Advertisment

KKR vs MI: পাঁচ ওভারেই খতম হতে পারে কেকেআর-মুম্বই ম্যাচ! বেনজির পরিস্থিতি ইডেন গার্ডেন্সে

Toss delay KKR vs MI: ম্যাচ সর্বশেষ ১০.৩৬-এ মিনিটে শুরু হতে পারে। তবে সেক্ষেত্রে পাঁচ ওভারের ম্যাচ আয়োজন করতে হবে। ম্যাচ ১০.৪০-১০.৫০-এ শুরু হলেও পাঁচ ওভারের ম্যাচ করা হবে। পুরো ২০ওভারের ম্যাচ আয়োজনের জন্য ৮.৩০-এর মধ্যে ম্যাচ চালু করতেই হবে। সিএবি অফিসিয়াল স্কোরার এমনটাই জানিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
The IPL match today between KKR and MI could be interrupted by rains

আজ ইডেন গার্ডেনে KKR এবং MI-এর মধ্যে IPL ম্যাচ বৃষ্টির কারণে ব্যাহত হতে পারে। (প্রকাশিত ছবি সায়ক দত্ত)

Rain interrupted toss before KKR vs MI: :বৃষ্টির কারণে আপাতত স্থগিত কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। মাঠের পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী, টস-ও পিছিয়ে দেওয়া হয়েছে ঝিরিঝিরি বৃষ্টির কারণে।

Advertisment

ম্যাচ সর্বশেষ ১০.৩৬-এ মিনিটে শুরু হতে পারে। তবে সেক্ষেত্রে পাঁচ ওভারের ম্যাচ আয়োজন করতে হবে। ম্যাচ ১০.৪০-১০.৫০-এ শুরু হলেও পাঁচ ওভারের ম্যাচ করা হবে। পুরো ২০ওভারের ম্যাচ আয়োজনের জন্য ৮.৩০-এর মধ্যে ম্যাচ চালু করতেই হবে। সিএবি অফিসিয়াল স্কোরার এমনটাই জানিয়েছেন।

বৃষ্টির আগাম পূর্বাভাস ছিল। ম্যাচ শুরুর ঘন্টা দুয়েক আগে যে চিত্র দেখা গিয়েছিল তা উদ্বেগজনক। বিকাল পাঁচটার সময়েই ফ্লাডলাইট জ্বালিয়ে মাঠ ঢেকে দেওয়া হয়। আর সাতটার সময় টসের ঠিক আগেই একপ্রস্থ বৃষ্টি হয়। গোটা শহর ছিল মেঘে ঢাকা। বজ্রবিদ্যুৎ-এ খেলা ভেস্তে যাওয়ার পুরো সম্ভাবনা ছিল।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা ৭৮ শতাংশ হবে। ৭ কিমি গতিবেগ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির আগাম পূর্বাভাসও ছিল।

কেকেআর বনাম মুম্বই ম্যাচ শনিবার বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?

খেলা পণ্ড হয়ে গেলে, দুই দলই এক পয়েন্ট করে অর্জন করবে। এর অর্থ ১২ ম্যাচ খেলার পর কেকেআরের অর্জিত পয়েন্ট দাঁড়াবে ১৭-এ। কেকেআরের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে এদিনের এক পয়েন্ট যোগ হলে। তবে প্ৰথম দুই স্থান হারাতে হতে পারে নাইটদের। বাকি দুই ম্যাচের অন্তত একটিতে কেকেআরকে জিততেই হবে যাতে প্ৰথম দুই স্থানের মধ্যে কেকেআর ফিনিশ করতে পারে।

মুম্বই ইন্ডিয়ান্স আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ওয়াশ আউট হলে ১৩ ম্যাচে মুম্বইয়ের অর্জন দাঁড়াবে ৯ পয়েন্টে। তবে মুম্বই চাইবে এই ম্যাচ হোক। শেষবেলায় নিজেদের হারানো সম্মান বাঁচানোর চ্যালেঞ্জ হার্দিকদের সামনে।

এমনিতে ইডেনে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে মুম্বই। ১০বারের সাক্ষাতে কেকেআর জিতেছে মাত্র তিনটিতে। মুম্বইয়ের জয় ৭টিতে।

আইপিএল 2024 এর বাকি সময়সূচী

১২ মে: চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস

১২ মে: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস

১৩ মে: গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স

১৪ মে: দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস

১৫ মে: রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস

১৬ মে: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাট টাইটানস

১৭ মে: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস

১৮ মে: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস

১৯ মে: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস

১৯ মে: রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স

Mumbai Indians KKR Kolkata Knight Riders IPL IPL 2024
Advertisment