KKR Andre Russel and Manish Pandey: আন্দ্রে রাসেলের বলে বিরাট আকারের ছয় হাঁকাচ্ছেন মণীশ পাণ্ডে। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর, এতে দলের ওপর ক্ষুব্ধ রাসেল। আইপিএল শুরুর মুখে যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে কেকেআর শিবির।
এমনিতে মণীশ পাণ্ডের ধুমধাড়াক্কা ব্যাটিং নিয়ে টিম কেকেআর রীতিমতো গর্বিত। বিগ হিটার হিসেবে পাণ্ডের বেশ নামডাক আছে। আর, সেভাবেই ২৪ বলে ৫১ রান তুলে অতীতে দর্শকদের তাকও লাগিয়ে দিয়েছেন এই ব্যাটার। প্রকাশিত ভিডিওয় তেমন কায়দাতেই বিগ হিট নিতে দেখা গিয়েছে মণীশকে। যাতে বল সোজা বাউন্ডারির বাইরে এসে পড়েছে।
এমনিতে রাসেল বেশ শান্ত স্বভাবের এবং মজাদার ক্রিকেটার বলেই ড্রেসিংরুম থেকে ড্রেসিংরুমের বাইরে, সব জায়গাতেই পরিচিত। আর, সেই কারণেই তিনি যখন পাণ্ডের এই ছক্কা হাঁকানোর ভিডিও প্রকাশ নিয়ে ক্ষোভ দেখিয়েছেন, স্বভাবত সেই ক্ষোভ ভাইরাল হয়েছে।
যদিও বিষয়টি বাড়তে দিতে চান না কেকেআর কর্তারা। কারণ, পাণ্ডে আর রাসেল- দু'জনেই কেকেআরের সম্পদ। পাণ্ডে ফেরায় কেকেআরের ব্যাটিং লাইন আপ রীতিমতো শক্তিশালী হয়ে উঠেছে। আর, রাসেলের বিপুল জোরের সঙ্গে ব্যাট চালানো তো যে কোনও বোলিং লাইন আপের কাছেই দুঃস্বপ্ন। সেসব কারণেই কেকেআর, এবারের আইপিএলে কতটা ভালো খেলবে, তার অনেকটাই নির্ভর করছে মণীশ পাণ্ডে ও রাসেলের ওপর।
সেই কারণে রাসেল আর মণীশ পাণ্ডের মধ্যে কোনও ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক, এটা কেকেআর কর্তারাই চান না। তবে, যে ভিডিও ঘিরে রাসেলের এত ক্ষোভ, সেটা অবশ্য কেকেআরই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। যদিও তার উদ্দেশ্য ভিন্ন। এবারের আইপিএলের আগে প্রত্যেক দলই তাদের প্রস্তুতি নিয়ে বিভিন্ন ভিডিও প্রকাশ করছে। নিজেদের ফ্যানেদের কথা মাথায় রেখেই ভিডিওগুলো প্রকাশ করছে দলগুলো। কারণ, ফ্যানরা অনেকেই চান দল কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সেই ব্যাপারে জানতে। পাশাপাশি, প্রিয় ক্রিকেটার কী করছেন, সেটাও অনেক অনুরাগী জানতে চান। সেসব কারণেই কেকেআরও এই ভিডিওটি প্রকাশ করেছে। সঙ্গে আবার ক্যাপশন দিয়েছে, 'পাওয়ারফুল পান্ডেজি'।
আরও পড়ুন- নাইটদের এই বিদেশির জন্য বুকে গুলিও নেবেন গম্ভীর! বড় খোলসা করলেন মহাতারকা
যদিও অনেকে আবার বলছেন যে, বিপক্ষের বুকে কাঁপুনি ধরানোর জন্যই কেকেআরের এই ভিডিও প্রকাশ। এই ভিডিওয় পাণ্ডে যেভাবে ছয় মেরেছেন, তা ম্যাচে করে দেখালে বিপক্ষ শিবিরে যে আতঙ্ক তৈরি হবে, তা বলাই বাহুল্য। বিশেষ করে, কেকেআরের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে বোলারের মাথার ওপর দিয়ে এই বিরাট আকারের ছয় হাঁকানো চাট্টিখানি কথা নয়। সে যাই হোক, সমর্থক থেকে ফ্র্যাঞ্চাইজি কর্তারা, সবাই এখন কত তাড়াতাড়ি রাসেলের ক্ষোভের পারদ নামে, সেটাই দেখার অপেক্ষায়।