Advertisment

Hardik Pandya-Rohit Sharma: ক্যাপ্টেন হয়ে মাঠেই রোহিতকে 'অপমান' হার্দিকের, মুখ বুজে সইলেন হিটম্যান! ভিডিও দেখে ফুঁসছে IPL

IPL 2024, GT vs MI, Hardik Pandya captaincy against Gujarat Titans: রোহিতের নেতৃত্বে হার্দিক টানা ছয় বছর খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স-এ। পূর্বতন ক্যাপ্টেনের ফিল্ডিং পজিশন সম্পর্কে তিনি ভালোই ওয়াকিবহাল। গুজরাট টাইটান্স ইনিংসের শেষ ওভারে রোহিত বৃত্তের মধ্যে চলে এসেছিলেন। হার্দিক কার্যত ভর্ৎসনা করে হিটম্যানকে ডিপ-এ পাঠিয়ে দেন। সেই সময় বল করছিলেন জেরাল্ড কোয়েটজে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya, Rohit Sharma, GT vs MI, Mumbai Indians

Hardik-Rohit: নেতা হয়েই রোহিতের ফিল্ডিং পজিশন বদলে দিলেন হার্দিক (টুইটার)

IPL 2024 Gujarat Titans vs Mumbai Indians, Hardik Pandya-Rohit Sharma: মুম্বইয়ের জার্সিতে আইপিএল নেতৃত্বের অভিষেক সুখের হল না হার্দিক পান্ডিয়ার। প্ৰথম ম্যাচেই নিজের পুরোনো ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স-এর কাছে হার হজম করে টুর্নামেন্ট অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স। আর নেতৃত্বের অভিষেকে কেমনভাবে মাঠে রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন বজায় থাকে, সেটাই ছিল দেখার।

Advertisment

তবে হার্দিকের কাণ্ড দেখে ক্রিকেট দুনিয়া তাজ্জব! রোহিতকে কার্যত তাঁর ইচ্ছার বিরুদ্ধেই বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করতে বললেন হার্দিক। রোহিত সাধারণত বৃত্তের মধ্যেই ফিল্ডিং করেন। বাউন্ডারি লাইনের ধারে তিনি ফিল্ডিং করছেন, ক্রিকেট মাঠে এমন দৃশ্য বিরল। সেই কাণ্ডই ঘটল রবিবারের হাইভোল্টেজ ম্যাচে।

আরও পড়ুন: রশিদ খানের ভয়ে ব্যাটিংয়ে নামতে দেরি! মুম্বই হারতেই হার্দিককে নিয়ে বোমা পাঠানের

রোহিতের নেতৃত্বে হার্দিক টানা ছয় বছর খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স-এ। পূর্বতন ক্যাপ্টেনের ফিল্ডিং পজিশন সম্পর্কে তিনি ভালোই ওয়াকিবহাল। গুজরাট টাইটান্স ইনিংসের শেষ ওভারে রোহিত বৃত্তের মধ্যে চলে এসেছিলেন। হার্দিক কার্যত ভর্ৎসনা করে হিটম্যানকে ডিপ-এ পাঠিয়ে দেন। সেই সময় বল করছিলেন জেরাল্ড কোয়েটজে।

ক্রিকেট দুনিয়ার কাছে বিষয়টি মোটেই ভালো ঠেকেনি। হার্দিকের উদ্দেশ্যে সরাসরি নেট দুনিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিকেট সমর্থকরা।

ম্যাচে মুম্বইয়ের হারের পর হার্দিককে একহাত নিয়েছেন ইরফান পাঠান। রোহিত রান চেজ করতে নেমে দেওয়াল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে একসময় মুম্বইয়ে সহজ জয়ের সন্ধান দিয়ে গিয়েছিলেন। রোহিত আউট হয়ে যাওয়ার পরেই ম্যাচ থেকে ক্রমশ হারিয়ে যায় মুম্বই। রোহিত ব্যাট হাতে ঝলক দেখালেও হার্দিক ব্যাটে-বলে চরম ব্যর্থ। পাওয়ার প্লেতে বুমরাকে আক্রমণে না এনে নিজে বোলিং করতে এসে প্ৰথম দু ওভারেই ২০ রান বিলিয়ে দেন। পরে শেষদিকে ব্যাট করতে নেমে ফিনিশিং টাচ দিতে পারেননি। উমেশ যাদবের বলে আউট হয়ে যান।

Mumbai Indians Hardik Pandya Rohit Sharma IPL Gujarat Titans IPL 2024
Advertisment