KKR Mentor Gautam Gambhir, IPL 2024: প্লে অফের দরজায় এক পা বাড়িয়েই রেখেছে কেকেআর। রবিবার লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে নাইটরা লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে। ১৬ পয়েন্টে কেকেআর রয়েছে এই মুহূর্তে। বাকি সমস্ত ম্যাচ থেকে একটিতে জয়লাভ করলেই কেকেআর প্লে অফ নিশ্চিত করে ফেলবে।
গত কয়েক সিজন ধরেই কেকেআর আইপিএলে ধারাবাহিক নয়। তবে এই সিজনে যেন অন্য চিত্র। নাইটদের কার্যত অপ্রতিরোধ্য মনে হচ্ছে। ব্যাট হাতে সেভাবে মারকাটারি পারফরম্যান্স করতে না পারলেও শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব প্রশংসিত হচ্ছে। কোচ চন্দ্রকান্ত পন্ডিত-ও প্রশংসার দাবিদার।
নিখুঁত স্ট্র্যাটেজিতে একের পর এক প্রতিপক্ষ দলকে উড়িয়ে দিচ্ছে নাইট রাইডার্স। আর শ্রেয়স-চন্দ্রকান্ত পন্ডিতকে মেন্টর হিসাবে যোগ্য সহায়তা করছেন গৌতম গম্ভীর। লখনৌয়ের চেয়ার ছেড়ে নিজের পুরোনো দলে ফিরে এসেছিলেন। আর তারপরেই ভোলবদলে দিয়েছেন কেকেআরের। অনেকের ব্যাখ্যা শ্রেয়স-চন্দ্রকান্ত পন্ডিত যতই ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন-কোচ হন না কেন, দলের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন গম্ভীর-ই। তাঁর অনুমোদন ছাড়া দলের কোনও সিদ্ধান্ত কার্যত নেওয়া হয়ই না।
নারিনকে ওপেন করানোর সিদ্ধান্ত ছিল গম্ভীরের। বাকিটা ইতিহাস। ক্যারিবিয়ান সুপারস্টার ওপেনার হয়ে কার্যত ধ্বংস করে দিয়েছেন একের পর এক প্রতিপক্ষ বোলারদের। কমলা টুপির দখলের দৌড়েও রয়েছেন তিনি। এমনকি নিলাম থেকে মিচেল স্টার্ককে কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন গম্ভীর। অবিশ্বাস্য ২৫.৭৫ কোটি টাকা খরচ করে।
প্ৰথম দিকে স্টার্ক ব্যর্থ হলেও বারবার গম্ভীর ব্যাক করেছেন অজি পেসারকে। আর স্টার্ক আগের ম্যাচেই জ্বলে উঠেছেন। প্লে অফের আগে স্টার্কের জ্বলে ওঠা নাইটদের শিবিরে আত্মবিশ্বাস জুগিয়েছে।
এমনকি জেসন রয়ের বদলে নিলামে অবিক্রিত থাকা ফিল সল্টকে কেনার পরামর্শ-ও ছিল গম্ভীরের। এই সল্ট এবং নারিন নিয়ম করে পাওয়ার প্লেতে আগুনে ব্যাট করে কেকেআরকে এডভান্টেজ এনও দিয়েছেন। ১১ ম্যাচে নারিন যেখানে করেছেন ৪৬১ রান। সল্টের সংগ্রহে ৪২৯ রান।
আর কেকেআরের হয়ে পর্দার আড়ালে কাজ করে চলেছেন গৌতিই। কীভাবে, তার প্রমাণ পাওয়া গিয়েছে রবিবার। লখনৌ ম্যাচে। সেই ম্যাচেই এক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে নিকোলাস পুরানকে আউট করার পর কেকেআর ডাগ আউটে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন গম্ভীর এবং কোচ চন্দ্রকান্ত পন্ডিত। সঙ্গেসঙ্গেই গম্ভীরকে দলের একজনের মাধ্যমে মাঠে ট্যাকটিকাল পরামর্শ পাঠাতে দেখা যায়।
সঙ্গেসঙ্গেই ক্রিকেট দুনিয়ায় স্পষ্ট হয়ে যায়, চন্দ্রকান্ত পন্ডিত নন, কেকেআরের আসল গুরু এই গম্ভীর-ই। বারবার-ই যা যিনি চলতি সিজনে প্রমাণ করে চলেছেন।