/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/smith-goenka.jpg)
Sanjiv Goenka KL Rahul Fight: মাঠে অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দিয়েছেন লখনৌ মালিক সঞ্জীব গোয়েঙ্কা (এএনআই ভিডিও স্ক্রিনগ্র্যাব এবং টুইটার)
Sanjiv Goenka KL Rahul Fight: লখনৌ যে ম্যাচে ১০ উইকেটে ভূপতিত হওয়া হার হজম করল, সেই ম্যাচের শেষে সঞ্জীব গোয়েঙ্কা এবং কেএল রাহুলের মধ্যে কী আলোচনা হল, তা স্পষ্ট নয়। তবে মাঠের মধ্যেই সঞ্জীব গোয়েঙ্কার আচরণে ক্রিকেট মহলের অনেকেই শঙ্কিত। লখনৌয়ের ১৬৬ রানের টার্গেটের সামনে অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড বেধড়ক পিটুনি দিলেন লখনৌ বোলারদের। মাত্র ৯.২ ওভারেই ১৬৬ রান স্কোরবোর্ডে তুলে ফেলে হায়দরাবাদ।
আর দলের খেলার ধরণে মারাত্মক ক্ষিপ্ত হয়ে মাঠের মধ্যেই কেএল রাহুলকে তুলোধোনা করেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। যে আক্রমণাত্মক ভাবে রাহুলের ওপর চড়াও হলেন লখনৌ মালিক, তাতে মোটেও সন্তুষ্ট নন ক্রিকেট মহল। ক্রিকেট মহলের ব্যাখ্যা, মাঠে ক্ষোভ উদ্গীরন করার বদলে মালিক হিসাবে গোয়েঙ্কার উচিত ছিল ড্রেসিংরুমে দল যাওয়া পর্যন্ত ধৈর্য্য ধরা।
আইপিএলে খেলার এবং কোচিংয়ের অভিজ্ঞতা থাকা মাইক হেসন, গ্রেম স্মিথ দুজনের বক্তব্য অনেকটা এরকমই। আরসিবির কোচিং স্টাফে থাকা মাইক হেসন বলেছেন, গোয়েঙ্কার রাগ হওয়া স্বাভাবিক। তবে যেভাবে প্রকাশ্যে রাহুলকে উনি আক্রমনাত্মক আচরণে চড়াও হলেন, সেটাই আশ্চর্যের। "উনি (গোয়েঙ্কা) খুব বেশি চিন্তা করে ফেলেছিলেন। নিজের উদ্বেগ প্রকাশ করেছিলেন। কেএল-ও বলতে চাইছিল, 'আরে একটু থামো, আপনি ঠিক কী করতে বলছেন, পরিষ্কার নয়!' আজকের দিনটা একদম স্পষ্ট ছিল। মাঠে প্ৰথম বল থেকেই ঝাঁপিয়ে পড়েছিল হায়দরাবাদ। লখনৌ যেভাবে খেলে, তার তুলনায় কিছুটা রক্ষণাত্মক ছিল। সানরাইজার্স-এর সঙ্গে ওঁদের খেলার তুলনা করলে কোনও সন্দেহ নেই বড়সড় ফারাক রয়েছে। উনি এই অসন্তোষ-ই ব্যক্ত করতে চেয়েছেন।" বলেন তিনি।
Someone please explain to Sanjeev Goenka that KL Rahul is not his personal servant.
Rahul represents India, and this Goenka is insulting him in front of the entire world.
Shame on you, Goenka 🤬
More power to you, @klrahul 🤝#LSGvsSRH
pic.twitter.com/0GJC6xSKTq— Dr. JANGO (@doctor_jango) May 8, 2024
সঞ্জীব গোয়েঙ্কাকে একহাত নিয়েছেন গ্রেম স্মিথ-ও। বলে দিয়েছেন, এরকম আলোচনার জন্য প্রকাশ্য ময়দান একদমই উপযুক্ত নয়। গোয়েঙ্কার সঙ্গে আলোচনার পর পরবর্তীতে সংবাদিক সম্মেলনে প্রশ্ন উঠলে তাঁর জবাব দেওয়ার কঠিন হবে কেএল রাহুলের পক্ষে, এমনটাই জানিয়েছেন স্মিথ।
As Graeme Smith saying
This should be happening BUT behind the closed doors.#SRHvsLSGpic.twitter.com/l0vzNuUR3M— Santosh Kumar Amara (@santosh_amara) May 8, 2024
দক্ষিণ আফ্রিকান জানিয়েছেন, "উনি এমন একজন মালিক, যিনি খেলার বিষয়ে ভীষণ-ই প্যাশনেট। উনি দলকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে দেখলেন। আবেগ সবসময়েই থাকবে। তবে ম্যাচে এত ক্যামেরা রয়েছে যে কোনও কিছু এড়িয়ে যাওয়া মুশকিল। এমন আলোচনা সবসময় বন্ধ দরজার পিছনে হওয়া উচিত। এরপরে কী হবে, আমরা সকলেই জানি। কেএল রাহুল প্রেস কনফারেন্স করবেন, তারপর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন ওঁকে কী বলা হয়েছিল!"
নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিস বলে দিয়েছেন, "কেএল রাহুল ঠান্ডা মাথায় পুরোটা শুনে গেল। ও দারুণভাবে নিজেকে নিয়ন্ত্রণ করল।"