Advertisment

Rahmanullah Gurbaz-KKR: কেকেআর সংসারে নতুন রহস্য স্পিনার, কাঁপাবেন IPL! লিগের মাঝপথেই ঝড় তুলল নাইটদের ছোট্ট ভিডিও

Rahmanullah Gurbaz as KKR spinner: কেকেআর এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথমসারির দলগুলোর অন্যতম। লিগ তালিকায় দ্বিতীয় স্থানে আছে। সাতটা ম্যাচের মধ্যে পাঁচটাতেই জয়ী হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR, IPL

KKR-IPL: কেকেআর এবারের আইপিএলে বেশ দাপটের সঙ্গে খেলছে। (ছবি- আইপিএল ওয়েবসাইট)

Kolkata Knight Riders practice session: ফের কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেতে চলেছেন আফগানিস্তানের আরও এক স্পিনার। পিবিকেএস (পঞ্জাব কিংস)-এর বিরুদ্ধে ম্যাচের আগে উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজকে কেকেআরের নেটে বোলিং করতে দেখা গেছে। উইকেটরক্ষক-ব্যাটার গুরবাজ এখনও পর্যন্ত কেকেআর-এর প্রথম একাদশে খেলেননি। অলরাউন্ডার হিসেবে তাকে কেকেআর দলে পেলে লাভবান হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, ব্যাটার হিসেবে গুরবাজ মন্দ না। হাতে ভালো শট আছে। কেকেআর এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথমসারির দলগুলোর অন্যতম। লিগ তালিকায় দ্বিতীয় স্থানে আছে। সাতটা ম্যাচের মধ্যে পাঁচটাতেই জয়ী হয়েছে।

Advertisment

ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুরবাজকে নিয়ে একটি বিশেষ ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতেই আফগান বোলারকে নেট অনুশীলনের সময় স্পিন ডেলিভারি করতে দেখা গেছে। কেকেআর কোচদের তত্ত্বাবধানে তিনি তাঁর রান আপও ঠিক করে নিচ্ছেন। এমনটাই দেখিয়েছে ওই ভিডিও। সেখানে দেখা গেছে, গুরবাজের বল তাঁর প্রথম ডেলিভারিতেই স্টাম্পে নির্ভুলভাবে আঘাত করছে। আর, তার পর আফগান স্পিনার পাখির মত দু'পাশে হাত ছড়িয়ে সেই সাফল্য উপভোগ করছেন। এই ভিডিও পোস্ট করে ফ্র্যাঞ্চাইজি কেকেআর তাদের ক্যাপশনে লিখেছে, 'আমাদের আরেক আফগানি রহস্যময় স্পিনার।'

বিশেষজ্ঞদের একাংশের দাবি, আফগানিস্তান বেশ কিছু দুর্দান্ত স্পিনার তৈরি করেছে। এই স্পিনারদের অনেকেই ব্যাটারদের রীতিমতো নাকানিচোবানি খাওয়াতে পারে। ইতিমধ্যেই সেই স্পিনারদের অনেকে এবারের আইপিএলে দর্শকদের মনে দাগ কেটেছেন। রশিদ খান, নুর আহমেদ থেকে শুরু করে মোহাম্মদ নবি- আফগানিস্তানের সেই সব দুর্দান্ত স্পিনারদেরই কয়েকজন। আর, গুরবাজ ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে যোগ্য ব্যাটার হিসেবে প্রমাণ করেছেন। এবার তিনি স্পিনার হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ মরিয়া।

তবে আইপিএলে গুরবাজ নতুন নন। আফগানিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটার ২০২৩ সালে ৫০ লক্ষ টাকায় গুজরাট টাইটানস (জিটি)-এ যোগ দিয়েছিলেন। আইপিএলে তাঁর দুটো অর্ধশতক রয়েছে। স্ট্রাইক রেট ১৩৩.৫৩। জিটির হয়ে ৭ ম্যাচে ২২৭ রান করেছিলেন। আইপিএল ২০২৪-এর আগে কেকেআর বেস প্রাইস দিয়েই গুরবাজকে নিয়েছে। এই লেনদেনে কেকেআর লাভবান হয়েছে বলেই দলের কর্তাদের দাবি। যেমন লাভবান হয়েছে ফিল সল্টকে নিয়ে। সল্ট কেকেআর স্কোয়াডে জেসন রয়ের জায়গায় এসেছেন। এবারের আইপিএলে সুনীল নারিনের সঙ্গে ওপেন করে সল্ট কেকেআরের বড় ভরসা হয়ে উঠেছেন।

আরও পড়ুন- মাঠেই নেতা হার্দিকের নির্দেশ অমান্য মুম্বই পেসারের! প্রস্তুত রোহিতের আদেশ পালনেই, নতুন ভিডিওয় হঠাৎ ঝড়

ইংল্যান্ড ওপেনার কেকেআরের হয়ে ৭ ম্যাচে ১৬৯.৩৯ স্ট্রাইক রেটে ২৪৯ রান করেছেন। উইকেটকিপিংটাও ভালোই করছেন। আরসিবির বিরুদ্ধে সল্টের দুর্দান্ত উইকেট কিপিংয়ের জন্যই ম্যা সুপার ওভারে যায়নি। কেকেআর মাত্র ১ রানে ওই ম্যাচে জয়ী হয়েছে। কেকেআরের অপর ওপেনার সুনীল নারিনও দুর্দান্ত স্পিনার। স্পিন অ্যাটাকে তাঁকে সঙ্গ দিতে পারেন গুরবাজ। বাস্তবে নাইটদের প্লেয়িং ইলেভেন ঠিক কী হবে, সেটা অবশ্য শুক্রবার, ২৬ এপ্রিল ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধেই বোঝা যাবে।

IPL KKR IPL 2024 Kolkata Knight Riders
Advertisment