Advertisment

Adam Gilchrist on Hardik Pandya: রোহিত-বুমরারা একঘরে করেছে হার্দিককে! মুম্বই ড্রেসিংরুম নিয়ে বোমা এবার গিলক্রিস্টের

Adam Gilchrist insight into Mumbai Indians dressing room: মুম্বইয়ের টানাপোড়েন নিয়ে বিস্ফোরক মন্তব্য গিলক্রিস্টের

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit, Hardik, Adam Gilchrist

Rohit-Hardik-Adam Gilchrist: গিলক্রিস্টই ফাঁস করে দিয়েছেন সত্যটা। (ছবি- টুইটার)

Hardik Pandya as Mumbai Indians captain: রোহিত-বুমরারা একঘরে করে রেখেছে হার্দিককে! মুম্বই ড্রেসিংরুম নিয়ে এবার বোমা ফাটিয়ে দিলেন অ্যাডাম গিলক্রিস্ট। রবিবারই চেন্নাই সুপার কিংসের কাছে গোহারান হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর, তারপরই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব, তাঁর ব্যাটিং এবং বোলিং দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যাবতীয় সমালোচনার জবাব দিতে গিয়ে হার্দিক টেনে এনেছেন ধোনির প্রসঙ্গ।

Advertisment

মুম্বই অধিনায়ক বলেছেন, 'ওদের স্ট্যাম্পের পিছনে এমন একজন লোক আছেন, যিনি বলে দেন কী কাজ করতে হবে।' হার্দিকের এই কথা বলার অর্থই হল একদিকে যেমন ধোনির তারিফ করা। তেমন, অন্যদিকে রোহিত শর্মাকে খোঁচা মারা। কারণ, এবছর গুজরাট টাইটান্স থেকে হার্দিককে জামাই আদর করে অম্বানিরা নিয়ে এসেছে। আর, মুম্বইয়ের অধিনায়ক করে দিয়েছে রোহিত শর্মাকে সরিয়ে। অথচ, এই রোহিত শর্মার নেতৃত্বেই পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই।

এই অপসারণ নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে মুম্বই শিবিরে। হার্দিকের পালটা অপসারণ চেয়েছে মুম্বই শিবিরের একাংশ। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মুম্বই সমর্থক প্রিয় দলকে সমর্থন করা ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, প্রথমদিকে মুম্বই যেখানেই খেলতে গিয়েছে, সেখানেই সমর্থকরা হার্দিকের বিরুদ্ধে কটাক্ষ করেছেন। তাঁকে আওয়াজ দিয়েছেন। আর, অম্বানিরা প্রতিবারই হার্দিককে নানাভাবে বাঁচানোর চেষ্টা করেছে। কখনও আবার কিংবদন্তিদের দিয়ে হার্দিকের হয়ে সওয়াল করিয়েছে।

কিন্তু, তারপরও মুম্বইয়ের হারের বিরাম নেই। পয়েন্ট টেবিলে এবার মুম্বই রয়েছে অষ্টম স্থানে। ছয়টি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে। সেখানে চেন্নাই রয়েছে এবারের লিগের তৃতীয় স্থানে। অথচ, দুই দলই সমান সংখ্যক, পাঁচটি করে আইপিএল জিতেছে। রোহিতের মত ধোনিকেও এবছর অধিনায়ক পদ থেকে সরানো হয়েছে। ধোনির দল চেন্নাই অধিনায়ক করেছে ঋতুরাজ গায়কোয়াড়কে। কিন্তু, হার্দিকের দল মুম্বইয়ের মত, ধোনির চেন্নাইয়ে আসা ঋতুরাজ নিজের দলের মধ্যে বিরাট সমস্যায় পড়েননি। আর, সেই কারণেই অন্যবারের মত এবারের আইপিএলেও চেন্নাই তরতরিয়ে এগোচ্ছে।

আরও পড়ুন- নতুন মালিকের কাছে RCB-কে বেচে দিক জয় শাহরা! BCCI-কে বোমা ফাটানো পরামর্শ টেনিস কিংবদন্তির

গিলক্রিস্ট জানিয়েছেন, হার্দিক ঠিক এটাই বোঝাতে চেয়েছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, 'ধোনি সম্পর্কে হার্দিকের কথাটা রীতিমতো আকর্ষণীয়। যেটা বুঝিয়ে দিচ্ছে যে দলের মধ্যে হার্দিক একঘরে হয়ে পড়েছে। সম্ভবত, সেটাই ওর মানসিকতায় প্রভাব ফেলেছে। আর, সেই কারণেই ও ধোনির উদাহরণটা টেনেছে। ডাগআউটে ওর দ্বিধা আর অনিশ্চয়তা হার্দিকের এই মানসিকতারই ফসল।' গিলক্রিস্ট বোঝাতে চেষ্টা করেছেন যে ঋতুরাজের জমানাতেও সিএসকে ধোনির পরামর্শে উপকৃত হচ্ছে। কিন্তু, এবারের মুম্বই রোহিতের তেমন পরামর্শ পাচ্ছে না। সেকথাই হার্দিক বোঝানোর চেষ্টা করেছেন।

Mumbai Indians Hardik Pandya mumbai IPL IPL 2024
Advertisment