Harbhajan Singh Claim: নিজের টি২০ কেরিয়ারে মহেন্দ্র সিং ধোনি প্ৰথমবারের মত নয় নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন। তবে পাঞ্জাব কিংস ম্যাচে সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে এসেছে। হর্শল প্যাটেলের ইয়র্কারে বোল্ড হয়ে ফিরতে হয়েছে ধোনিকে
চলতি সিজনে ধোনিকে একাধিকবার ডেথ ওভারে ব্যাটিং করতে দেখা গিয়েছে। ইনিংস শেষের দু-এক ওভার বাকি থাকতেই বাইশ গজে ব্যাট হাতে দেখা গিয়েছিল ধোনিকে। তবে পাঞ্জাব ম্যাচে ঘটেছে উলট পুরান। মিচেল স্যান্টনার, এমনকি শার্দূল ঠাকুরকেও তাঁর আগে ব্যাট করতে নামানো হয়েছিল।
সিএসকের এই স্ট্র্যাটেজিতে মোটেই খুশি নন হরভজন সিং। তিনি সরাসরি বলে দিয়েছেন, সিএসকেকে যদি ধোনিকে নয় নম্বরে ব্যাট করতে পাঠানোর বিষয়ে মনস্থির করে, তাহলে ওঁর জায়গায় একজন বোলার খেলালেই পারে!
স্টার স্পোর্টস-এ ভাজ্জি বলে দিয়েছেন, "নয় নম্বরে ব্যাট করতে নামলে ধোনির খেলা উচিত নয়। সেক্ষেত্রে ধোনিকে নয় নম্বরে খেলানোর বদলে একজন ফাস্ট বোলারকে নিতে পারে ওঁরা। ধোনিই সমস্ত সিদ্ধান্ত নেয়। নয় নম্বরে ব্যাট করতে এসে ও দলকে ডুবিয়ে দিয়েছে।"
চেন্নাইয়ে ধোনির অধীনে একসময় খেলা হরভজন আরও বলেছেন, "শার্দূল ঠাকুর ওঁর আগে ব্যাট করতে এল। শার্দূল কখনই ধোনির মত লম্বা শট হাঁকাতে পারে না। জানি না ধোনি কেন পরে ব্যাট করতে নামল। ধোনির সবুজ সংকেত ছাড়া কিছুই হয় না। ধোনিকে ব্যাটিং অর্ডারের নীচে নামানোর সিদ্ধান্ত অন্য কারোর, এটা অন্তত আমি মানছি না।"
"সেই সময়ে সিএসকের দ্রুত রান তোলার প্রয়োজন ছিল। ধোনি আগের ম্যাচেও এরকম খেলেছে। পাঞ্জাব কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ও নিজেকে নিচে নামাল, এটা আশ্চর্যের। যদি আজকে সিএকে জিতেও যায়, আমি ধোনিকে বাদ দিতে বলল। লোকেরা যে যাই বলুক, আমি সত্যি কথাই বলে যাব।"
ধোনি শূন্য রানে আউট হয়ে গেলেও, সিএকসের জয় আটকায়নি। প্রথমে ব্যাট করতে নেমে সিএসকে ছোটখাটো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে স্কোরবোর্ডে তুলতে পেরেছিল মাত্র ১৬৭/৯ রান। রবীন্দ্র জাদেজা ২৬ বলে ৪৩ করে যান। ব্যাট হাতে তাঁকে জয় সহায়তা করেন ড্যারেল মিচেল (১৯ বলে ৩০) এবং রুতুরাজ গায়কোয়াড (২১ বলে ৩২)। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ১৩৯/৯-এ খতম হয়ে যায়। জাদেজা ৩ উইকেট নেন। সিমরনজিৎ সিং এবং তুষার দেশপান্ডে দুজনেই দুটো করে শিকার করেন সিএসকের হয়ে।