Hardik Pandya booed by Gujarat Titans fans: প্রত্যাশিতই ছিল। যথারীতি হার্দিক পান্ডিয়াকে টিটকিরি দিলেন গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকরা। হার্দিক পরপর দুই বছর গুজরাট টাইটানসের অধিনায়ক ছিলেন। ২০২২-এ দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। ২০২৩-এ দলকে ফাইনালে তুলেছেন। চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছেন। সেই হার্দিকই এবার টাইটানসদের সঙ্গ ছেড়ে ফিরেছেন পুরোনো দল মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হয়ে।
রবিবার সদ্য ছেড়ে আসা দল গুজরাট টাইটানসের সঙ্গেই ছিল আবার হার্দিক বাহিনীর ম্যাচ। স্থান গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। স্বভাবতই দর্শকরা যেন তৈরি হয়েই ছিলেন হার্দিককে টিটকিরিতে ভরিয়ে দিতে। এ যেমন গুজরাটের পরিবেশ। মুম্বই দলেও হার্দিক মোটেও স্বস্তিতে নেই। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন। তাঁকে সরিয়েই হার্দিক মুম্বইয়ের ক্যাপ্টেন হয়েছেন।
রোহিতের অধিনায়কত্বে পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল জিতেছে। এমন ক্যাপ্টেনকে সরানোটা স্বভাবতই মন থেকে মেনে নিতে পারেননি মুম্বইয়ের অনুরাগীরাও। কয়েক লক্ষ ফলোয়ার রোহিতকে অধিনায়ক পদ থেকে অপসারণের পরই মুম্বইকে সোশ্যাল মিডিয়ায় ফলো করা ছেড়ে দিয়েছেন। পাশাপাশি, রোহিত এবং তাঁর স্ত্রীও বুঝিয়ে দিয়েছেন, তাঁরা এই অপসারণটা খোলা মনে মেনে নিতে পারছেন না।
আর, গুজরাটের সমর্থকরা যে হার্দিকের জন্য কী ভেবে রেখেছিলেন, তা রবিবারই স্পষ্ট করে দিলেন। পান্ডিয়া মুম্বইয়ের হয়ে টস করতে যেতেই শুরু হল গ্যালারিজুড়ে টিটকিরি দেওয়া। নানারকম শব্দ করা। ম্যাচে অবশ্য পান্ডিয়া টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু, তিনি ফিল্ডিংয়ের সময় বল মিস করতেই আবার শুরু হয় টিটকিরি।
ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই প্রাক্তন ব্রায়ান লারা ও ইয়ান বিশপ। তার মধ্যে বিশপ প্রশ্ন করেন, 'আবার আগের মত গুজরাট সমর্থকদের কাছের মানুষ হয়ে উঠতে হার্দিক পান্ডিয়া কী করতে পারেন?' জবাবে ব্রায়ান লারা পরামর্শের সুরে বলেন, 'পরের বার যখন ভারত এখানে খেলবে, তখন ভারতের হয়ে খেলুন।'
আরও পড়ুন- ক্রিকেটার নয়, পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার! ওজন বাড়িয়ে এখন তিনিই মহেন্দ্র সিং ধোনি
তবে, পান্ডিয়ার মু্ম্বইয়ে ফিরে যাওয়ার ব্যাপারটাকে হালকাভাবেই নিয়েছেন গুজরাটের কোচ আশিস নেহরা। তিনি বলেছেন, 'হার্দিক যখন দল বদলাল, আমি কখনও ওকে বাধা দেওয়ার চেষ্টা করিনি। কারণ, ও যে দলটায় যাচ্ছে, সেখানকার হয়ে ছয় বছর খেলেছে।' শুধু খেলেইনি। মুম্বইয়ের চারবার আইপিএল বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পান্ডিয়া। মুম্বইয়ের আইপিএল জয়েও তিনি রীতিমতো বড় ভূমিকা পালন করেছিলেন। তাই পান্ডিয়ার প্রতি মুম্বইয়েরও প্রত্যাশা অনেক।