/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/hardik-manoj.jpg)
Hardik-Manoj: হার্দিককে নিয়ে বড় মন্তব্য করলেন মনোজ তিওয়ারি (টুইটার)
Mumbai Indians-Hardik Pandya: মুম্বই ইন্ডিয়ান্স-এ নেতা হিসেবে যোগ দেওয়ায় সামর্থকরা কতটা অসন্তুষ্ট, তার প্রমাণ মিলেছে গত রবিবারই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুম্বই বনাম গুজরাট ম্যাচে। টানা দু-বছর নেতৃত্ব দিয়েছেন। একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স করার পর দল ছেড়ে দেওয়ায় হার্দিকের আনুগত্য নিয়েও প্রশ্ন উঠেছে। এমন আবহে গুজরাটের বিরুদ্ধে হার্দিকের মাঠে নামার অভিজ্ঞতা মোটেই সুখকর হয়নি। ম্যাচ চলাকালীন একাধিকবার টিটকিরি শুনতে হয়েছে তারকাকে।
তবে অসন্তোষ কেবল গুজরাট টাইটান্স ফ্যানস-দের মধ্যেই সীমাবদ্ধ নেই। সেই অসন্তোষ ছড়িয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও। পাঁচবারের আইপিএল জয়ী প্রিয় নেতা রোহিতকে যেভাবে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা মুম্বই সমর্থকরা মোটেই ভালোভাবে নেননি।
আগামী সপ্তাহে মুম্বই ওয়াংখেড়েতে চলতি সিজনে প্ৰথমবার ঘরের মাঠে খেলতে নামবে। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। আর সেই ম্যাচে হার্দিকের জন্য বিপদ অপেক্ষা করে থাকতে পারে। এমনই ভবিষ্যৎবাণী করে ফেললেন এবার মনোজ তিওয়ারি।
সংবাদসংস্থাকে বাংলার ক্রিকেটার বলে দিয়েছেন, "মুম্বই সমর্থকরা হার্দিককে কীভাবে স্বাগত জানায়, সেটা দেখার। মনে হচ্ছে, গুজরাট সমর্থকদের থেকেও ওঁকে এবার টিটকিরির মাত্রা আরও বেশি হতে চলেছে। কারণ একজন সমর্থক হিসাবে, মুম্বই সমর্থক বা রোহিত শর্মার সমর্থক হিসাবে কেউই প্রত্যাশা করতে পারেনি হার্দিকের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে।"
"পাঁচবার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেও রোহিতকে নেতৃত্ব থেকে সরে যেতে হয়েছে। জানি না এই নেতৃত্ব বদলের পিছনে কী কারণ রয়েছে। তবে এই ঘটনা সমর্থকরা মোটেও ভালভাবে নেয়নি। মাঠে সেদিন এই প্রতিক্রিয়াই দেখতে পাওয়া যাবে।"
আহমেদাবাদে যেভাবে হেনস্থা হতে হয়েছে হার্দিককে, তারপরেও ঠান্ডা মাথায় অধিনায়কত্ব করার জন্য হার্দিকের টেম্পারমেন্টের প্রশংসাও করেছেন মনোজ তিওয়ারি। "ওঁকে যতটা চিনি, গত কয়েক সপ্তাহে টিভিতে ওঁর সাক্ষাৎকার দেখে যা বুঝেছি, টিটকারি শুনেও ও কিন্তু মেজাজ হারায়নি। ঠান্ডা মাথায় সবকিছু পরিচালনা করছে। এটা কিন্তু ভাল টেম্পারমেন্টের লক্ষণ।" বলেছেন মনোজ।