Advertisment

KKR: 'বিরাট' জয়ের পরেই ভয়ঙ্কর দুঃসংবাদ KKR ক্যাম্পে, ম্যাচ চলাকালীনই নাইট নায়ক ছুটলেন হাসপাতালে

Venkatesh Iyer injury: কেকেআর বুধবার পরের ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে। সেই ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার খেলতে পারবেন, এমনটা ধরেই নিয়েছেন কেকেআর শিবির। কারণ তিনি স্কোয়াডের কম্বিনেশনে অপরিহার্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders, kkr, rcb, আরসিবি, কেকেআর

Kolkata Knight Riders: আরসিবির বিরুদ্ধে দুর্ধর্ষ কেকেআর (টুইটার)

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders IPL 10th Match: কেকেআর শিবিরে অপরিহার্য তিনি। করোনা সময়ে কার্যত একার হাতে কেকেআরকে ফাইনালে তুলেছিলেন। গত সিজনে সেভাবে নজরকাড়া পারফরম্যান্স না করলেও ভেঙ্কটেশ আইয়ার চলতি লিগে পুরোনো ফর্মের ঝলক দেখাচ্ছেন। আরসিবি ম্যাচেই চেনা ছন্দে দেখা গিয়েছে তাঁকে। নারিন-সল্ট ঝড়ের পরে কেকেআরকে সহজ জয় এনে দিয়েছে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট। ৩০ বলে ৫০ করে নাইটদের হয়ে চলতি সিজনে হাফসেঞ্চুরি করে গিয়েছেন তিনি।

Advertisment

তবে তাঁকে নিয়ে তিনি নিজেই দুঃসংবাদের বার্তা শোনালেন। ম্যাচ চলাকালীনই পিঠের চোটে আক্রান্ত হয়েছিলেন। ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পর নাইট তারকা জানালেন, "পিঠে সামান্য খিঁচ লাগছিল। স্ক্যান করতে যেতে হয়েছিল। তবে ম্যাচ যত এগিয়েছে ততই ব্যথার উপশম হয়েছে। নারিন যেভাবে ব্যাট করল তাতে চাপ অনেকটাই কমে গিয়েছিল। আমাকে গিয়ে স্রেফ নিয়মরক্ষা করতে হয়েছে।"

"ওঁরা যে ভিত গড়ে দিয়েছিল, তার ওপর চালিয়ে যাওয়া দরকার ছিল। ওঁদের বাঁ হাতি স্পিনারকে টার্গেট করতেই হত। আমার বাগদত্তাও স্টেডিয়ামে ছিলেন। কিছুটা কৃতিত্ব ওঁর-ও প্রাপ্য। বৈশখ বেশ ভালো বোলিং করছিল। ওঁকে ফেস করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। পেস কমিয়ে ধেয়ে আসা বল বেশ কঠিন ছিল। এমনকি দ্রুতগতির বলও সমস্যায় ফেলছিল।"

আরও পড়ুন: হাতাহাতি ছেড়ে কোলাকুলি! কোহলি-গম্ভীর গলা মেলাতেই ফুট কাটলেন গাভাসকার, করলেন গা জ্বালানো মন্তব্য

কেকেআর বুধবার পরের ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে। সেই ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার খেলতে পারবেন, এমনটা ধরেই নিয়েছেন কেকেআর শিবির। কারণ তিনি স্কোয়াডের কম্বিনেশনে অপরিহার্য।

প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দুরন্ত হাফসেঞ্চুরি এবং ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েলদের সম্মিলিত অবদানে ভর করে আরসিবি স্কোরবোর্ডে ১৮২ তুলেছিল। সেই রান চেজ করতে নেমে ফিল সল্ট এবং সুনীল নারিনের ওপেনিং জুটি আরসিবি বোলারদের ওপর শুরু থেকেও চড়াও হয়। পাওয়ার প্লেতেই কেকেআর ৮৪ তুলে দেওয়ার পর নাইটদের জয় ছিল সময়ের অপেক্ষা। নারিন ৪৬ করে আউট হয়ে যান। সল্টও ৩০ করে যান। দুজনে আউট হয়ে যাওয়ার পর দুই আইয়ার-শ্রেয়স এবং ভেঙ্কটেশ ৭৫ করে দলকে জিতিয়ে দেন। শ্রেয়স আইয়ারও ২৪ বলে ৩৯ করেন।

RCB KKR Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL
Advertisment