Varun Chakravarthy on Cheerleaders, IPL 2024: চলতি আইপিএল বোলারদের জন্য দুঃস্বপ্ন নিয়ে হাজির হয়েছে। চার-ছক্কা হজম করাই যেন ভবিতব্য। এমনটা ভেবেই বোলিং ক্রিজে আসছেন বোলাররা। হামেশাই ২৫০ প্লাস স্কোর হচ্ছে। কয়েকদিন আগেই কেকেআর ২৬১ তুলেও পাঞ্জাবের কাছে হেরে গিয়েছিল।
আইপিএলের এই হাইস্কোরিং ট্রেন্ড নিয়েই এবার মস্করা করলেন কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী। সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচেও চার-ছক্কার বন্যা বয়ে গিয়েছিল। বরুণ চক্রবর্তী মজার ছলে চিয়ারলিডারদের দুরবস্থা ব্যক্ত করলেন। বারবার বাউন্ডারির বাইরে বল যাওয়ার অর্থই এই তীব্র গরমে চিয়ারলিডারদের প্রাণান্তকর নাচ করতেই হবে।
হায়দরাবাদ বনাম দিল্লি ম্যাচ চলার সময়েই বরুণ চক্রবর্তী টুইটারে লিখে দিয়েছিলেন, "আরে চিয়ারলিডারদের একটু বিশ্রাম দাও। ওঁরা তো টানা ছয় ওভার ধরে নেচেই চলেছে।
কেকেআর ম্যাচে বরুণ চক্রবর্তীর রহস্য বল সামলাতে পারেনি দিল্লি ব্যাটাররা। তিন উইকেট তুলে নিয়েছিলেন। বৈভব অরোরার দুরন্ত স্পেলের পর মাঝের ওভারে দিল্লি ব্যাটিংয়ের সামনে রহস্য নিয়ে হাজির হন। ক্যাপ্টেন ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস এবং ইমপ্যাক্ট পরিবর্ত কুমার কুশাগ্রকে আউট করেন তিনি। ইডেন গার্ডেন্স-এ দিল্লির বিপক্ষে সহজ জয়ের পরেই নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ খুললেন। বলে দেন, "সৌভাগ্য অথবা দুর্ভাগ্যজনকভাবে হাইস্কোর চলতি আইপিএলের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয়, এবার থেকে চিয়ারলিডারদের বাউন্ডারির সময় নাচ থেকে রেহাই দেওয়া উচিত। ছক্কার সময় কেবল ওঁদের নাচানো হোক।"
পাঞ্জাব ম্যাচে বিরাট রান ডিফেন্ড করতে পারেনি নাইটরা। সেই হারের ধাক্কা সামলে এসেছে দিল্লির বিপক্ষে জয়। বরুণের বক্তব্য, "পাঞ্জাব ম্যাচের হার হজম করা কঠিন। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কোচ কার্ল ক্রো, ভরত অরুণ, অভিষেক নায়ার, চন্দ্রকান্ত পন্ডিত, গৌতম স্যারের সঙ্গে কথা হয়েছে। প্রত্যেকেই নিজস্ব মতামত জানিয়েছেন।"
নেতা শ্রেয়স আইয়ার-ও বরুণ চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ, "গত কয়েক ম্যাচ ধরে নিজের সেরা ছন্দে ছিল না ও। উইকেট বিচার করে আমাদের মূল্যবান পরামর্শ দিয়ে চলছিল ও। এদিন যেভাবে ও পারফর্ম করল সত্যিই অসাধারণ।"