IPL, Gujarat Titans vs Mumbai Indians: অতি সম্প্রতি বিসিসিআই শ্রেয়স আইয়ার ও ঈশান কিষানের সঙ্গে বার্ষিক চুক্তি বাতিল করেছে। যার পিছনে বিসিসিআই সচিব জয় শাহ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ। এবার সেই জয় শাহকেই দেখা গেল ঈশান কিষানের পিঠে হাত দিয়ে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে। আইপিএলের মধ্যে এই দৃশ্য প্রশ্ন তুলল, তাহলে কি শাহ-কিষানের দূরত্ব ঘুচল?
রবিবার, আইপিএলে গুজরাট টাইটানসের (জিটি) কাছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরাজিত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই মুম্বই ইন্ডিয়ান্সেরই (এমআই) সদস্য ঈশান কিষান। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই তিনি ফিরে এসেছিলেন। তারপর থেকে তিনি বারবার বলার পরও ঘরোয়া টুর্নামেন্ট খেলেননি। যদিও হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁকে বারবার অনুশীলন করতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতেই কিষানকে বিসিসিআই বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছে। রবিবারের ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ভূমিকায় ছিলেন ঈশান। ম্যাচ দেখতে হাজির ছিলেন জয় শাহও।
খেলা শেষে দেখা যায় যে তিনি ঈশান কিষানের সঙ্গে পিঠে হাত দিয়ে কথা বলছেন। যা স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে নেটিজেন, সকলেরই নজরে পড়েছে। এই ম্যাচ হার্দিক পান্ডিয়ার কাছেও ছিল পরীক্ষার। তিনি এমআইয়ে গুজরাটের অধিনায়কত্ব ছেড়ে ফিরেছেন। সেই গুজরাটের বিরুদ্ধেই ছিল তাঁর বর্তমান দলের রবিবারের ম্যাচ। যেখানে পেসার উমেশ যাদবের বলে আউট হন মুম্বই অধিনায়ক। ম্যাচ শেষে জয় শাহ যখন ঈশান কিষানের সঙ্গে কথা বলছেন, তখন তার কাছাকাছিই দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকেও।
সূত্রের খবর, বিসিসিআই সচিব জয় শাহ বোর্ডের সঙ্গে বার্ষিক চুক্তিবদ্ধ খেলোয়াড়দের, ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলকে অগ্রাধিকার না দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু, কিষান সেই অনুরোধ শোনেননি। রঞ্জি ট্রফিতে তিনি নিজের দল ঝাড়খণ্ডের হয়ে খেলতে অস্বীকার করেন। আর, তারপরই কিষানকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেয় বিসিসিআই।
তা নিয়ে অবশ্য কিষান প্রকাশ্যে কিছুই বলেননি। কিন্তু, যে আইপিএলের জন্য তাঁর এত আত্মত্যাগ, সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনি রীতিমতো ব্যর্থই হয়েছেন। এবারের আইপিএলের পাঁচ নম্বর ম্যাচে নেমে রবিবার, জিটির আজমতুল্লাহ ওমরজাইয়ের বল মারতে কিষান বারবার ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে ম্যাচ শেষে কিষানকে ঠিক কী বললেন জয় শাহ? সেই প্রশ্ন উঠছে।
আরও পড়ুন- জাত তুলে গালাগালি হার্দিককে, মোদি স্টেডিয়ামে সীমা ছাড়ালেন দর্শকরা, দেখুন বিস্ফোরক ভিডিও
সূত্রের খবর যে শাহ বলেছেন, 'আমি সিনিয়র ভারতীয় পুরুষ দলের ক্রিকেটারদের জন্য টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম ঘোষণা করেছি। সম্মানিত ক্রীড়াবিদদের আর্থিক অগ্রগতির জন্য এটুকু করতে পেরে আমি বেশ খুশি। ম্যাচ ফি ১৫ লক্ষ টাকার সঙ্গেই পুরস্কার হিসেবে আরও টাকা দেওয়া হবে। তুমি জানতে আমি এটা ঘোষণা করব?' জয় শাহর একথা বলার কারণ, বিসিসিআই সম্প্রতি ম্যাচ প্রতি টেস্ট খেলোয়াড়দের পাওনা টাকার পরিমাণ ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৪৫ লক্ষ টাকা করেছে। সেই হিসেবে কোনও খেলোয়াড় বছরে ১০টা টেস্ট ম্যাচ খেললেই ৪ কোটি ৫০ লক্ষ টাকা পাবেন?