IPL 2024 prize money: অপ্রতিরোধ্য দাপট দেখিয়ে এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের কোনও দলই কেকেআরের সামনে সেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যর্থ হয়েছে। ১৯ পয়েন্ট নিয়ে লিগ অভিযান খতম করে শ্রেয়স আইয়ারের দল। কোয়ালিফায়ারের প্ৰথম ম্যাচেই কেকেআরের সামনে মুখ থুবড়ে পড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালে সেই হায়দরাবাদকেই ধুয়েমুছে হারায় নাইট বাহিনী। প্লে অফের দুই ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন মিচেল স্টার্ক। তাঁর পাওয়ার প্লের স্পেলের সামনে সুবিধাই করতে পারেনি সানরাইজার্স বাহিনী।
আর জয়ী দল হয়েই এবার বোর্ডের কাছ থেকে ২০ কোটি টাকা আর্থিক পুরস্কার পেল কেকেআর। গতবারের পুরস্কার মূল্য যা ছিল, সেটাই এবার রয়েছে। রানার্স হয়ে সানরাইজার্স হায়দরাবাদ পেল ১৩ কোটি টাকা। শুধু চ্যাম্পিয়ন আর রানার্স দলই নয়। একাধিক বিভাগে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। কোহলির মত প্রতিষ্ঠিত মহাতারকা যেমন অরেঞ্জ ক্যাপ দখল করে ১০ লক্ষ টাকা পেয়েছেন, তেমন উঠতি স্বদেশী তারকাদের মধ্যে পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন নীতিশ রেড্ডি এমনকি অজি প্রতিভা জেক ফ্রেসার ম্যাকগার্ক-ও।
আর বছরের পর বছর ধরে অর্থের এই ঝনঝনানিতে আইপিএল বহু যোজন দূরে সরিয়ে দিয়েছে বাকি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলিকে। পুরস্কার মূল্যের তালিকায় আইপিএলের কাছাকাছি রয়েছে দক্ষিণ আফ্রিকান টি২০ লিগ (SA20)। দক্ষিণ আফ্রিকান লিগে আবার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলে রানার্স হওয়া ফ্র্যাঞ্চাইজির সিস্টার কনসার্ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। প্ৰথমবার চ্যাম্পিয়ন হয়েই কেপ টাউনের এই ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ৩৪ মিলিয়ন রান্ড (দক্ষিণ আফ্রিকান মুদ্রা)। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৫.৪ কোটি টাকা।
আরও পড়ুন: স্টার্ক পেল ২৪.৭৫ কোটি, তোমার দাম ৫৫ লাখ! প্রশ্ন শুনেই আগুন রিঙ্কু, দিলেন সপাটে জবাব
এরপরে পুরস্কার মূল্যের হিসাবে রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। কেকেআরের সিস্টার কনসার্ন ত্রিনবাগো নাইট রাইডার্স এই লিগে রানার্স হয়েছে শেষ সিজনে। চ্যাম্পিয়ন হয়ে গায়ানা আমাজন ওয়ারিয়র্স পেয়েছে ১ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮.৫ কোটি টাকা।
এরপরে থাকবে ইন্টারন্যাশনাল লিগ টি২০ (ILT20)। ২০২৪ সিজনে রানার্স আপ দুবাই ক্যাপিটালস (দিল্লি ক্যাপিটালস-এর সিস্টার কনসার্ন)। চ্যাম্পিয়ন হয়ে এমআই এমিরেটস (মুম্বই ইন্ডিয়ান্স-এর সিস্টার কনসার্ন) ৭ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৫.৮ কোটি টাকা)। ঘটনাচক্রে, দক্ষিণ আফ্রিকান টি২০ লিগ থেকে ILT20, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ- সমস্ত ফ্র্যাঞ্চাইজিতেই রয়েছে আইপিএলে বিনিয়োগকারী সংস্থার মালিকানা।
বিগ ব্যাশ লিগ কিংবা পাকিস্তান সুপার লিগ ক্রিকেট বিশ্বে জনপ্রিয় হলেও পুরস্কার মূল্যের নিরিখে অনেক পিছিয়ে। ২০২৪ সিজনে পিএসএল-এর চ্যাম্পিয়ন দল (ইসলামাবাদ ইউনাইটেড) পেয়েছিল ৪.১৩ কোটি টাকা। রানার্স আপ মুলতান সুলতানসের পকেটে যায় ১.৬৫ কোটি টাকা।
বিবিএল-এর প্রাইজ মানি এই মুহূর্তে ৪ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৩.৭ কোটি টাকা। ২০২৪ সিজনের বিবিএল-এ চ্যাম্পিয়ন হয় ব্রিসবেন হিট।