/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/hardik-rohit.jpg)
Hardik-Rohit: নেতা হয়েই রোহিতের ফিল্ডিং পজিশন বদলে দিলেন হার্দিক (টুইটার)
IPL 2024 Gujarat Titans vs Mumbai Indians, Hardik Pandya-Rohit Sharma: মুম্বইয়ের জার্সিতে আইপিএল নেতৃত্বের অভিষেক সুখের হল না হার্দিক পান্ডিয়ার। প্ৰথম ম্যাচেই নিজের পুরোনো ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স-এর কাছে হার হজম করে টুর্নামেন্ট অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স। আর নেতৃত্বের অভিষেকে কেমনভাবে মাঠে রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন বজায় থাকে, সেটাই ছিল দেখার।
তবে হার্দিকের কাণ্ড দেখে ক্রিকেট দুনিয়া তাজ্জব! রোহিতকে কার্যত তাঁর ইচ্ছার বিরুদ্ধেই বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করতে বললেন হার্দিক। রোহিত সাধারণত বৃত্তের মধ্যেই ফিল্ডিং করেন। বাউন্ডারি লাইনের ধারে তিনি ফিল্ডিং করছেন, ক্রিকেট মাঠে এমন দৃশ্য বিরল। সেই কাণ্ডই ঘটল রবিবারের হাইভোল্টেজ ম্যাচে।
আরও পড়ুন: রশিদ খানের ভয়ে ব্যাটিংয়ে নামতে দেরি! মুম্বই হারতেই হার্দিককে নিয়ে বোমা পাঠানের
রোহিতের নেতৃত্বে হার্দিক টানা ছয় বছর খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স-এ। পূর্বতন ক্যাপ্টেনের ফিল্ডিং পজিশন সম্পর্কে তিনি ভালোই ওয়াকিবহাল। গুজরাট টাইটান্স ইনিংসের শেষ ওভারে রোহিত বৃত্তের মধ্যে চলে এসেছিলেন। হার্দিক কার্যত ভর্ৎসনা করে হিটম্যানকে ডিপ-এ পাঠিয়ে দেন। সেই সময় বল করছিলেন জেরাল্ড কোয়েটজে।
Hardik was a slum kid in baroda. Rohit's mumbai indians bought him in 10 lakhs in 2015. Rohit Sharma kept giving him opportunity with both the bat and ball. He was fast tracked in Team India and became a superstar. This is how Hardik Pandya repaid the trust and faith 💔😭💔💔 pic.twitter.com/JAAlrpJdiI
— Aman (@CricketSatire) March 25, 2024
ক্রিকেট দুনিয়ার কাছে বিষয়টি মোটেই ভালো ঠেকেনি। হার্দিকের উদ্দেশ্যে সরাসরি নেট দুনিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিকেট সমর্থকরা।
Never saw Rohit fielding at boundaries
~He always fielded in the 30 Yards circle
Hardik Pandya, Sorry to say but you ain't a Thalason anymore!
Rohit Sharma deserves better tbvh.#GTvsMIpic.twitter.com/aAsp1C7fsu— Hustler (@HustlerCSK) March 24, 2024
ম্যাচে মুম্বইয়ের হারের পর হার্দিককে একহাত নিয়েছেন ইরফান পাঠান। রোহিত রান চেজ করতে নেমে দেওয়াল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে একসময় মুম্বইয়ে সহজ জয়ের সন্ধান দিয়ে গিয়েছিলেন। রোহিত আউট হয়ে যাওয়ার পরেই ম্যাচ থেকে ক্রমশ হারিয়ে যায় মুম্বই। রোহিত ব্যাট হাতে ঝলক দেখালেও হার্দিক ব্যাটে-বলে চরম ব্যর্থ। পাওয়ার প্লেতে বুমরাকে আক্রমণে না এনে নিজে বোলিং করতে এসে প্ৰথম দু ওভারেই ২০ রান বিলিয়ে দেন। পরে শেষদিকে ব্যাট করতে নেমে ফিনিশিং টাচ দিতে পারেননি। উমেশ যাদবের বলে আউট হয়ে যান।