্য করেছিলেন মাঠের বাইরে থেকে।
গম্ভীরের সেই ভাবনা এবার তাঁর পরামর্শ নেওয়া কেকেআর টিমের সদস্যদের মধ্যেও সংক্রমিত হয়েছে অতিদ্রুত। যার হাত ধরে সুনীল নারিনের মত গম্ভীর-ভক্ত কেকেআরে ঝটপট বেড়েছে। দলের সহ-অধিনায়ক নীতীশ রানাই যেমন। কীভাবে গৌতমে আপ্লুত হলেন, ভক্তদের রানা জানিয়েছেন। তাঁর কথায়, 'আমি একটি ছোট গল্প শেয়ার করতে চাই। যখন জিজি ভাইয়াকে (গৌতম গম্ভীর) পরামর্শদাতা করা হল, আমি ওঁকে একটি লম্বা মেসেজ করেছিলাম। কারণ, আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম। উনি উত্তর দিয়েছিলেন, মেসেজের জন্য ধন্যবাদ। কিন্তু, উনি তখনই খুশি হবেন, যদি আমরা ট্রফি জিততে পারি।' আপ্লুত রানা বলেছেন, 'আমি সেই দিন আর বার্তা কখনও ভুলব না।'
আর, আবেগ প্রকাশে রাখঢাক না রাখা রিংকু সিং, সম্প্রচারকারী সংস্থার প্রতিনিধিদের ম্যাচ শেষে বলেছেন, 'অসামান্য অনুভূতি। আমার সাত বছরের স্বপ্ন সার্থক হল। আমি, আমার গোটা টিম জিজি স্যারের জন্য গর্বিত। এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল।' এভাবেই গম্ভীর কেকেআর সদস্যদের কাছে হয়ে উঠেছেন চেন্নাইয়ের ধোনির মত, 'নেক্সট টু গড।'