Advertisment

Sunil Narine mocks RCB: কোহলিদের তুচ্ছ তাচ্ছিল্য করে ভয়ানক 'বার্তা' নারিনের! বিতর্কের গনগনে আগুন জ্বালিয়েই দিলেন নাইট সুপারস্টার

Sunil Narine fake instagram post: নারিন সোশ্যাল মিডিয়ায় যে বিতর্কই বাঁধান, ব্যাট হাতে তিনি অপ্রতিরোধ্য মেজাজে রয়েছেন। কোহলিদের 'দুর্বল বোলারদের' নিয়ে ছেলেখেলা করেছিলেন ব্যাট হাতে। ২২ বলে ৪৭ রানের ঢেউ সামাল দিতে পারেনি আরসিবি শিবির। আরসিবি ম্যাচের সেই মেজাজ আরও গনগনে হয়ে ধরা দিয়েছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। নারিন ৩৯ বলে ৮৫ রানে একাই ধ্বংস করে দিয়েছেন নকিয়া, ঈশান্ত, খলিল আহমেদ, অক্ষর প্যাটেলদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sunil Narine, Narine instagran on RCB

Sunil Narine Mocks Royal Challengers Bengaluru: আরসিবিকে কি ব্যঙ্গ করলেন সুনীল নারিন (টুইটার)

Sunil Narine controversial instagram post mocking RCB: আরসিবির সময়টা একদমই ভালো যাচ্ছে না। সিজনের শুরুতেই নাম বদলেছিল তারকা খচিত ফ্র্যাঞ্চাইজি। নামের সঙ্গে থাকা 'ব্যাঙ্গালোর' সরিয়ে 'বেঙ্গালুরু' যুক্ত করেছিল আরসিবি। তবে নাম বদলের সঙ্গেও ভাগ্য ফেরেনি। এবারেও চার ম্যাচে তিন হারে লিগ টেবিলের শেষ থেকে দুই নম্বরে রয়েছে আরসিবি।

Advertisment

বোলিং বিভাগের দুর্বলতা তো ছিলই। মাইকেল ভন থেকে ইরফান পাঠান সকলেই একবাক্যে স্বীকার করে নিয়েছেন, এই বোলিং নিয়ে আর যাই হোক আইপিএল জেতা সম্ভব নয়। তবে আরসিবির নক্ষত্র খচিত ব্যাটিংও ডুবিয়ে চলেছে শুরু থেকে। বিরাট কোহলি, ফাফ দু প্লেসিস, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, গ্লেন ম্যাক্সওয়েলদের মত আন্তর্জাতিক সুপারস্টাররা যেমন রয়েছেন, তেমন ভারতীয় হিসাবে অনুজ রাওয়াত, মহিপাল লোমরোর, রজত পাতিদাররা টি২০ স্পেশালিস্ট।

তবে আরসিবি দল নিয়েই এবার ব্যঙ্গ করলেন সুনীল নারিন। দিল্লি ক্যাপিটালস ম্যাচে নাইটদের জার্সিতে খেলতে নামার আগেই নারিনের ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে এক হিন্দি বার্তা। যেখানে হিন্দিতে লেখা রয়েছে, "আরসিবির বিপক্ষে ব্যাট করতে পছন্দ করি। কারণ, ওঁদের বোলিং ভীষণই দুর্বল।"

Sunil Narine, Narine instagran

নারিনের এক পোস্ট একাধারে বিতর্কিত তো বটেই প্রশ্ন উঠে গিয়েছে, তিনি কি জেনে বুঝে এই পোস্ট শেয়ার করেছেন কিনা, তা নিয়ে। অনেকের বক্তব্য, নারিন মোটেই জেনে বুঝে এই পোস্ট শেয়ার করেননি। সম্ভবত নিজের ছবি দেখেই এই পোস্ট শেয়ার করেছেন ইনস্টাগ্রাম-স্টোরিতে। দ্বিতীয়ত, পোস্টে হিন্দিতে যা লেখা রয়েছে, তিনি কস্মিনকালেও বলেননি কোনও প্রচারমাধ্যমে। তিনি হিন্দি না বুঝে শেয়ার করাতেই বেঁধে গিয়েছে বিপত্তি।

নারিন সোশ্যাল মিডিয়ায় যে বিতর্কই বাঁধান, ব্যাট হাতে তিনি অপ্রতিরোধ্য মেজাজে রয়েছেন। কোহলিদের 'দুর্বল বোলারদের' নিয়ে ছেলেখেলা করেছিলেন ব্যাট হাতে। ২২ বলে ৪৭ রানের ঢেউ সামাল দিতে পারেনি আরসিবি শিবির। আরসিবি ম্যাচের সেই মেজাজ আরও গনগনে হয়ে ধরা দিয়েছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। নারিন ৩৯ বলে ৮৫ রানে একাই ধ্বংস করে দিয়েছেন নকিয়া, ঈশান্ত, খলিল আহমেদ, অক্ষর প্যাটেলদের। হাঁকিয়েছেন সাতটা করে ছক্কা, চার।

বাইশ গজে যেমন তোলপাড় ফেলেছেন ক্যারিবীয় তারকা, তেমনই বাইশ গজের বাইরেও ঝড় তুলে দিয়েছেন কোহলিদের ব্যঙ্গ করা ভুয়ো পোস্ট শেয়ার করে। ইচ্ছাকৃত নাকি অনিচ্ছা করেই এই বিতর্কের জন্ম দিলেন তিনি, উত্তর কি তিনি দেবেন?

RCB Sunil Narine Royal Challengers Bangalore IPL ipl auction
Advertisment