Shah Rukh Khan Calls Dinesh Karthik: ব্যাট হাতে চলতি সিজনে অপ্রতিরোধ্য ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক। ফিনিশারের ভূমিকায় কার্তিক মাতিয়ে দিয়েছেন একের পর ম্যাচ। আর ব্যাট হাতে তান্ডবরত বর্ষীয়ান উইকেটকিপার-ব্যাটারকে দেখে আক্ষেপে মাথা কুটে মরেছেন শাহরুখ খান।
কেকেআরের হয়ে কয়েক মরশুম আগেও কার্তিক খেলে গিয়েছেন আইপিএলে। অধিনায়কত্বও করেছেন। তবে প্রত্যাশার ছিঁটে ফোঁটাও মেটাতে পারেননি তারকা। মেগা নিলামের আগে কেকেআর ছেড়ে দিয়েছিল কার্তিককে।
নিলাম থেকে কার্তিককে কেনে আরসিবি। বাকিটা ইতিহাস। চলতি সিজনে আরসিবি ২৬২ রান করেছেন অবিশ্বাস্য ১৯৫ স্ট্রাইক রেটে সমেত। যা তাঁর আইপিএল কেরিয়ারে সর্বোচ্চ। কার্তিকের দুর্ধর্ষ ব্যাটিংয়ের সৌজন্যে একসময় টি২০ বিশ্বকাপের স্কোয়াডেও তাঁকে নেওয়ার দাবি উঠে গিয়েছিল।
স্টার স্পোর্টস-এ শাহরুখ কার্তিকের এমন অবিশ্বাস্য ফর্ম দেখেই মুখ খুলতে বাধ্য হয়েছেন। বলে দিয়েছেন, "দীনেশ কার্তিক যখন ভালো খেলে, তখনই ওঁর সঙ্গে দেখা হলে বলি, দারুণ খেলেছ বন্ধু, যদি কেকেআরেও এরকম দুর্দান্ত খেলতে!"
নাইটদের জার্সিতে কার্তিক ৪ মরশুম খেলেছেন। এর মধ্যে দুই মরশুম অধিনায়ক হয়েছেন। ৬১ ম্যাচে কেকেআরের হয়ে ১১৪৩ রান করেছেন। ২০২০ আইপিএল সিজনের মাঝপথে কার্তিককে সরিয়ে নেতা করা হয় ইওন মর্গ্যানকে।
এক বছর আগেও কার্তিক সেভাবে ফর্মে ছিলেন না। ২০২৩-এর আইপিএল-এ কার্তিক মাত্র ১৪০ রান করেছিলেন। ২০২২-এর আইপিএলে কার্তিক আবার ৩৩০ রান করেছিলেন ১৮৩.৩৩ স্ট্রাইক রেটে।