Harshit Rana Fine, IPL 2024: বোর্ডের বিষনজরে পড়ে গিয়েছেন হর্ষিত রানা। দু-দুবার আইপিএলের নিয়ম ভঙ্গ করায় এক ম্যাচ নির্বাসনেও যেতে হয়েছে। এবার তাই বোর্ডের প্রসঙ্গ উঠলেই সতর্ক হয়ে যাচ্ছেন কেকেআর পেসার।
কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে ফ্লাইটে হালকা ছলে কথা বলছিলেন হর্ষিত রানা। তিনি কোচকে অনুরোধ করেন, যেন বোর্ডের সঙ্গে এই বিষয়ে কথা না বলা হয়।
কী নিয়ে?
কেকেআর লখনৌ থেকে কলকাতা ফিরছিল চার্টার্ড প্লেনে। সোমবারেই কলকাতায় নেমে পড়ার কথা ছিল নাইটদের। তবে দুর্যোগের শহরে সোমবার আর বিমানবন্দরে নামতে পারেনি কেকেআরের প্লেন। সরাসরি উড়িয়ে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। রাত ৮.৪৫ নাগাদ গুয়াহাটিতে প্লেন ল্যান্ড করে।
সেই সময়েই হর্ষিত রানার সঙ্গে কোচ চন্দ্রকান্ত পন্ডিতের আলাপচারিতা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ১৯ তারিখে রাজস্থান রয়্যালসের সঙ্গে এই গুয়াহাটিতেই খেলবে কেকেআর। কেকেআর আগাম সেই শহরে চলে যাওয়ায় বোর্ডের কাছে সূচি বদলে ম্যাচ এগিয়ে আনা যায় কিনা, তা নিয়ে হাসি মস্করা করছিলেন চন্দ্রকান্ত পন্ডিত এবং হর্ষিত রানা।
দুজনের কথোপকথন শুনে নেওয়া যাক:
রানা: একটা কাজ করা যাক। এখানেই (গুয়াহাটিতে) একটা অনুশীলন সেশন করে নেওয়া যাক।
চন্দ্রকান্ত পন্ডিত: হ্যাঁ, একটা প্র্যাকটিস সেশন এবং শেষ ম্যাচটাও খেলে নেওয়া যাবে।
রানা: ১৯ তারিখের ম্যাচ কাল-পরশুর মধ্যেই খেলে নেওয়া যাক। তাহলে আর পরে আসতে হবে না।
পন্ডিত: দেখছি দাঁড়াও, বিসিসিআইয়ের সঙ্গে কথা বলি!
রানা: বিসিসিআইয়ের সঙ্গে তো একদমই কথা বলবেন না!
রানা চলতি সিজনে নজরকাড়া পারফরম্যান্স মেলে ধরেছেন। ১৪ উইকেট নিয়ে সুনীল নারিনের সঙ্গে কেকেআরের যুগ্ম সর্বোচ্চ উইকেটশিকারি রানা। তবে বারবার নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তাঁর দিকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে মায়াঙ্ক আগারওয়ালের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে ম্যাচ ফির জরিমানা দিতে হয় তাঁকে। কয়েকদিন আগেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক পোড়েলকে ড্রেসিংরুমে ফেরত যাওয়ার অঙ্গভঙ্গি করেন। একই ভুল দ্বিতীয়বার হওয়ায় রানাকে বোর্ডের তরফে জরিমানার সঙ্গেই সাসপেন্ড করা হয়।