Advertisment

Harshit Rana fined: দিল্লির বাঙালি তারকাকে ইডেনে অসম্মান! নাইট তারকাকে কড়া শাস্তিতে 'চাবুক' চালাল জয় শাহের বোর্ড

Harshit Rana fined after breaching IPL code of conduct: সোমবার, ২৯ এপ্রিল ইডেন গার্ডেনে দিল্লির বিরুদ্ধে কেকেআর জয় পেয়েছে। সেই ম্যাচেই হর্ষিত ফের আইপিএলের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। চলতি মরশুমে তিনিই প্রথম খেলোয়াড় যিনি, আইপিএলের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তির মুখে পড়েন।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL, Harshit Rana, KKR, Joy Shah

IPL-Harshit Rana-KKR-Joy Shah: আচরণবিধির ব্যাপারে কড়া নজর রাখছে আইপিএল কমিটি। (ছবি- টুইটার)

Kolkata Knight Riders vs Delhi Capitals: আইপিএল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হর্ষিত রানাকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করলেন ম্যাচ কমিশনার। তাঁকে জরিমানাও করা হয়েছে। কেকেআরের জোরে বোলার হর্ষিত চলতি মরশুমে দু'বার আদর্শ আচরণবিধি ভঙ্গের আওতায় পড়লেন। এর আগেরবারের ঘটনায় তাঁকে আর্থিক জরিমানা করা হয়েছিল। কিন্ত, একই কাজ ফের করায় এবার তাঁকে ম্যাচ ফি-এর একশো শতাংশ জরিমানা করা হয়েছে।

Advertisment

সোমবার, ২৯ এপ্রিল ইডেন গার্ডেনে দিল্লির বিরুদ্ধে কেকেআর জয় পেয়েছে। সেই ম্যাচেই হর্ষিত ফের আইপিএলের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। চলতি মরশুমে তিনিই প্রথম খেলোয়াড় যিনি, আইপিএলের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তির মুখে পড়েন। ইডেনে সোমবার দুর্দান্ত খেলেছেন হর্ষিত। চার ওভার বল করে ২৮ রানে ২ উইকেট নিয়েছেন। কিন্তু, ম্যাচের সপ্তম ওভারে আদতে দিল্লির বাসিন্দা হর্ষিত, দিল্লি ক্যাপিটালসের বাঁ-হাতি ব্যাটার অভিষেক পোরেলের উইকেট নেওয়ার পর অঙ্গভঙ্গি করেন। যা আইপিএলের আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছে।

আরও পড়ুন- বাকিদের মত নেই আগুনে ফর্ম, কেন কোহলি-রোহিত বিশ্বকাপে! জয় শাহদের আসল প্ল্যানিং ফাঁস

এর আগে গত ২৩ মার্চ ইডেনেই, সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ)-এর বিরুদ্ধে কেকেআরের হয়ে খেলতে গিয়ে হর্ষিত চলতি মরশুমে প্রথম আদর্শ আচরণবিধি ভঙ্গ করেন। সেবার তিনি মায়াঙ্ক আগরওয়ালকে আউট করার পর ফ্লাইং কিস দেন। সেই কারণে তাঁকে আর্থিক জরিমানা করা হয়েছিল। কিন্ত, তারপরও যে হর্ষিত বদলাননি, তা সোমবার প্রমাণ হয়ে গিয়েছে। আর, সেই কারণেই কেকেআরের এই পেসারকে এবার আরও কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে।

তবে, হর্ষিতের বিরুদ্ধে কড়া সাজা দিলেও, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মহাতারকা বিরাট কোহলি বারবার ছাড় পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কোহলি, বিভিন্ন ম্যাচে বিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে অভব্যতা করেছেন বলে অভিযোগ উঠেছে। কখনও ইঙ্গিত করে বিপক্ষের আউট হওয়া খেলোয়াড়কে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছেন। কখনও আবার প্রকাশ্যেই গালিগালাজ করেছেন। এমনকী, আম্পায়ারদের সঙ্গেও সরাসরি বিতর্কে জড়িয়ে পড়তে তাঁকে দেখা গেছে। কিন্তু, ইডেনে আম্পায়ারদের সঙ্গে তাঁর উত্তপ্ত তর্কবিতর্ক বাদ দিলে, একবারের জন্যও সাজা পাননি ভারতীয় ক্রিকেটের মহাতারকা।

আইপিএল ভারতীয় ক্রিকেট লিগ হলেও, এতে বিদেশের বহু বিখ্যাত খেলোয়াড় খেলেন। শুধু তাই নয়, বিদেশের ক্রিকেট বিশেষজ্ঞ এবং খেলোয়াড়রা আইপিএলের দিকে নজর রাখেন। ফলে, এমন এক আন্তর্জাতিক টুর্নামেন্টের সঙ্গে ভারতের মান-সম্মান সম্পূর্ণরূপে জুড়ে গিয়েছে। আর, সেই কারণেই বিসিসিআইয়ের আইপিএল কমিটি, ক্রীড়াজগতের সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশে আইপিএলে ধরে রাখতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই, চালু করা হয়েছে আইপিএলের আদর্শ আচরণবিধি।

IPL KKR Sunrisers Hyderabad Kolkata Knight Riders IPL 2024 Delhi Capitals
Advertisment