Advertisment

Suhana Khan-KKR: ইডেনে এসে নেচে-কুঁদে একশা শাহরুখের মেয়ে! মাঠে নারিনের কীর্তিতে পাগলের মত নাচ, দেখুন ভিডিও

Suhana Khan Ananya Pandey dances during KKR vs LSG match: লখনউয়ের সঙ্গে ম্যাচে কেকেআর যতই এগোল, নেচে-কুঁদে একশা করলেন শাহরুখের মেয়ে। বান্ধবীর সঙ্গে সমানতালে পাল্লা দিলেন অনন্যাও। মাঠে নারিনের কীর্তির সঙ্গেই দুই বান্ধবীর নাচা-কোঁদাও বিভিন্ন জনের ক্যামেরাবন্দি হল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Suhana, Ananya

Suhana-Ananya: ম্যাচে এক বিশেষ মুহূর্তে। (ছবি- টুইটার)

Shah Rukh Khan spotted at Eden Gardens during Kolkata Knight Riders vs Lucknow Super Giants match: ঘরের মাঠ ইডেনে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে দলের ম্যাচ দেখতে এসেছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের মেয়ে সুহানা। সঙ্গী ছিলেন বাল্যবান্ধবী অভিনেত্রী অনন্যা পাণ্ডে। লখনউয়ের সঙ্গে ম্যাচে কেকেআর যতই এগোল, নেচে-কুঁদে একশা করলেন শাহরুখের মেয়ে। বান্ধবীর সঙ্গে সমানতালে পাল্লা দিলেন অনন্যাও। মাঠে নারিনের কীর্তির সঙ্গেই দুই বান্ধবীর নাচা-কোঁদাও বিভিন্ন জনের ক্যামেরাবন্দি হল।

Advertisment

রবিবার কেকেআরের ম্যাচটা ছিল এবারের আইপিএলের ২৮তম। হোম টিম ইতিমধ্যেই পরাজয়ের স্বাদ পেয়েছে। ফের জয়ের রাস্তায় ফিরতে ঘরের মাঠে গোড়া থেকেই মুখিয়ে ছিল। ক্যাপ্টেন শ্রেয়স টস জিতে প্রথমে বল নেন। আর, তারপরই দেখা গেল গোটা টিম যেন জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে। প্রথম উইকেটটা তুলে নেন বৈভব অরোরা। সুনীল নারিন চার ওভারে মাত্র ১৭রান দিয়ে আয়ুশ বাদোনির উইকেট নিয়ে নেন।

ম্যাচের ১৫তম ওভারে নারিনের বলটাকে বাদোনি সুইপ করতে গিয়েছিলেন। কিন্তু, ব্যাটের ঠিক জায়গায় লাগেনি। ছয় হওয়ার বদলে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ হয়ে যায়। আংকৃশ রঘুবংশী ক্যাচ ধরতে ভুল করেননি। অন্যান্য উইকেটের সঙ্গে বাদোনির এই উইকেটের ফারাকটা হল, বাদোনি তখন সেট হয়ে গিয়েছিলেন। তাছাড়া গত ম্যাচেও ভালো খেলেছিলেন। এমন একজন সেট হয়ে যাওয়া ব্যাটারকে ফিরিয়ে দেওয়া চাট্টিখানি কথা নয়।

আরও পড়ুন- সিএসকের হাল ফেরাতে যোগ দিচ্ছেন টিম ইন্ডিয়ার বাতিল বুড়ো ঘোড়া! এক পোস্টেই জল্পনা তুঙ্গে

সেটা গোটা স্টেডিয়ামের মতই গ্যালারি থেকে বুঝতে কেকেআরের মালিকের মেয়ে সুহানা আর তাঁর বান্ধবী অনন্যার অসুবিধা হয়নি। তাই শেষ ওভারের দিকে বাদোনির তাণ্ডবের সম্ভাবনা নারিন বন্ধ করে দেওয়ায় সুহানা-অনন্যারা নেচে-কুঁদে ওঠেন। ঘরের মাঠে খেলা। গ্যালারি এমনিতেই কেকেআর সমর্থকদের ভিড়ে ঠাসা ছিল। যেদিকেই চোখ যাবে, বেগুনিরঙা জার্সিতে দর্শকরা। কেকেআর, দুর্দান্ত জয় পাওয়ায় সুহানা, অনন্যা, শাহরুখদের মতই মাঠে হাজির বাকি সমর্থকদের উচ্ছ্বাসটাও পয়লা বৈশাখের দিন তাই রীতিমতো স্মরণীয় হয়ে থাকল।

LSG KKR Lucknow Super Giants Kolkata Knight Riders suhana khan Ananya Pandey Shah Rukh khan
Advertisment