Advertisment

RCB IPL Playing 11 Predictions: এবারই ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়ত RCB! এভাবেই সেরার সেরা একাদশ গড়ছেন কোহলি-দু প্লেসিসরা

RCB Playing XI Prediction: মহিলা দলের মত এবার কি কোহলিদেরও ভাগ্য খুলবে?

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB, IPL

RCB-IPL: এবার স্বপ্নের দল গড়েছে আরসিবি। (ছবি সৌজন্য- আরসিবির ওয়েবসাইট)

Royal Challengers Bangalore Playing 11 Predictions {আরসিবি সম্ভাব্য প্ৰথম একাদশ}: গত ১৯ ডিসেম্বর, আইপিএল নিলামে ভালো ফাস্ট বোলারের জন্য প্যাট কামিন্সের জন্য ঝাঁপিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। কিন্তু, কামিন্স শেষ পর্যন্ত ২০.৫০ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন। কিন্তু, তাই বলে আরসিবিকে হেলাফেলা করার কোনও কারণ নেই। বেঙ্গালুরুর দলটি ১১.৫০ কোটি টাকায় তুলে নিয়েছে আলজারি জোসেফকে।

Advertisment

ওয়েস্ট ইন্ডিয়ান স্পিডস্টারের পাশাপাশি, দলটিতে আরও তিনজন ফাস্ট বোলার যোগ করেছে - টম কুরান, লকি ফার্গুসন ও যশ দয়াল। পাশাপাশি, এই দলে আছেন বাঁহাতি স্পিনার স্বপ্নিল সিং, গুজরাটের টপ-অর্ডার ব্যাটসম্যান সৌরভ চৌহানরা। এছাড়া মহম্মদ সিরাজরা তো আছেনই। সব মিলিয়ে এবার রীতিমতো স্বপ্নের দল বানিয়েছে বেঙ্গালুরুর দল। সম্প্রতি, তাদের মহিলা টিম ট্রফি জিতেছে। এবার শুধু পুরুষ টিমের সাফল্য পাওয়া বাকি। তাহলেই, বেঙ্গালুরু রীতিমতো সোনায় সোহাগা হয়ে উঠবে।

আরসিবির সম্ভাব্য প্রথম ১১

বিরাট কোহলি (দলের ওপেনার। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক।), ফাফ ডু প্লেসিস (অধিনায়ক, ধারাবাহিক পারফরমার।), রজত পাতিদার (আরসিবির একজন উল্লেখযোগ্য ব্যাটার।), ক্যামেরন গ্রিন (১৭.৫০ কোটি টাকায় আরসিবিতে এসেছেন। আক্রমণাত্মক ব্যাটিং এবং বোলিংয়ের জন্য প্রথম একাদশের সদস্য।), গ্লেন ম্যাক্সওয়েল (ব্যাট এবং বল, উভয়ক্ষেত্রেই আরসিবির ভরসা), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক, মায়াঙ্ক ডাগর (অলরাউন্ডার, স্পিন বোলিং করতে পারেন।), আলজারি জোসেফ (১১.৫০ কোটি টাকার চুক্তিতে সই করেছেন। পেস আক্রমণের সম্পদ।), মহম্মদ সিরাজ (২০১৮ থেকে আরসিবির ধারাবাহিক পারফরমার। দলের বোলিং স্কোয়াডের নেতা।), যশ দয়াল (নিলামে দর উঠেছিল ৫ কোটি। আরসিবির তৃতীয় পেসার), বিজয়কুমার ভিশক (ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স ভালো। ২০২৩ আইপিএলেও ভালো খেলেছিলেন।)

আরও পড়ুন- নিলামে দল পাননি, এবার ভোজপুরিতেই ম্যাচের কমেন্ট্রি করবেন টিম ইন্ডিয়ার তারকা

ইমপ্যাক্ট প্লেয়ার: অনুজ রাওয়াত (উইকেটরক্ষক-ব্যাটার), কর্ণ শর্মা (স্পিনার), আকাশদীপ (পেসার)। ব্যাকআপ: রিস টপলে, লকি ফার্গুসন এবং টম কুরান হলেন আলজারি জোসেফের ব্যাকআপ। আর, উইল জ্যাকস থাকবেন গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাকআপ হিসেবে।

IPL Royal Challengers Bangalore Virat Kohli RCB BCCI
Advertisment