Advertisment

Gautam Gambhir-Mitchell Starc: ৪ ম্যাচে খরচ ১৫৪ রান, মাত্র ২ উইকেট! ২৫ কোটি স্টার্ককে নিয়ে মুখ খুললেন গম্ভীর, হিলে গেল ইডেন

Mitchell Starc poor performance in IPL: চার ম্যাচে স্টার্ক খেলেছেন, সবমিলিয়ে ১৫৪ রান খরচ করেছেন। উইকেট পেয়েছেন মাত্র দুটি। গম্ভীর অবশ্য দলের স্পিডস্টারের পাশেই দাঁড়াচ্ছেন। বলে দিয়েছেন, স্টার্ককে বিচার করার জন্য মাত্র ৪ ম্যাচ পর্যাপ্ত নয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024: KKR Gambhir backs Starc

কেকেআর মেন্টর গৌতম গম্ভীর বিশ্বাস করেন যে চারটি ম্যাচের নমুনার আকার তাদের পেস স্পিয়ারহেড বিচার করার জন্য যথেষ্ট নয়। (পিটিআই/স্পোর্টজপিক্স)

Gautam Gambhir backs Mitchell Starc: চলতি সিজনে কেকেআরের সামান্য যে ভুল-ত্রুটি নজরে এসেছে, তাদের মধ্যে অন্যতম নাইটদের প্রথম এগারোর মিচেল স্টার্কের পারফরম্যান্স। ২৫ কোটি টাকা দিয়ে নিলাম থেকে কেনা অজি বিশ্বকাপজয়ী নাইটদের হয়ে প্রত্যাশার সিকিভাগ-ও ছুঁতে পারেননি।

Advertisment

যে চার ম্যাচে স্টার্ক খেলেছেন, সবমিলিয়ে ১৫৪ রান খরচ করেছেন। উইকেট পেয়েছেন মাত্র দুটি। গম্ভীর অবশ্য দলের স্পিডস্টারের পাশেই দাঁড়াচ্ছেন। বলে দিয়েছেন, স্টার্ককে বিচার করার জন্য মাত্র ৪ ম্যাচ পর্যাপ্ত নয়।

"

রবিবার ইডেনে লখনৌয়ের বিপক্ষে খেলতে নামার আগে গম্ভীর সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছেন, "এটা (স্টার্কের খারাপ পরিসংখ্যান) মোটেই বিষয় নয়। টি২০ ক্রিকেট মানে বোলারদের ছাতু করে দেওয়া। আমরা চার ম্যাচের তিনটিতেই জিতেছি। যে কোনও দলগত খেলায় জয়ই আসল। আমরা চার ম্যাচের তিনটিতেই জিতেছি। দলের একজনের পারফরম্যান্স নিয়ে কেন মাথাব্যথা থাকবে। সকলেরই ভালো-খারাপ দিন আসে। দিনের শেষে দলের জয়ই মুখ্য।"

ইডেনে গম্ভীর এরপরে আরও সংযোজন করেছেন, "মাত্র চার ম্যাচের পারফরম্যান্সে ও মোটেই খারাপ হয়ে যাবে না। আর চার ম্যাচ দুরন্ত পারফরম্যান্স করলেও ও দারুণ বোলার হবে না। আমি জানি, ও কীরকম প্রভাব ফেলতে পারে। গোটা টুর্নামেন্টে ও যে ইমপ্যাক্ট ফেলবে, সেই বিষয়ে আমি নিশ্চিত।"

গম্ভীরের আরও বিশ্বাস, মার্কি তারকাকে কঠিন ওভার করতে হয়েছে বিগত কয়েকটি ম্যাচে। তারকার কাছে যা প্রত্যাশিত, সেরকমই পারফর্ম করবে বলেও গম্ভীর আশাবাদী। ২০১৪-য় শেষবার স্টার্ক আইপিএল খেলেছিলেন আরসিবির হয়ে। সেবার ১৩ ম্যাচে ২০ উইকেট দখল করেছিলেন। মাঝের একদশক জাতীয় দলের হয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।

স্টার্কের খারাপ পারফরম্যান্স সত্ত্বেও কেকেআর চার ম্যাচের তিনটিতেই জয়ী হয়েছে। লিগ টেবিলে নাইটরা রাজস্থান রয়্যালসের পরেই দুই নম্বরে রয়েছে।

IPL KKR Kolkata Knight Riders Gautam Gambhir IPL 2024
Advertisment