Advertisment

KKR vs LSG, IPL 2024 Highlights: কাটা ঘায়ে সল্টের ছিঁটে! কিং খানের সামনেই গোয়েঙ্কার সবুজ-মেরুনকে নববর্ষে বধ KKR-এর

Kolkata Knight Riders vs Lucknow Super Giants Full Match Report, Phil Salt and Mitchell Starc: ভাবা হয়েছিল মন্থর পিচে হয়ত নাইটরা সমস্যায় পড়বে দ্বিতীয় ইনিংসে। পাওয়ার প্লের মধ্যেই নারিন এবং অঙ্গকৃশ রঘুবংশীকে হারিয়ে ফেলে কেকেআর। সামান্য টেনশনের আবহ তৈরি হয়েছিল বইকি! তবে সল্ট লখনৌয়ের কাটা ঘায়ে বাহারি শট ছড়িয়ে ছিটিয়ে ফেললেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kolkata Knight Riders vs Lucknow Super Giants Full Match Report, KKR vs LSG Match Highlights, Indian Premier League 2024, এলএসজি, কেকেআর, আইপিএল

Kolkata Knight Riders vs Lucknow Super Giants IPL 28th Match Highlights: ইডেনে দুরন্ত জয় পেল কেকেআর (আইপিএল ওয়েবসাইট)

লখনৌ সুপার জায়ান্টস: ১৬১/৭
কেকেআর: ১৬২/২

Advertisment

Kolkata Knight Riders vs Lucknow Super Giants IPL 28th Match Highlights: উদ্দেশ্য ছিল কলকাতাকে ভাগ করার। তাই গত বছরের মত এবারেও সবুজ মেরুন জার্সিতে লখনৌকে নামিয়ে দিয়েছিলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তবে সবুজ মেরুনকে হারাতে কোনও সমস্যাই হল না কেকেআরের। বর্ষবরণের সন্ধ্যায় নাইটরা ঘাম না ঝড়িয়েই সুপার জায়ান্টসকে হারাল কিছুটা একপেশেভাবে।

প্রথমে ব্যাট করে ইডেনের স্লো পিচে লখনৌ কোনওরকমে ১৬১ খাড়া করেছিল। বিলো পার এই স্কোর চেজ করে কেকেআর জিতল ২৬ বল এবং ৮ উইকেট হাতে রেখে।

KKR vs LSG IPL 28th Match Report 2024

ভাবা হয়েছিল মন্থর পিচে হয়ত নাইটরা সমস্যায় পড়বে দ্বিতীয় ইনিংসে। পাওয়ার প্লের মধ্যেই নারিন এবং অঙ্গকৃশ রঘুবংশীকে হারিয়ে ফেলে কেকেআর। সামান্য টেনশনের আবহ তৈরি হয়েছিল বইকি! তবে সল্ট লখনৌয়ের কাটা ঘায়ে বাহারি শট ছড়িয়ে ছিটিয়ে ফেললেন। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়েই ইডেনের দর্শকদের মনোরঞ্জন করে গেলেন বলে ৪৭ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংসে। বিস্ফোরক ইনিংসে হাঁকালেন ১৪ বাউন্ডারি, তিনটে পেল্লায় ওভার বাউন্ডারি। ক্রুনাল পান্ডিয়া, ইয়াশ ঠাকুর তো বটেই বেধড়ক পিটুনি খেলেন ইমপ্যাক্ট হিসাবে খেলতে নামা আর্শাদ খান-ও। আইপিএলে রবিবার-ই অভিষেক ঘটেছিল ক্যারিবিয়ান পেস সেনসেশন শামর জোসেফের। তিনি ওভার শেষ করতে নিলেন ১০ বল। ৪ ওভারের কোটা খতম করলেন ৪৭ রান খরচ করে।

তার আগে প্ৰথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারিয়ে সমস্যায় পড়ে যায় লখনৌ। কুইন্টন ডিকক এবং দীপক হুডাকে হারায় লখনৌ পাঁচ ওভারের মধ্যেই। তারপর আয়ুশ বাদোনি এবং কেএল রাহুল লখনৌকে বিপদ থেকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে ১১ এবং ১২তম ওভারে বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল পরপর দুই ওভারে ফিরিয়ে দেন ক্যাপ্টেন রাহুল এবং মার্কাস স্টোইনিসকে। এরপরে সময় যত গড়িয়েছে, ততই চাপে পড়ে গিয়েছে লখনৌ। আয়ুশ বাদোনিকে (২৭ বলে ২৯) নারিন ফেরানোর পর লখনৌ ১১১/৫ হয়ে যায়।

সেখান থেকে নিকোলাস পুরানের ৩২ বলে ৪৫ রানের ইনিংস না থাকলে সুপার জায়ান্টসরা দেড়শ-ও পেরোত না রবিবার।

রবিবারের দ্বৈরথের আগে কেকেআর আইপিএলে কখনই হারাতে পারেনি লখনৌকে। তিনবারের সাক্ষাতে তিনবার-ই হার মেনেছিল কেকেআর। তবে গম্ভীর দলবদল করতেই ইতিহাস গেল বদলে। গম্ভীরের পুরোনো দলকেই হারিয়ে কেকেআর পাঁচ ম্যাচে চতুর্থ জয় ছিনিয়ে নিল। গম্ভীর যে নাইটদের আসল কিং!

KKR Kolkata Knight Riders IPL Lucknow Super Giants IPL 2024
Advertisment