Hardik Pandya controversy: মরসুমের শুরু থেকেই একাধিক কারণে আলোচনার শিরোনামে হার্দিক পান্ডিয়া। কখনও নেতৃত্বের ব্যাটন নিয়ে মাঠে নেমে কটূক্তি হোক, কখনও আবার মুম্বইয়ের পরাজয়ের পিছনে তাঁর বিশ্রী ট্যাকটিক্স-এর আলোচনায়- হার্দিক পান্ডিয়া বারবার শিরোনামে উঠে এসেছেন। এবার নতুন কারণে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স-এর জার্সিতে ধারাবাহিকভাবে বোলিং করছেন না। তাঁর চোট নিয়ে জোরালো সংশয়ের কথা তুলে ধরলেন এবার সাইমন ডুল।
আইপিএলের পরেই বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে চোটের কারণে খেলতেই দেখা যায়নি হার্দিককে। আইপিএলের মত ইভেন্টে প্ৰথমবার প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে নেমেছেন তিনি। জাতীয় দলে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছেন তিনি। তবে আইপিএলে নিজের সেরাটা দিতে দেখা যায়নি এখনও।
হার্দিক আইপিএলে সেভাবে বোলিং-ও করছেন না। মুম্বই ইন্ডিয়ান্স-এর প্রথম ম্যাচে পুরো চার ওভার-ই বোলিং করেছিলেন হার্দিক। এরপরে তাঁকে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে বোলিং করতে দেখা গিয়েছিল। বাকি ম্যাচে বল হাতে তোলেননি। সবমিলিয়ে ৫ ম্যাচে মাত্র ৮ ওভার বোলিং করেছেন তারকা অলরাউন্ডার।
কম বোলিংয়ের পরেই তাঁর নতুন করে চোট লেগেছে কিনা, এই প্রশ্ন উঠে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স-এর প্রথম দুই ম্যাচে হার্দিক পাওয়ার প্লেতে বুমরা নয়, নিজেকেই বোলিং আক্রমণে এনেছিলেন। যা নিয়ে সমালোচনাও হয়। এখন নিজেকে কেন হঠাৎ করে বোলিং থেকেই সরিয়ে নিয়েছেন?
হার্দিক অবশ্য নিজের চোটের সম্ভবনা উড়িয়ে দিয়েছেন। বলে দিয়েছেন, সামনেই টি২০ বিশ্বকাপ। তাই নিজেকে পুরোপুরি নিংড়ে দিতে চাইছেন না। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য নিজেকে ফিট রাখতে চান। তাছাড়া মুম্বই ইন্ডিয়ান্স বোলিংয়ে অনেক অপশন রয়েছে। সেই কারণেই তিনি বোলিং করে নিজের ওপর চাপ দিতে চাইছেন না।
হার্দিক পান্ডিয়ার এই যুক্তি অবশ্য একদমই মানছেন না সাইমন ডুল। নিউজিল্যান্ডের ক্রিকেট বিশেষজ্ঞ ক্রিকবাজ-এ ক্রিকেট বিষয়ক এক অনুষ্ঠানে আলোচনা করার সময় সাফ বলে দিয়েছেন, নতুন করে চোটের শিকার হয়েছেন হার্দিক। তাই বোলিং করতে দেখা যাচ্ছে না। চোট লুকিয়ে রেখেছেন যাতে টি২০ বিশ্বকাপে খেলতে পারেন। "প্রথম ম্যাচে বোলিং করে টিম ইন্ডিয়াকে এক বার্তা দেওয়ার চেষ্টা করেছিল। তারপর এমন কি হল ওঁর বোলিংয়ের প্রয়োজন দলের ফুরিয়ে গেল? ওঁর চোট লেগেছে। আমি নিশ্চিত ও চোটের কবলে পড়েছে। ও মানতে চাইছে না। তবে নিশ্চয় আইপিএল চলাকালীনই আবার চোট পেয়েছে।" বলে দিয়েছেন ডুল।