Advertisment

Glenn Maxwell dropped: নিজেকেই বাদ দেওয়ার জন্য বায়না! ডুপ্লেসিসের কাছে চরম দাবি করে সরলেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell poor performance in IPL 2024: ম্যাক্সওয়েলের ফর্মহীনতার সঙ্গে যোগ হয়েছে আরসিবির অনভিজ্ঞ ভারতীয়দের নিয়ে গড়া মিডল অর্ডার এবং পরিকল্পনাহীন বোলিং। ছয় ম্যাচের মাত্র একটিতে জয় যেন সেই চিত্রই বহন করছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Glenn Maxwell dropped from RCB 11 against SRH

Glenn Maxwell dropped from RCB: ফর্মহীনতায় ভুগছেন ম্যাক্সওয়েল (টুইটার)

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: সোমবার হায়দরাবাদের বিপক্ষে দলে জোড়া বিরাট বদল ঘটিয়ে খেলতে নেমেছিল আরসিবি। ব্যাটিং এবং বোলিংয়ের দুই মহারথী গ্লেন ম্যাক্সওয়েল এবং সিরাজকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন ফাফ দু প্লেসিসরা। মরসুমের শুরু থেকেই একদম ছন্দে নেই। দুই অঙ্কের রান-ও করতে পারছিলেন না। তাই অজি অলরাউন্ডারকে বাদ দেওয়ার জোরালো দাবি উঠেছিল আগেই। তবে ম্যাক্সওয়েলের দাবি তিনি নিজেই নাকি টিম ম্যানেজমেন্টের কাছে গিয়ে দাবি করেন, তাঁকে বাদ দিয়ে নতুন কাউকে চেষ্টা করা হোক।"

Advertisment

হায়দরাবাদ ম্যাচের পর ম্যাড ম্যাক্স সাংবাদিকদের বলেছেন, "আরসিবি ক্যাপ্টেন দু প্লেসিস এবং কোচের কাছে গিয়ে বলে দিই, নতুন কাউকে দেখে নেওয়ার এটাই সেরা সুযোগ। এরকম অবস্থায় আগেও পড়েছি। যেখানে ক্রমাগত খুঁড়তে খুঁড়তে নিজেকে গর্তের মধ্যে ফেলে দিতে হয়। তাই মানসিক এবং শারীরিক অবসাদ থেকে বিশ্রাম দেওয়ার এটাই সেরা সময়। নিজেও দলের প্রয়োজনে সদর্থকভাবে অবদান রাখতে পারছিলাম না। প্রথম কয়েকটা ম্যাচের পর ব্যক্তিগতভাবে আমিও সন্তুষ্ট ছিলাম না।"

ম্যাক্সওয়েলের ফর্মহীনতার সঙ্গে যোগ হয়েছে আরসিবির অনভিজ্ঞ ভারতীয়দের নিয়ে গড়া মিডল অর্ডার এবং পরিকল্পনাহীন বোলিং। ছয় ম্যাচের মাত্র একটিতে জয় যেন সেই চিত্রই বহন করছে।

ম্যাক্সওয়েলের আরও সংযোজন, "আমাদের যা ফর্ম চলছে, আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত খুব সহজ ছিল। দলগতভাবে আমাদের যা খেলার কথা, তার ধারেকাছেও পৌঁছতে পারিনি আমরা। রেজাল্টে সেটাই বোঝা যাচ্ছে। আমার ব্যক্তিগত পারফরম্যান্সই যেন দলের সার্বিক চিত্রের পরিচায়ক। পাওয়ার প্লের পর মিডল ওভারে আমাদের দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে। যেটা গত কয়েক বছর ধরেই আমার অন্যতম শক্তি ছিল।"

হায়দরাবাদের কাছে ২৫ রানে হারের পর আরসিবি আপাতত লিগ টেবিলের সর্বশেষ স্থানে। প্যাট কামিন্স-এর হায়দরাবাদের বিপক্ষে আইপিএল ইতিহাসে সবথেকে বেশি রান খরচ করার ইতিহাস গড়ে ফেলেছে আরসিবি। আবার-ও আরসিবি বোলিং ছন্নছাড়া পারফর্ম করেছে। দীনেশ কার্তিকের দুর্ধর্ষ পারফরম্যান্স জয়ের ব্যবধান কমিয়ে আনতে সাহায্য করেছে। যাতে নেট রানরেট খুব একটা খারাপ হয়নি। এটাই আরসিবির শেষ ম্যাচের একমাত্র সদর্থক দিক।

RCB Royal Challengers Bangalore IPL Glenn Maxwell Faf du Plessis IPL 2024
Advertisment