Advertisment

CSK IPL Playing 11 Prediction: কাকে রেখে কাকে বাদ দেবে CSK, চ্যাম্পিয়ন হওয়ার জন্য চমকের ফোয়ারায় প্ৰথম ১১ সাজাচ্ছেন ধোনিরা

CSK Playing XI Prediction: ধোনির শেষ যাত্রায় আবার হয়ত IPL চ্যাম্পিয়ন CSK! চমকের ছড়াছড়ি দিয়ে দল সাজাচ্ছে হলুদ জার্সি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Chennai Super Kings Playing XI, IPL 2024

CSK Playing XI Prediction: ফের ট্রফি জয়ই লক্ষ্য ধোনির সিএসকের (টুইটার)

Chennai Super Kings Playing 11 Predictions {সিএসকে সম্ভাব্য প্ৰথম একাদশ}: মুম্বই ইন্ডিয়ান্সের মতই পাঁচবার আইপিএল জয়ী। তবে, এবারের আইপিএলে মুম্বই অধিনায়ক রোহিত শর্মার মত পরিণতি হয়নি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। বরং, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভালো কিছু করার জন্য আজও ধোনির ওপরই নির্ভরশীল দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি।

Advertisment

এবারের আইপিএলে চেন্নাই যে শুধুমাত্র একটা শক্তিশালী স্কোয়াড ধরে রেখেছে, শুধু তাই নয়। এবারের নিলাম দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিকে চালকের আসনেও তুলে এনে বসিয়েছে। তবে, এবার চেন্নাই বেন স্টোকসকে পায়নি। অম্বাতি রায়ডু অবসর নেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে চেন্নাই ডারিল মিচেল, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুরদের ওপর ভরসা রাখছে।

সবমিলিয়ে সিএসকে এতটাই শক্তিশালী স্কোয়াড বানিয়েছে যে প্রথম একাদশ বাছতে দলকে হিমশিম খেতে হবে। একই বিভাগে একাধিক খেলোয়াড়। আর, প্রত্যেকেই ইউটিলিটি প্লেয়ার। এমন অবস্থা যে কাকে ছেড়ে কাকে খেলাবেন, সেটা বাছাই মুশকিল। যেমন,
ব্যাটসম্যান: আজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কওয়াড়, সমীর রিজভি ও শাইক রশিদ।
উইকেট কিপার: অবনীশ আরেভেলি, ডেভন কনওয়ে (ও) এবং এমএস ধোনি।
অলরাউন্ডার: অজয় মণ্ডল, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, মঈন আলি, নিশান্ত সিন্ধু, রাচিন রবীন্দ্র, রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে।
বোলার: দীপক চাহার, মহেশ থেকশানা, মাথিশা পাথিরানা, মুকেশ চৌধুরী, মুস্তাফিজুর রহমান, প্রশান্ত সোলাঙ্কি, রাজ্যবর্ধন হাঙ্গারগেকার, শার্দুল ঠাকুর, সিমারজিৎ সিং ও তুষার দেশপাণ্ডে।

এঁদের মধ্যে রয়েছেন সিএসকের সবচেয়ে সফল ওপেনিং জুটি- ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়। রুতুরাজ ও ডেভন, দু'জনেই সাম্প্রতিক বছরগুলোয় সিএসকের হয়ে ভালো রান সংগ্রহ করেছেন। তিনে খেলতে পারেন অজিঙ্কা রাহানে। চারে শিবম দুবে। এর পরেই নামতে পারেন ডারিল মিচেল। ফিনিশার হিসেবে নামতে পারেন- মঈন আলি, রবীন্দ্র জাদেজা ও এমএস ধোনি। সম্ভবত দল সমস্যায় পড়লে, তখন ধোনি আগে নেমে পড়বেন। যেমনটা, ২০২৩ আইপিএলে দেখা গেছে। এছাড়া বোলারদের মধ্যে আছেন দীপক চাহার, শার্দুল ঠাকুর ও মহেশ থেকশানা। এর মধ্যে শার্দুল থাকায় সিএসকের পেস বোলিং যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে।

আরও পড়ুন- গম্ভীরের বায়নাক্কা সহ্য করে নিয়েছেন শাহরুখ! IPL শুরুর আগেই নাইটদের সম্পর্কের সমীকরণ প্রকাশ্যে

সেই হিসেবে আইপিএল ২০২৪-এর জন্য চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশকে যদি বাছতে বলা হয়, তবে সেটা এমন হতে পারে- রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর ও মহেশ থেকশানা।

Chennai Super Kings CSK MS DHONI IPL
Advertisment