Advertisment

Shreyas Iyer: সুন্দরী তরুণীকে খুঁজতে গিয়ে হৃদয় ভাঙল ফেসবুকে, শ্রেয়স আইয়ার নিজের প্রেমের কাহিনী সামনে আনলেন আশ্চর্যভাবে

Shreyas Iyer KKR captain: শো চলাকালীন কপিল শর্মা বলেছেন, শ্রেয়স আইয়ার যখনই বাউন্ডারি মারেন, ক্যামেরাম্যান সেই মেয়েদের দিকে ফোকাস করেন, যাঁদের কাছে 'শ্রেয়স ম্যারি মি!'-এর পোস্টার থাকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sreyas, KKR

Sreyas-KKR: মনের কথা উজাড় করে দিয়েছেন কেকেআর ক্যাপ্টেন। (ছবি- ফেসবুক)

Cricketers on Kapil Sharma show: অনুরাগীরা তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর জয়ের খোঁজে মশগুল। আর, সেই কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার আবার সুন্দরী তরুণীর খোঁজে ফেসবুক চষে ফেলেছেন। কিন্তু, শেষমেশ খোঁজ না পেয়ে তাঁর হৃদয় ভেঙেছে। এবার সেই কাহিনি শোনালেন কেকেআর ক্যাপ্টেন নিজেই।

Advertisment

এমনিতে এবারের আইপিএলে শ্রেয়সের সময়টা নেহাত খারাপ যাচ্ছে না। তাঁর নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স পরপর ম্যাচগুলোতে ভালো খেলেছে। আইপিএলের আগে ভারতীয় দল থেকে চোটের জন্য তিনি বিশ্রাম নেন। যা নিয়ে নানা কথা রটেছিল। এমনকী, বিসিসিআয়ের বার্ষিক চুক্তি থেকেও শ্রেয়স বাদ পড়েছেন।

কিন্তু, সেই সব অন্ধকার যেন আইপিএলে জয়ের আনন্দে ধুয়ে গিয়েছে। মাঠেও শ্রেয়সের হাবভাবে তার ছাপ পড়েছে। সম্প্রতি শ্রেয়সকে 'কপিল শর্মা শো'-এ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও দেখা গিয়েছে। এই 'শো'-এ শ্রেয়স এমন সব কথাবার্তা বলেছেন, যাতে দর্শকরা বেশ মজা পেয়েছেন।

শো চলাকালীন কপিল শর্মা বলেছেন, শ্রেয়স আইয়ার যখনই বাউন্ডারি মারেন, ক্যামেরাম্যান সেই মেয়েদের দিকে ফোকাস করেন, যাঁদের কাছে 'শ্রেয়স ম্যারি মি!'-এর পোস্টার থাকে। এরপর কপিল ইঙ্গিতপূর্ণভাবে বলেন, 'তিনিও (শ্রেয়স) একজন ব্যাচেলর।' কৌতুক অভিনেতা কপিল এরপর শ্রেয়সকে প্রশ্নই করে বসেন, ম্যাচ শেষে শ্রেয়স ওই ক্যামেরাম্যানের সঙ্গে যোগাযোগ করে মেয়েটির খোঁজ চালান কি না?

জবাবে শ্রেয়স বলেন, 'আইপিএলে তখন আমার প্রথম বছর। আমি একজন খুব সুন্দরী মেয়েকে স্ট্যান্ডে বসে থাকতে দেখেছিলাম। আমি তাঁকে হ্যালোও বলেছিলাম। তা অনেক বছর হয়ে গেল। সেই সময় ফেসবুক খুব জনপ্রিয় ছিল। আমি একটি মেসেজ পাওয়ার আশা করেছিলাম। কিন্তু পাইনি। এখনও পর্যন্ত এটুকুই যা হওয়ার হয়েছে।'

আরও পড়ুন- ভারতে আমাদের সমর্থক ভর্তি! ক্যাপ্টেন হয়েই বড় জিনিস খোলসা করলেন বাবর আজম

ওই শোয়ে রোহিত শর্মা ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের ব্যাপারে বলেছেন। তিনি বলেন, 'ম্যাচ যখন শুরু হয়েছিল, আমরা ভালোই খেলছিলাম। শুভমান গিল দ্রুত আউট হয়ে গেলেও বিরাট কোহলি আর আমি পার্টনারশিপ তৈরি করেছিলাম। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে ভাল কিছু করব। কিন্তু, অস্ট্রেলিয়া আরও ভালো ক্রিকেট খেলেছে। আমরা মাত্র ৪০ রানে তিন উইকেট নিয়েও কিছু করতে পারিনি। ওরা একটা বড় পার্টনারশিপ তৈরি করেছিল।'

KKR Rohit Sharma IPL Shreyas Iyer IPL 2024
Advertisment