/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/GT-vs-RCB.jpg)
Gujarat Titans vs Royal Challengers Bengaluru IPL 45th Match Highlights: আইপিএলে গুজরাট টাইটান্স (জিটি)-এর বিরুদ্ধে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ম্যাচের একটি দৃশ্য। (ছবি- আইপিএল ওয়েবসাইট)
Gujarat Titans vs Royal Challengers Bengaluru IPL 45th Match Highlights: দুর্ধর্ষ কোহলি-জ্যাকস! প্রিন্স গিলের গুজরাটকে হারিয়ে প্লে অফের আশা অবশেষে বাঁচিয়ে রাখল আরসিবি। টানা ছয় ম্যাচে হারের পর আগের ম্যাচে জয়ী হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও তারা সেই জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ছিল। অবশেষে ২৪ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় পেল আরসিবি। শেষ পর্যন্ত, উইল জ্যাকস ৪১ বলে অপরাজিত সেঞ্চুরি করেন। বিরাট কোহলি ৪৪ বলে করেন অপরাজিত ৭০ রান।
GT vs RCB IPL 45th Match Report 2024: এর আগে রবিবার আহমেদাবাদের টস জয়ের পর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্সের ওপেনার ঋদ্ধিমান সাহা প্রথম ওভারের শেষ বলে আউট হয়ে যান। তিনি চার বলে মাত্র পাঁচ রান করেন। ১৯ বলে ১৬ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ফিরে যান শুভমান গিল। ৬.৪ ওভারে জিটি ২ উইকেটে তোলে ৪৫। এরপর ২৪ বলে ৫০ রান করেন শাহরুখ খান। তিনি অর্ধশতরান করতে ৩টে চার এবং ৫টি ছক্কা মারেন। কিন্তু, নিজের ৩০ বলের মাথায় ৫৮ রান করে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান শাহরুখ। মাত্র ৩৪ বলে অর্ধশতরান করেন সাই সুদর্শন। ৫টা বাউন্ডারি এবং ২টো ছয় মারেন তিনি। ডেভিড মিলারের সঙ্গে পার্টনারশিপ করে সুদর্শন ২০ ওভারে ৩ উইকেটে গুজরাটকে পৌঁছে দেন ২০০ রানে।
Watch out for that Cameron Green outfield catch! 🔥🔥@RCBTweets are pumped 🆙 as Shubman Gill departs for 16.
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #GTvRCBpic.twitter.com/COSdH7YAVg— IndianPremierLeague (@IPL) April 28, 2024
গুজরাট টাইটান্স একাদশ
শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, আজমতউল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, রশিদ খান, সাই কিশোর, নূর আহমেদ, মোহিত শর্মা।
আরও পড়ুন- ভারতকে বিশ্বকাপ জেতানোর নায়ক-ই এবার পাকিস্তানের হেড কোচ! টি২০ বিশ্বকাপের আগেই ঝড় তোলা আপডেট
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ
বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, উইল জ্যাকস, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, করণ শর্মা, মহম্মদ সিরাজ, যশ দয়াল, স্বপ্নিল সিং