Advertisment

Hardik Pandya-Mumbai Indians: মুম্বই ড্রেসিংরুমে একঘরে হার্দিক, রাজস্থান ম্যাচ হারতেই বড় আপডেট এল সামনে

Hardik Pandya as Mumbai Indians captain: রাজস্থান রয়্যালসের কাছে মুম্বই ধরাশায়ী হওয়ার পর দেখা গেল, হার্দিক একা ডাগ আউটে বসে আছেন। বাকি খেলোয়াড়রা মাঠ ছাড়ছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mumbai Indians, Hardik

Mumbai Indians-Hardik: হার্দিক যখন ডাগ আউটের দিকে, বাকি খেলোয়াড়রা তখন ড্রেসিংরুমের পথে। (ছবি-স্ক্রিনগ্যাব)

Mumbai Indians in 2014 IPL: গুজরাট ছেড়ে এবছর মুম্বই ইন্ডিয়ান্সে আসার সময়ই সতীর্থদের বিরোধিতার মুখে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার মুম্বইয়ে আইপিএল চলাকালীন পরপর তিনটি ম্যাচে হারের পর দেখা গেল, হার্দিক আরও একা হয়ে গিয়েছেন। আর, সেই দৃশ্য স্পষ্ট ধরা পড়ল রাজস্থান রয়্যালসের কাছে মুম্বই ধরাশায়ী হওয়ার পর। দেখা গেল, হার্দিক একা ডাগ আউটে বসে আছেন। বাকি খেলোয়াড়রা মাঠ ছাড়ছেন।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে। মুম্বইয়ের অধিনায়ক হওয়ার পর থেকেই বিতর্ক হার্দিকের পিছু ছাড়ছে না। পরপর তিনটি ম্যাচে ফ্র্যাঞ্চাইজির দল পরাস্ত হয়েছে। তার মধ্যে রাজস্থান রয়্যালসের কাছে পরাজয় যেন মুম্বইকে আরও বেশি ধাক্কা দিয়েছে। অনেক বিশেষজ্ঞ যাই বলুন না কেন, রাজস্থান মোটেই আহামরি টিম না। আর, মুম্বই সেখানে পাঁচ বারের আইপিএল জয়ী।

যদি পরিসংখ্যানের বিচারে বলতে হয়, তবে এই প্রসঙ্গগুলো আসতে বাধ্য। আর, সেই রাজস্থানের কাছেই ঘরের মাঠ ওয়াংখেড়েতে নাস্তানাবুদ হয়েছেন হার্দিকরা। না পেরেছেন ব্যাটে ভালো কিছু করতে। না বোলিংয়ে। ছয় উইকেট, ২৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে রাজপুতানার দল। আর, তারপরই দেখা গেল হার্দিক যেন আরও একা হয়ে পড়েছেন তাঁর দলের মধ্যেই। এমনকী যে ঈশান কিষানকে কিছুদিন আগে তাঁর সঙ্গে একা অনুশীলন করতে দেখা যাচ্ছিল, সেই ঈশানও তাঁর বিপর্যস্ত অধিনায়কের পাশে এই বিপদের সময়ে নেই।

এপ্রিল ফুলের দিন ঘরের মাঠেই যেন মুম্বই অধিনায়ককে পুরো ফুল বা বোকা বানিয়ে দিলেন তাঁরই সতীর্থরা। কার্যত একঘরে করে দিলেন। এবারের আইপিএলের শুরুতে আহমেদাবাদের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হারের পরও পরিস্থিতিটা এমন হয়নি। হার্দিকই গতবছর পর্যন্ত গুজরাটের অধিনায়ক ছিলেন। দু'বছর অধিনায়কত্ব করে একবার চ্যাম্পিয়ন, দ্বিতীয়বার রানার্স করেছেন গুজরাটকে। এমন দলের বিরুদ্ধে মুম্বইয়ের হারে তবুও একটা আশা ছিল। কিন্তু, সেই আশাই ক্রমশ যেন ডুবে গিয়েছে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারার পর। আর, মুম্বইয়ের আশার কফিনে শেষ পেরেকটা যেন কেউ পুঁতে দিয়ে গিয়েছে সোমবারের ওয়াংখেড়েতে।

আরও পড়ুন- রোহিত-সূর্য-ঈশানরা সম্মানই করবে না হার্দিককে, ফের বড়সড় বোমা ফাটালেন ইরফান

এসবের সঙ্গে আবার মিশেছে, মাঠে হার্দিকের বিরুদ্ধে দর্শকদের কটূক্তি। মুম্বই সমর্থকদের যাবতীয় হতাশা যেন গিয়ে পড়েছে হার্দিকের ওপর। তাঁদের চোখে দলের অধিনায়কই খলনায়ক। দলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে অপসারণের পর থেকে এই দৃষ্টিকোণ রীতিমতো কুনজরে দেখেছে হার্দিককে। সেই কুনজর মুম্বইয়ের পরাজয়ের পর যেন আরও চওড়া হচ্ছে। যা দলের মধ্যেই একাকী করে তুলেছে মুম্বই অধিনায়ককে।

Mumbai Indians Rajasthan Royals Hardik Pandya IPL IPL 2024
Advertisment