Advertisment

Hardik-Rohit: থমথমে মুম্বই ড্রেসিংরুম, হার্দিক-রোহিতের প্ৰথম সাক্ষাৎ হল আচমকাই! কী করলেন দুজনে, ভিডিও ভাইরাল

Hardik Pandya-Rohit Sharma relationship: মুম্বই ইন্ডিয়ান্স-এর তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে, রোহিত হার্দিক পারস্পরিক আলোচনায় মগ্ন। খোশমেজাজেই দেখা গিয়েছে দুই তারকাকে। তারপর দুজনে আলিঙ্গন করেন পরস্পরকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024: Rohit Sharma and Hardik Pandya

স্ক্রিনগ্রাব: মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রেনিং সেশনে হার্দিক পান্ড্য এবং রোহিত শর্মা। (X এ MI)

IPL, Mumbai Indians, Hardik Pandya, Rohit Sharma: তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে জল্পনার স্রোত দেশ জুড়ে। এর মধ্যেই মুম্বই অনুশীলনে দেখা গেল অন্য দৃশ্য। রোহিত আলিঙ্গন করলেন মুম্বইয়ের নতুন নেতা হার্দিক পান্ডিয়াকে।

Advertisment

মুম্বই ইন্ডিয়ান্স-এর তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে, রোহিত হার্দিক পারস্পরিক আলোচনায় মগ্ন। খোশমেজাজেই দেখা গিয়েছে দুই তারকাকে। তারপর দুজনে আলিঙ্গন করেন পরস্পরকে।

এখানে দেখুন:

২০১৫ থেকে ২০২১ টানা মুম্বই সংসারে ছিলেন হার্দিক। তারপর গুজরাটের অধিনায়ক হন তারকা। এবার মুম্বই নিজেদের তারকাকে ফিরিয়ে এনেছে বিশাল ট্রান্সফার ফি-র বিনিময়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছিল, রোহিত মুম্বইয়ে ফেরার জন্য একটাই শর্ত দিয়েছিলেন, তাঁর হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিতে হবে। রোহিতের সঙ্গে এরপরে ফ্র্যাঞ্চাইজি আলোচনায় বসে। আসন্ন আইপিএলের আগেই হার্দিকের নেতৃত্বে খেলার বিষয়ে টিম ম্যানেজমেন্টকে সবুজ সংকেত দেন রোহিত।

সম্পর্কে কোনো টানাপোড়েন নেই

জল্পনার আবহে হার্দিক পান্ডিয়াকে প্রথম সাংবাদিক সম্মেলনেই রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলতে হয়েছে। বলে দিয়েছেন, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও অস্বস্তি নেই। হার্দিকের বক্তব্য, “কোনওকিছুরই সমস্যা নেই। আমার প্রয়োজনে সবসময় রোহিত ভাই সঙ্গে থেকেছে। আগেই বলেছি ও জাতীয় দলের ক্যাপ্টেন। কেরিয়ারের অধিকাংশ সময় কেটেছে ওঁর অধিনায়কত্বে। মনে হয়না আমাদের সম্পর্কে কোনও অস্বস্তি বিরাজ করবে। ওঁর নেতৃত্বে মুম্বই যা অর্জন করেছে সেটাই আমি এগিয়ে নিয়ে যাব।”

সাংবাদিক সম্মেলনে রোহিত ইস্যুতে আরও অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয় কোচ মার্ক বাউচার এবং হার্দিককে। জিজ্ঞাসা করা হয়, মুম্বই ইন্ডিয়ান্স হঠাৎ করে রোহিতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন! মার্ক বাউচার মাইক হাতে নিয়েও এই প্রশ্নের জবাব দিতে রাজি হননি। হার্দিক আলতো হাসিতে এই প্রশ্ন এড়িয়ে যান।

তবে হার্দিক বলেছেন, "জানতাম সমর্থকরা রুষ্ট হবে। রোহিত নিজস্ব সাম্রাজ্য স্থাপন করেছে। সমর্থকদের আবেগের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। তবে যে বিষয় আমার আয়ত্তে নেই, সেই বিষয় আমি নিয়ন্ত্রণ করতে পারব না। নিজের কাজের প্রতিই আমার ফোকাস থাকবে।”

মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের আইপিএল অভিযান-ই শুরু করছে গুজরাট টাইটান্স-এর বিপক্ষে। হার্দিক নিজের সদ্য ছেড়ে আসা দলের বিপক্ষেই মুম্বই জার্সিতে অধিনায়কত্বের নতুন ইনিংস শুরু করবেন।

IPL Hardik Pandya Mumbai Indians Rohit Sharma
Advertisment