Advertisment

Hardik Pandya-Tilak Varma fight: কথা কাটাকাটি থেকে প্রায় হাতাহাতি! হার্দিক-তিলকের ঝামেলায় উত্তপ্ত মুম্বই ড্রেসিংরুম, কেলেঙ্কারি প্রকাশ্যেই

Mumbai Indians dressing room fight: দিল্লির কাছে হারের পর, মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২৫৮ রান তাড়া করতে দলের ব্যর্থতার জন্য প্রকাশ্যেই তিলক ভার্মাকে দায়ী করেন। তিলক ভার্মা এই ম্যাচে অর্ধশতরান করলেও মুম্বইয়ের ইনিংস ২৪৭ রানে শেষ হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya, Tilak Varma

Hardik Pandya-Tilak Varma: পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা সামলাতে রোহিত শর্মা এবং মুম্বই ইন্ডিয়ান্সের মালিকপক্ষকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। (ছবি- টুইটার)

Mumbai Indians in IPL 2024: কথা কাটাকাটি থেকে প্রায় হাতাহাতি! হার্দিক-তিলকের ঝামেলায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বই ড্রেসিংরুম। সেই কেলেঙ্কারি এবার প্রকাশ্যে। এমনিতে রোহিত শর্মার অপসারণের পর থেকেই মুম্বই শিবিরে অশান্তি তুঙ্গে। যার প্রভাব পড়েছে এবারের আইপিএলেও। লিগ পর্বে ইতিমধ্যে সাতটি ম্যাচে পরাজয়ের মধ্যেই, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এমআইয়ের দ্বিতীয় তথা শেষ পরাজয়ের পর উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বইয়ের ড্রেসিংরুমের পরিবেশ। যা মুম্বই শিবিরের অশান্তি সম্পর্কে গুজবকে তীব্র করেছে।

Advertisment

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির কাছে হারের পর, মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২৫৮ রান তাড়া করতে দলের ব্যর্থতার জন্য প্রকাশ্যেই তিলক ভার্মাকে দায়ী করেন। তিলক ভার্মা এই ম্যাচে অর্ধশতরান করলেও মুম্বইয়ের ইনিংস ২৪৭ রানে শেষ হয়। পান্ডিয়া বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের বিরুদ্ধে আক্রমণাত্মক না হওয়ার জন্য ম্যাচের পর প্রকাশ্যেই ভার্মার সমালোচনা করেছিলেন। যাকে ঘিরে ড্রেসিংরুমে উত্তেজনা ছড়ায়।

হার্দিকের সমালোচনা তরুণ প্রতিভা তিলক ভার্মা ভালোভাবে নেননি। প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা সামলাতে রোহিত শর্মা এবং মুম্বই ইন্ডিয়ান্সের মালিকপক্ষকে হস্তক্ষেপ পর্যন্ত করতে হয়। এই প্রসঙ্গে একটি টুইটও সামনে এসেছে। ওই টুইট অনুযায়ী, রোহিত শর্মার নেতৃত্বের অনুপস্থিতি মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে স্পষ্ট ধরা পড়ছে। টুইটটিতে সেদিনের ঘটনা তুলে ধরার চেষ্টা হয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সে এই গোলমালের সূত্রপাত রোহিত শর্মাকে অপসারণের খবর সামনে আসার পর থেকেই। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্ব পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু, সেই মুম্বইয়ের অধিনায়ক পদ থেকে রোহিতকে অপসারণ করে হার্দিককে এনে বসিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের মালিক অম্বানিরা। কারণ, রোহিতের নেতৃত্ব সাম্প্রতিক অতীতে মুম্বই বড় কিছু করে দেখাতে পারেনি। আর, মুম্বইয়ের ঘরের ছেলে হার্দিক গুজরাট টাইটান্সে দুই বছরের জন্য অধিনায়ক হিসেবে গিয়ে একবার দলকে চ্যাম্পিয়ন করেছেন। একবার রানার্স করেছেন। রোহিতকে সরানোর প্রেক্ষিতে মুম্বই কর্তাদের অন্যতম যুক্তি ছিল, রোহিতের বয়স বেশি। আর, হার্দিকের বেশ কম। ফলে, এখন থেকেই হার্দিক মুম্বইকে সামলাতে শিখবেন।

আরও পড়ুন- পাথিরানা নেই, চেন্নাইয়ের জয়-ও নেই! KKR ঘাতক বেয়ারস্টোর ব্যাটেই ধুয়েমুছে সাফ ধোনির CSK

যদিও অম্বানি গোষ্ঠীর এই সিদ্ধান্ত মুম্বই সমর্থকরা খোলামনে গ্রহণ করেননি। রোহিতকে অধিনায়ক পদ থেকে সরানোর পরপরই কয়েক লক্ষ মুম্বই সমর্থক এমআইকে সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করা ছেড়ে দেন। শুধু তাই নয়, মুম্বই কর্তাদের সমালোচনায় সরব হন প্রাক্তন ক্রিকেটাররাও।

IPL Hardik Pandya Rohit Sharma Mumbai Indians IPL 2024
Advertisment