Kolkata Knight Riders dressing room unhealthy atmosphere: গত সিজনে কেকেআর স্কোয়াডে ছিলেন দক্ষিণ আফ্রিকা জাত নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড ওয়াইজ। তিনিই এবার বিস্ফোরকভাবে মুখ খুললেন কেকেআর ড্রেসিংরুম নিয়ে। বলে দিলেন, গত সিজনে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সংঘাতের আবহে ড্রেসিংরুমে টেনশনের বাতাবরণ তৈরি হয়েছিল। গত সিজনে লিগ তালিকায় সাত নম্বরে ফিনিশ করে কেকেআর। ড্রেসিংরুমের টেনশনের কারণেই নাকি এমনটা হয়েছিল। বলে দিলেন ওয়াইজ।
'হিটম্যান অন হায়ার' নামের এক পডকাস্টে কেকেআরে খেলার অভিজ্ঞতা বর্ণনা করেছেন ওয়াইজ। বলে দিয়েছেন, "পর্দার পিছনে কিছু ইস্যু দলকে সমস্যায় ফেলছিল। যা হয়ে চলেছিল তাতে অনেকেই খুশি ছিলেন না। সাজঘরের পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিল না। নতুন একজনকে কোচ করে আনা হয়েছিল। উনি নিজের মত করে চলতে চাইছিলেন। সেটাই ভালভাবে নেয়নি ক্রিকেটাররা।"
এই পরিস্থিতি নিয়ে আরও বর্ণনা করতে গিয়ে ওয়াইজ বলেছেন, "ছেলেরা হতাশ হয়ে পড়েছিল। কারণ অনেক বদল হচ্ছিল। কোচ পরিবর্তনের পক্ষে ছিলেন। ওঁর মনে হয়েছিল এতে সাফল্য আসবে। তবে বিদেশি ক্রিকেটার হিসাবে অনেকের সেই বিষয় পছন্দের ছিল না। ভারতে উনি মিলিটারি ধাঁচের একজন কোচ হিসেবে পরিচিত যিনি প্রবল শৃঙ্খলাপরায়ণ।"
"যে বিদেশিরা বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ায় তাঁদের কীভাবে পোশাক পরতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে- এমন নির্দেশিকা, অনুশাসন মেনে নিতে সমস্যা ছিল। আমার কোনও সমস্যা হয়নি। তবে আমার থেকেও দলে অনেকে একগুঁয়ে ছিলেন।"
কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিত টিম ইন্ডিয়ার জার্সিতে পাঁচটা টেস্ট খেলার পাশাপাশি ৩৬ ওয়ানডে খেলেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে স্বনামধন্য তিনি। বিদর্ভ এবং মধ্যপ্রদেশকে কোচ হিসেবে রঞ্জিতে চ্যাম্পিয়ন করেছেন। ২০২২ সিজন শুরুর আগে চন্দ্রকান্ত পন্ডিতকে কোচ হিসেবে নিয়োগ করা হয়। তার আগে কোচ ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ২০২১-এ আইপিএল ফাইনালে ইওন মর্গ্যানের সঙ্গে জুটি বেঁধে কেকেআরকে তুলেছিলেন। সেই সিজন শেষে বিদায় নেন কিউই কোচ। দায়িত্ব নেন ইংল্যান্ডের।
চলতি সিজনের আইপিএলে কেকেআর অভিযান শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস ম্যাচে ৪ উইকেটে জিতে। দু-বারের আইপিএল চ্যাম্পিয়ন দল পরের ম্যাচে নামবে শুক্রবার আরসিবির বিপক্ষে। চিন্নাস্বামী স্টেডিয়ামে।