Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad IPL Harshit Rana against Heinrich Klaasen Mayank Agarwal: কেকেআরের ফাইনাল ওভারের থ্রিলার জয়ের নেপথ্যে হর্ষিত রানা। দুর্ধর্ষ ওভারে চাপের মুখে ১৩ রান ডিফেন্ড করে নিজের জাত চিনিয়ে দিয়েছেন ভারতীয় উদীয়মান পেস সেনসেশন। জোড়া উইকেট নিয়ে ৮ রানের বেশি খরচ করেননি ওভারে। আর কেকেআরকে জিতিয়েই বিতর্কে জড়িয়ে পড়লেন রানা। তাঁর ম্যাচ ফি-র ৬০ শতাংশ জরিমানা করা হল।
মায়াঙ্ক আগারওয়াল এবং হেনরিখ ক্ল্যাসেনকে আউট করে অশালীন ভঙ্গি করেন। আঙ্গুল উঁচিয়ে সেন্ড অফ দেন। আইপিএলের আচরণ বিধি ভঙ্গ করায় হর্ষিতকে ম্যাচের পরেই শাস্তি দিল আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে, হর্ষিত আইপিএলের আচরণ বিধির লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন। জোড়া অপরাধের সেই কারণে যথাক্রমে ম্যাচ ফি-র ১০ এবং ৫০ শতাংশ জরিমানা হয়েছে। নিজের দোষ স্বীকার করে নিয়েছেন রানা।
রান চেজ করার সময় হায়দরাবাদ ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। হর্ষিত রানার শর্ট বল পুল করেছিলেন মায়াঙ্ক। তবে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ আউট হতে হয় তারকাকে। এরপরই মায়াঙ্ককে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন হর্ষিত। ২১ বলে ৩২ করে প্যাভিলিয়নে ফেরার সময় মায়াঙ্ক পাল্টা রক্ত চক্ষু দেখান। একই কাণ্ড ঘটে হেনরিখ ক্ল্যাসেনকে আউট করার পরেও। তিনি প্রোটিয়াজ ব্যাটারকে আঙুল উঁচিয়ে প্যাভিলিয়নে ফেরার ভঙ্গি করেন।
আরও পড়ুন: CSK-র জার্সি দেখেই নাক সিঁটকোলেন মুস্তাফিজুর! বিরাট শাস্তি হতে পারে টাইগার তারকার
গোটা ঘটনায় হর্ষিতের ওপর বেশ বিরক্ত সুনীল গাভাসকার। কিংবদন্তি কমেন্ট্রি করার সময় বলে দেন, "ওঁর এরকম মোটেই করা উচিত হয়নি। ব্যাটাররা যখন ওঁকে ছক্কা হাকাচ্ছিল, তখন কি ওঁকে ওঁরা এরকম কোনও ভঙ্গি করছিল? এরকম অঙ্গভঙ্গি করা ছাড়াও ক্রিকেট খেলা যায়। এখন টিভির যুগ। সেটা বুঝি। তবে সতীর্থদের সঙ্গে আউটের সেলিব্রেশন করাই যায়। এরকম অঙ্গভঙ্গি করার কোনও প্রয়োজন নেই।"
মিচেল স্টার্ক আইপিএলের দামিতম তারকার ট্যাগ জার্সিতে লাগিয়ে খেলতে নেমেছিলেন। তবে ৪ ওভারে ৫২ রান খরচ করে কেকেআরকে প্রায় হারিয়ে দিয়েছিলেন। ১৯ তম ওভারে অজি স্পিডস্টার ২৬ রান খরচ করে বসেন ক্ল্যাসেনের তান্ডবের সামনে। তবে শেষ ওভারে হর্ষিত রানা মারমুখী শাহবাজ আহমেদ এবং হেনরিখ ক্ল্যাসেনকে আউট করে শেষ বলে রুদ্ধশ্বাস জয় এনে দেন কেকেআর শিবিরকে।