Advertisment

KKR signs Allah Ghazanfar : IPL জিততে ১৬ বছরের আল্লাহকে ডেকে নিল KKR! চমকের পর চমক নাইট রাইডার্স শিবিরে

Mujeeb Ur Rahman ruled out: আফগানিস্তানের বোলার মুজিব উর রহমানকে ইনজুরির কারণে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বদলে, দলে নিয়েছে আফগানিস্তানেরই আল্লাহ গজানফারকে। বাদ যাওয়া মুজিবও স্পিনার। আবার গজানফারও তাই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kolkata Knight Riders, KKR, IPL, KKR vs SRH

Kolkata Knight Riders: আইপিএলে প্রথম ম্যাচেই জয় পেয়েছে কেকেআর (এক্সপ্রেস ফটো পার্থ পাল)

KKR-Allah Ghazanfar, Rajasthan Royals-Keshav Maharaj: এবারের আইপিএলে আফগানিস্তানের বোলার মুজিব উর রহমানকে ইনজুরির কারণে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বদলে, দলে নিয়েছে আফগানিস্তানেরই আল্লাহ গজানফারকে। বাদ যাওয়া মুজিবও স্পিনার। আবার গজানফারও তাই। আর, রাজস্থান রয়্যালস আবার ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণের বদলে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজকে। প্রসিধ কৃষ্ণের বাম প্রক্সিমাল কোয়াড্রিসেপ টেন্ডনে চোট ছিল। তিনি অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন।

Advertisment

চলতি মাসের গোড়ায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে গজানফারের আন্তর্জাতিক অভিষেক হয়। দুটো ম্যাচে নামানো হয়েছিল। কিন্তু, কোনওটাতেই উইকেট পাননি। তবে, সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। গড় ১৬.৭৫ রানে আট উইকেট নিয়েছেন। গজানফার ছয়টি এ তালিকাভুক্ত ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচও খেলেছেন। নিলামে ২০ লক্ষ টাকা বেস প্রাইসে তাঁকে দলে নিয়েছে কেকেআর।

আর, রাজস্থান রয়্যালসে আসা কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকার একজন অভিজ্ঞ খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৩৭টি উইকেট আছে। ৫০টি টেস্ট, ৪৪টি ওয়ানডে এবং ২৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। পাশাপাশি, তিনি দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে ডারবান সুপার জায়ান্টস, বাংলাদেশ টি২০ লিগ বা বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা টি২০ লিগে তাঁর খেলার অভিজ্ঞতা আছে। কেশব মহারাজ চলতি বছরের দক্ষিণ আফ্রিকা টি২০-তে ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। এমাসের গোড়ায় ভারতে এসেছেন। লখনউ সুপার জায়ান্টস স্কোয়াডের সঙ্গে প্রশিক্ষণ নেন।

আরও পড়ুন- ধোনি হলেন ‘বুজুর্গ’, রাহানের ফিটনেস ওঁর থেকেও ভালো! মাহির ওপর আবার বিষ ওগরালেন শেওয়াগ

কেকেআর এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার রানের জয় দিয়ে অভিযান শুরু করেছে। শুক্রবার নাইটরা খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবির সঙ্গে। রয়্যালস ইতিমধ্যেই সুপার জায়ান্টদের হারিয়েছে। সব মিলিয়ে শুক্রবার মুখোমুখি হতে চলা দুই দলই একটি করে ম্যাচ জিতেছে।

RCB KKR Rajasthan Royals Sunrisers Hyderabad IPL IPL 2024
Advertisment