Suhana-Ananya: ম্যাচে এক বিশেষ মুহূর্তে। (ছবি- টুইটার)
Shah Rukh Khan spotted at Eden Gardens during Kolkata Knight Riders vs Lucknow Super Giants match: ঘরের মাঠ ইডেনে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে দলের ম্যাচ দেখতে এসেছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের মেয়ে সুহানা। সঙ্গী ছিলেন বাল্যবান্ধবী অভিনেত্রী অনন্যা পাণ্ডে। লখনউয়ের সঙ্গে ম্যাচে কেকেআর যতই এগোল, নেচে-কুঁদে একশা করলেন শাহরুখের মেয়ে। বান্ধবীর সঙ্গে সমানতালে পাল্লা দিলেন অনন্যাও। মাঠে নারিনের কীর্তির সঙ্গেই দুই বান্ধবীর নাচা-কোঁদাও বিভিন্ন জনের ক্যামেরাবন্দি হল।
Advertisment
রবিবার কেকেআরের ম্যাচটা ছিল এবারের আইপিএলের ২৮তম। হোম টিম ইতিমধ্যেই পরাজয়ের স্বাদ পেয়েছে। ফের জয়ের রাস্তায় ফিরতে ঘরের মাঠে গোড়া থেকেই মুখিয়ে ছিল। ক্যাপ্টেন শ্রেয়স টস জিতে প্রথমে বল নেন। আর, তারপরই দেখা গেল গোটা টিম যেন জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে। প্রথম উইকেটটা তুলে নেন বৈভব অরোরা। সুনীল নারিন চার ওভারে মাত্র ১৭রান দিয়ে আয়ুশ বাদোনির উইকেট নিয়ে নেন।