Advertisment

KKR vs MI, IPL 2024 Highlights: ইডেনে ম্যাচ চলল দু-দিন! হার্দিককে ধোঁয়া করে প্লে অফে দুর্ধর্ষ কেকেআর, প্ৰথম দল হিসাবেই নজির

Kolkata Knight Riders vs Mumbai Indians Full Match Report: এমন ম্যাচেই নাইটদের জয় এল ১৮ রানের ব্যবধানে। খেলা কমিয়ে দেওয়া হয়েছিল ১৬ ওভারে। ঘরের মাঠে নাইটরা ১৫৭/৭ তুলে দিয়েছিল। তবে নারিন-সল্ট জুটি খাপ খুলতে পারেনি। পাওয়ার প্লেতেই সাত বলের মধ্যে কেকেআর দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kolkata Knight Riders vs Mumbai Indians Full Match Report, KKR vs MI Match Highlights, Indian Premier League 2024, এমআই, কেকেআর, আইপিএল

Kolkata Knight Riders vs Mumbai Indians IPL 60th Match Highlights: দুরন্ত জয় পেল কেকেআর (আইপিএল বিসিসিআই)

কেকেআর: ১৫৭/৭ (১৬ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স: ১৩৯/৮ (১৬ ওভার)

Advertisment

Kolkata Knight Riders vs Mumbai Indians IPL 60th Match Highlights: ইডেনেই বাকি কাজ সেরে ফেলল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬ ওভারের খেলায় পরাস্ত করে প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গেলেন শ্রেয়স আইয়াররা। বৃষ্টির জন্য টসে দেরি হয়েছিল। কেকেআরের এই ম্যাচ-ই গড়াল ক্যালেন্ডার অনুযায়ী দুই দিন। শনিবার শুরু হওয়া ম্যাচ গড়াল রবিবার রাত ১২.৩০-এ।

KKR vs MI IPL 60th Match Report 2024: এমন ম্যাচেই নাইটদের জয় এল ১৮ রানের ব্যবধানে। খেলা কমিয়ে দেওয়া হয়েছিল ১৬ ওভারে। ঘরের মাঠে নাইটরা ১৫৭/৭ তুলে দিয়েছিল। তবে নারিন-সল্ট জুটি খাপ খুলতে পারেনি। পাওয়ার প্লেতেই সাত বলের মধ্যে কেকেআর দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল। এরপরে ভেঙ্কটেশ আইয়ার ব্যাটে ঝড় তোলেন। ২১ বলে ৪২ করে যান। দলের হয়ে তিনিই সর্বোচ্চ স্কোরার।

নীতিশ রানা (৩৩), আন্দ্রে রাসেল (২৪), রিঙ্কু সিং (২০), রামনদীপ সিং (১৭) সকলেই দলের বড় স্কোরে অবদান রাখেন।

জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সকে দারুণ সূচনা উপহার দেয় রোহিত-ঈশান জুটি। তবে রোহিত সেভাবে টাচে না থাকলেও ঈশান ছিলেন মারমুখী মেজাজে। দুজনে প্ৰথম উইকেটেই ৬৬ তুলে দেন। ঈশান ২২ বলে ৪০ করেন। রোহিত ফেরেন ২৪ বলে কোনওরকমে ১৯ করে। ক্রিজের একপ্রান্ত আগলে রান করতে থাকেন তিলক ভার্মা। অন্যপ্রান্তে উইকেট পতন অব্যাহত থাকে। শেষ ওভারে আউট হওয়ার আগে তিলক ১৭ বলে ৩২ করে যান। নমন ধীর শেষদিকে ৬ বলে ১৭ করে ভরসা জুগিয়েছিলেন। তবে তা পর্যাপ্ত ছিল না।

কেকেআর প্লে অফ নিশ্চিত করার সঙ্গেসঙ্গেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান-ও ধরে রাখল। তবে প্ৰথম দুই স্থানে ফিনিশ করা এখনও নিশ্চিত নয়। লিগ টেবিলের সেরা দুই স্থানে ফিনিশ করার জন্য নাইটদের বাকি দুই ম্যাচের একটিতে জিততেই হবে।

Mumbai Indians KKR Kolkata Knight Riders Eden Gardens IPL IPL 2024
Advertisment