Mumbai Indians in 2014 IPL: ভারতীয় দলের সফরের নিয়ম ভেঙে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছিলেন। বোর্ডের নির্দেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেটে খেলেননি। তার জন্য বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন। এবার, আইপিএলেও তাঁর ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের নিয়ম ভাঙলেন ঈশান কিষান। আর, এই জন্য তাঁকে মুম্বই টিমের মধ্যেও শাস্তির মুখে পড়তে হল।
সোমবার, ১ এপ্রিল- হোম গ্রাউন্ড ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালস (আরআর)-এর কাছে দুরমুশ হওয়ার পর, মঙ্গলবার ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বৈঠক। সেখানে ঈশানকে দেখা যায়, সময়মতো যোগ দেননি। আর, তারপরই সাজা হিসেবে সুপারহিরো স্যুট পরতে বাধ্য হন তিনি। তবে, কিষান একা নন। তাঁর সঙ্গেই এমন অদ্ভুত স্যুট পরার সাজা পেয়েছেন শ্যামস মুলানি, নুয়ান থুশারা, কুমার কার্তিকেয়ও।
মুম্বই ইন্ডিয়ান্স দলের খেলোয়াড়দের ঘুরতে নিয়ে যাওয়ার সময়, তার উইকেটরক্ষক-ব্যাটার কিষানকে সুপারম্যান-এসকিউ পোশাক পরতে বাধ্য করে। এই পোশাক পরায় তিনি কার্যত হতাশ বলেই বোঝানোর চেষ্টা করেন কিষান। তবে, মুম্বইয়ে তাঁর সতীর্থদের অনেকে ব্যাপারটা বেশ উপভোগ করেছেন। অনেকেকে অমন কিম্ভূত-কিমাকার পোশাক পরা কিষানদের ছবি তুলতে দেখা গেছে। থুশারা আবার ওই পোশাকটাই এমনভাবে পরেছিলেন, যে উপস্থিত দলের সকলে ঠাট্টা-ইয়ার্কি শুরু করেন।
এই ভিডিও মুম্বই ইন্ডিয়ান্স প্রকাশ করেছে। নমন ধীর ভিডিওটি এই বলে শেষ করেছেন যে তিনি কখনও মিটিংয়ে দেরি করেন না। তবে, কিষানের এমন শাস্তি পাওয়া এবারই প্রথম নয়। অতীতেও তিনি এমন শাস্তির মুখে পড়েছেন। আইপিএল চলাকালীন এভাবে শাস্তি দেওয়াটা মুম্বই স্কোয়াডের বরাবরের ঐতিহ্য। ২০১৮-য় রাহুল চাহারের সঙ্গে কিষান এমন শাস্তি পেয়েছিলেন। সেখানেও তিনি টিম মিটিংয়ে দেরি করে ঢুকেছিলেন। সেই সময় কিষান প্রতিজ্ঞা করেছিলেন যে, এমন ভুল আর করবেন না। মুম্বইয়ের ঘরের ছেলে গত পাঁচ বছর সেই কথা রেখেছেনও।
এবার ভুল করে কিষান বলেছেন, 'আমাকে মিটিংটার ব্যাপারে দু'দিন আগে বলা হয়েছিল। আমি পুরো ভুলে গিয়েছিলাম। আমার জিম সেশনও মিস করেছি। এখনও খুব খারাপ লাগছে। সেজন্য আমি বিমানবন্দরের ভিতরে সানগ্লাসটাও খুলিনি। কারও চোখের দিকে তাকাতে পারছি না। এই ভুল আমি আর করব না।'
আরও পড়ুন- রোহিত-সূর্যকুমাররাই একঘরে করেছেন হার্দিককে! মুম্বইয়ের ড্রেসিংরুম নিয়ে বিশাল বোমা এবার হরভজনের
তবে, কিষান এই ভুল আবার করুন ছাই না করুন, এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি এখনও পর্যন্ত বিশেষ কিছুই করে উঠতে পারেননি। মুম্বই তাদের প্রথম তিনটি ম্যাচের সবকটিতে হেরেছে। আর, তিন ম্যাচ মিলিয়ে কিষানের রান মোট ৫০। আগামী রবিবার, ৭ এপ্রিল ঘরের মাঠ ওয়াংখেড়েই দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে এমআই। সেখানে কিষান কিছু করে দেখাতে পারেন কি না, সেটাই এখন দেখার।