Hardik Pandya banned: হার দিয়ে শুরু। হার দিয়ে শেষ। হতাশা ভরা মরশুমে মুম্বই আইপিএল অভিযান সমাপ্ত করল ১৮ রানে হেরে লখনৌয়ের বিপক্ষে। দশ দলের লিগের মধ্যে সর্বশেষ স্থান পাওয়া নিশ্চিত করল মুম্বই ইন্ডিয়ান্স শিবির।
IPL Code of Conduct breach by Hardik Pandya: তবে মুম্বইয়ের এই দুরবস্থা এখানেই শেষ নয়। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে নির্বাসনে পাঠাল বিসিসিআই। লখনৌয়ের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে নির্বাসনের কবলে পড়লেন ক্যাপ্টেন হার্দিক। চলতি সিজনে এটা ছিল ক্যাপ্টেন পান্ডিয়ার তৃতীয় 'অপরাধ'। এর ফলে আগামী সিজনের প্ৰথম ম্যাচে নামতে পারবেন না তিনি।
ম্যাচ শেষ হতেই বোর্ডের প্রেস বিবৃতিতে বলে দেওয়া হয়, লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মন্থর ওভার রেটের জন্য জরিমানা সহ নির্বাসন হল হার্দিক পান্ডিয়ার। এটাই যেহেতু মুম্বইয়ের লিগের শেষ ম্যাচ ছিল, তাই আগামী সিজনেও এই নির্বাসন বলবৎ থাকবে। মুম্বই প্লে অফে উঠলে সেই ম্যাচেও খেলতে পারতেন না হার্দিক।
চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয় ক্যাপ্টেন হিসাবে হার্দিক নির্বাসনের কবলে পড়লেন। এর আগে ঋষভ পন্থের একই শাস্তি হয়েছিল। আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি পন্থ। আবেদন করেও রেহাই মেলেনি। পন্থের অনুপস্থিতিতে দিল্লির ক্যাপ্টেন হয়েছিলেন অক্ষর প্যাটেল। সেই ম্যাচ হেরেই প্লে অফের দৌড় থেকে একেবারে ছিটকে যায় ক্যাপিটালসরা।
নির্বাসন-ই শুধু নয়, হার্দিককে ৩০ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। মুম্বইয়ের সমস্ত ক্রিকেটারকে এমনকি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলা তারকাকেও ম্যাচ ফির ৫০ শতাংশ অথবা ১২ লক্ষ টাকা- তুলনায় যা কম হবে, সেটাই দিতে হবে। নতুন সিজনে মুম্বইয়ে নতুন ক্যাপ্টেনকে নিয়ে শুরুর ম্যাচে খেলতে হবে।
সিজন শুরুর আগেই রোহিত শর্মাকে সরিয়ে নেতৃত্বের আর্মব্যান্ড হার্দিকের হাতে তুলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে তাতে ফল মেলেনি। হার্দিক আইপিএল শেষ করলেন ১৩ ম্যাচে ২১৬ রান নিয়ে। গড় ১৮ এবং স্ট্রাইক রেট ১৪৩.০৪। ১২ ম্যাচে ১০.৭৫ ইকোনমিতে হার্দিক ১২ ইনিংসে ১৩ উইকেট শিকার করেছেন।