Advertisment

Hardik Pandya-Mohammed Shami: চাইলেই কি সবাই ধোনি হতে পারে! মুম্বই হারতেই হার্দিককে তুলোধোনা শামির

IPL 2024, GT vs MI, Hardik Pandya tactics against Gujarat Titans: রবিবারের ম্যাচে মুম্বইয়ের জয়ের জন্য ২৪ বলে ৪৮ রান দরকার ছিল। হাতে তখন সাত উইকেট। সেই রান তাড়া করতে নেমে মুম্বইয়ের ছয় জন ব্যাটার প্রায় পরপর আউট হন। ১১টি বলে গুজরাটের বোলাররা মুম্বইয়ের কাউকে রান করতে দেননি। শেষ পর্যন্ত গুজরাট ছয় রানে জয় ছিনিয়ে নেয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik, Shami

Hardik-Shami: মুম্বই অধিনায়ক হার্দিকের বিরুদ্ধে সরব হয়েছেন মহম্মদ শামি, ইরফান পাঠান, মনোজ তিওয়ারিরা। (ছবি- ইনস্টাগ্রাম)

IPL 2024 Gujarat Titans vs Mumbai Indians, Hardik Pandya-Mohammed Shami: তাঁর সদ্য ছেড়ে আসা দল গুজরাট টাইটানসের বিরুদ্ধে রবিবারই হেরেছে বর্তমান দল মুম্বই ইন্ডিয়ান্স। আর, তারপরই হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে শুরু হয়েছে তীব্র সমালোচনা। মুম্বই অধিনায়ক হার্দিকের বিরুদ্ধে সরব হয়েছেন মহম্মদ শামি, ইরফান পাঠান, মনোজ তিওয়ারিরা। কারণ, মুম্বই যখন হারছে, তখন হার্দিক ব্যাটিং অর্ডারের সাত নম্বরে নেমেছিলেন।

Advertisment

মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা যুগের অবসান ঘটিয়ে এবারই হার্দিক পান্ডিয়া অধিনায়ক হয়ে গুজরাট টাইটান্স থেকে তাঁর পুরোনো দলে ফিরেছেন। রবিবার, ২৪ মার্চ- তারপরই গুজরাটের মুখোমুখি হয়েছে মুম্বই। আর, সেখানেই ভয়াবহ পরাজয়। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট সমর্থকরা প্রস্তুত হয়েই ছিলেন হার্দিককে টিটকিরি দেওয়ার জন্য।

পাশাপাশি, রোহিতকে সরিয়ে হার্দিককে দল অধিনায়ক করায় মুম্বইয়ের বহু ফ্যানই ক্ষুব্ধ। রোহিতকে সরানোর কথা জানার পরই কয়েক লক্ষ ফ্যান, মুম্বইকে সোশ্যাল মিডিয়ায় ফলো করাই ছেড়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে রবিবার মুম্বইয়ের ভয়াবহ পরাজয়। ফলে, এবারের আইপিএল শুরুতেই মুম্বইয়ের নতুন ক্যাপ্টেন অনেকের নিশানায়।

মুম্বই সমর্থক এবং বিশেষজ্ঞদের ক্ষোভ আরও বেড়ে গেছে, কারণ রবিবারের ম্যাচে মুম্বইয়ের জয়ের জন্য ২৪ বলে ৪৮ রান দরকার ছিল। হাতে তখন সাত উইকেট। সেই রান তাড়া করতে নেমে মুম্বইয়ের ছয় জন ব্যাটার প্রায় পরপর আউট হন। ১১টি বলে গুজরাটের বোলাররা মুম্বইয়ের কাউকে রান করতে দেননি। শেষ পর্যন্ত গুজরাট ছয় রানে জয় ছিনিয়ে নেয়।

ইরফান পাঠান, মনোজ তিওয়ারি ও মহম্মদ শামির মত বিশেষজ্ঞরা আবার মনে করছেন, এই হারের জন্য হার্দিক অনেকাংশে দায়ী। দলের একের পর এক ব্যাটসম্যান যখন আউট হচ্ছে, তখন হার্দিকের উচিত ছিল মাঠে নেমে পড়ায়। কিন্তু, সেটা না করে তিনি সাত নম্বরে ব্যাট করতে নামেন। অথচ, গুজরাটে থাকাকালীন হার্দিক তিন অথবা চারে ব্যাট করতে নামতেন।

অনেকেই মনে করছেন, হার্দিক আসলে ধোনিকে নকল করার চেষ্টা করেছেন। সেই কারণে পরের দিকে ব্যাট করতে নেমেছেন। কিন্তু, ধোনির পারফরম্যান্স আর ট্রফি জয়ের পরিসংখ্যানের সঙ্গে কারও তুলনা টানাই মুশকিল। তাছাড়া, ধোনি দলের ব্যাটারদের এভাবে পরপর আউট হতে দেখলে নিজে ব্যাটিং অর্ডারে আগে নেমে পড়েন। এখনও পর্যন্ত একটা ম্যাচ হলেও, রবিবার হার্দিকের মধ্যে সেই চেষ্টা দেখা যায়নি। সবচেয়ে বড় কথা, ম্যাচে হার্দিক নিজেও টিকতে পারেননি। মাত্র চারটি বল খেলেছেন। উমেশ যাদবের বলে আউট হওয়ার আগে একটি ছয় এবং একটি চার মেরেছেন।

দুটো মরশুমে হার্দিকের অধীনে গুজরাটের হয়ে খেলেছেন মহম্মদ শামি। এবার গোড়ালির চোটে খেলতে পারছেন না। শামি রবিবারের ম্যাচে হার্দিকের কীর্তিকলাপ দেখে পরিষ্কার বলে বসেছেন, 'ধোনি ধোনিই। আপনি অন্য কাউকে ওঁর সঙ্গে মেলাতে পারবেন না। ধোনি বা কোহলি, যেই হোক না কেন প্রত্যেকেরই আলাদা মানসিকতা আছে। আপনার নিজের ক্ষমতার ওপর নির্ভর করে খেলা উচিত। আপনি গত দুই মরশুমে ৩ আর ৪ নম্বরে ব্যাট করেছেন। আপনি সেই পজিশনেই অভ্যস্ত। সবচেয়ে বেশি হলে আপনি ৫ নম্বরে ব্যাট করতে পারেন। কিন্তু, তাই বলে সাত নম্বরে পারেন না।'

শুধু তাই নয়, রশিদ খানের ওভারে হার্দিকের আগে টিম ডেভিডের খেলতে নামা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। যা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি টুইট করেছেন, 'রশিদ খানের একটি ওভার যখন বাকি, তখন কেন টিম ডেভিড হার্দিকের আগে নামলেন? আমি সবসময় স্পিনারের বিরুদ্ধে বিদেশি ব্যাটসম্যানের চেয়ে ভারতীয় ব্যাটারকেই এগিয়ে রাখব।'

আরও পড়ুন- বোর্ডের চুক্তি থেকে বাদ দিয়েছেন, IPL-এ ঈশানকে দেখেই কাছে টানলেন জয় শাহ, দেখুন চাঞ্চল্যকর ভিডিও

কিন্তু, বিশেষজ্ঞদের অন্যতম মনোজ তিওয়ারি ফিনিশার হিসেবে এই ব্যাটিংয়ের জন্য হার্দিককে দোষ দিতে নারাজ। মনোজের আঙুল শচীনের দিকে। কারণ, শচীন মুম্বইয়ের মেন্টর। সেকথা মাথায় রেখে মনোজ বলেছেন, 'গুজরাটে যখন ছিল, আমার মনে হয় সেখানে দু'জন লোক খেলাটাকে নিয়ন্ত্রণ করত। মানে হার্দিক আর আশিস নেহরা। কিন্তু, মুম্বইয়ে বড় নাম আছে। তারাই সম্ভবত সিদ্ধান্তটা নিয়েছে। মার্ক বাউচারও নিশ্চয়ই শচীনের কথাই শুনবেন।'

IPL Hardik Pandya Gujarat Titans BCCI Mohammed Shami Mumbai Indians IPL 2024
Advertisment