KKR mentor Gautam Gambhir reveals what Shah Rukh Khan said to him: শাহরুখ খানকে ধন্যবাদ জানাতে চান কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। গম্ভীরের অধিনায়কত্বে কেকেআর আইপিএল জিতেছে। টানা তিন মরশুমে নক-আউট পর্বে পৌঁছতে ব্যর্থ হয়েছিল দল। সেই পরিস্থিতিতে অধিনায়কের দায়িত্ব নিয়ে তিনি টিমকে চ্যাম্পিয়ন করেছিলেন। সেই গম্ভীরই বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর।
স্বভাবতই তাঁর কাছ থেকে দল আরও ভালো ফল আশা করছে। ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খান তাঁর ওপর আস্থা রাখায় কৃতজ্ঞ গম্ভীরও। তিনি কেকেআর পরিবারকে কথা দিয়েছেন, ভালো কিছু করে দেখাবেন। গম্ভীরের কথায়, 'আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে যখন এই পজিশন (কেকেআর মেন্টর) ছেড়ে যাব, দল আরও ভালো অবস্থানে থাকবে।'
শুধু এটুকু বলেই তিনি থামেননি। টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি ওপেনার, কেকেআর এবং ফ্র্যাঞ্চাইজির মালিক, বলিউড তারকা শাহরুখ খান ও তাঁর দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর প্রতি কেকেআর বছরের পর বছর ধরে যেভাবে আস্থা রেখেছে, তাতে তিনি কৃতজ্ঞ বলেই গম্ভীর জানিয়েছেন। বিনয়ী গম্ভীরের ভাষায়, 'আমি একটা জিনিস পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমি কেকেআরকে সফল করিনি। কেকেআর বরং আমাকে সফল বানিয়েছে। কেকেআর আমাকে একজন নেতা হিসেবে গড়ে তুলেছে।'
বর্তমানে কেকেআরের হেডকোচ মধ্যপ্রদেশের চন্দ্রকান্ত পণ্ডিত। ঘরোয়া ক্রিকেটে পণ্ডিতের সাফল্যও নেহাত কম নয়। পণ্ডিতের সঙ্গে গম্ভীর কতটা ভালো সম্পর্ক রাখতে পারেন, এবার সেই রসায়নের ওপরই নির্ভর করবে কলকাতা নাইট রাইডার্স। গম্ভীরের নিজের কথায়, 'আমাকে হ্যান্ডেল করা শক্ত। এত বছর ধরে আমাকে সহ্য করার জন্য এসআরকে (শাহরুখ খান) এবং (ভেঙ্কি) মাইসোর (কেকেআরের ব্যবস্থাপনা পরিচালক)-কে আমি ধন্যবাদ জানাতে চাই।'
আরও পড়ুন- রোহিত-হার্দিককে নিয়ে মুম্বইয়ে অশান্তি চরমে! ড্রেসিংরুমের বিতর্কের ভয়াবহ ইঙ্গিত এবার সূর্যকুমারের
পূর্ব দিল্লি থেকে লোকসভায় নির্বাচিত সাংসদ গম্ভীর জানিয়েছেন, কেকেআরে শাহরুখ তাঁকে খোলা হাতে যাবতীয় দায়িত্ব সামলাতে বলেছেন। এই ব্যাপারে গম্ভীর বলেন, 'যখন আমি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিলাম তখন যা বলেছিল, শাহরুখ এবারও আমাকে একই কথা বলেছে। বলেছে, এটা তোমার ফ্র্যাঞ্চাইজি। হয় তৈরি কর। না-হলে ভেঙে দাও।'