Advertisment

KKR vs DC, IPL 2024 Highlights: সৌরভের দিল্লিকে মাটি ধরিয়ে হারাল কেকেআর! প্লে অফের দরজায় গম্ভীরের সৈনিকরা

Kolkata Knight Riders vs Delhi Capitals Full Match Report: ইডেনের ব্যাটিং সহায়ক পিচে নাইটদের বোলিং কতটা সামাল দিতে পারে দিল্লিকে, সেটাই ছিল দেখার। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ কেকেআর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kolkata Knight Riders vs Delhi Capitals Full Match Report, KKR vs DC Match Highlights, Indian Premier League 2024

Kolkata Knight Riders vs Delhi Capitals IPL 47th Match Highlights: ডিসি, কেকেআর, আইপিএল: দিল্লিকে সহজেই হারাল কেকেআর (আইপিএল টুইটার)

দিল্লি ক্যাপিটালস: ১৫৩/৯
কেকেআর: ১৫৭/৩

Advertisment

Kolkata Knight Riders vs Delhi Capitals IPL 47th Match Highlights: ইডেনে যে যেভাবে মাটি ধরিয়ে দেবে কেকেআর, কেউ ভাবতে পেরেছিলেন? সোমবার অবিশ্বাস্য কেকেআরের সামনে কার্যত উড়ে গেল দিল্লি ক্যাপিটালস। হঠাৎ করেই ফর্মে ফিরেছিল দিল্লি। ম্যাকগার্ক, ক্যাপ্টেন পন্থ, ট্রিস্টান স্টাবসারা ব্যাট হাটস হল্লা মাচিয়ে দিয়েছিলেন।

KKR vs DC IPL 47th Match Report 2024: ইডেনের ব্যাটিং সহায়ক পিচে নাইটদের বোলিং কতটা সামাল দিতে পারে দিল্লিকে, সেটাই ছিল দেখার। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ কেকেআর। প্রথমে বল হাতে দিল্লির মাত্র ১৫৩ রানে হোঁচট খেয়ে বসা। তারপর সল্টের তান্ডব। স্রেফ থেঁতলে দিয়ে কেকেআর প্লে অফের দরজার দিকে আরও একধাপ এগিয়ে গেল।

পাওয়ার প্লেতে বৈভব অরোরা এদিন বল হাতে জ্বলে উঠলেন। নতুন বলে পৃথ্বী শ এবং সাই হোপকে আউট করে নাইটদের চালকের আসনে বসিয়ে দেন। আসল কাজের কাজ করেন মিচেল স্টার্ক। সাড়া ফেলে দেওয়া ম্যাকগার্ককে ফেরানোর দায়িত্ব নেন তিনি। এমনিতে স্টার্কের কাছে ফের একবার দিল্লি ম্যাচ দুঃস্বপ্ন হয়ে থাকল। ৩ ওভারে খরচ করলেন ৪৩ রান। তবে ম্যাকগার্ককে ফিরিয়ে আসল কাজ তিনিই করে যান পাওয়ার প্লেতে।

প্ৰথম চার ওভারেই ৩ উইকেট খুঁইয়ে দিল্লি যে চাপে পড়ে গিয়েছিল, সেখান থেকে আর উদ্ধার মেলেনি। পাওয়ার প্লে শেষ হতেই হর্ষিত রানা বোল্ড করে দেন অভিষেক পোড়েলকে। এরপরে আর ফিরে তাকাতে হয়নি। ঋষভ পন্থ কোনওরকমে ২৭ করেন। শেষদিকে কুলদীপ যাদব ২৬ বলে ৩৫ না করলে আরও লজ্জার স্কোরে ফিনিশ করতে হত দিল্লিকে।

ইডেনে এই বিলো পার স্কোর ডিফেন্ড করা রীতিমতো কঠিন। আর সল্ট শুরু থেকেই যেভাবে মারমার কাটকাট ব্যাটিং শুরু করলেন, তাতে নাইটদের জয় ছিল সময়ের অপেক্ষা। সল্ট শেষ পর্যন্ত ৩৩ বলে ৬৮ করে যান।

সল্ট, নারিন, রিঙ্কু আউট হওয়ার পর দুই আইয়ার- শ্রেয়স (২৩ বলে ৩৩) এবং ভেঙ্কটেশ (২৩ বলে ২৬) নাইটদের ৭ উইকেটে জয় এনে দেন ২১ বল হাতে নিয়ে।

IPL KKR Kolkata Knight Riders IPL 2024 Delhi Capitals
Advertisment