Advertisment

KKR vs PBKS, IPL 2024 Highlights: শুক্রে জনিই শনি কেকেআরের! শশাঙ্কের ব্যাটে চিড়েচ্যাপ্টা নাইট রাইডার্স, লজ্জার হার রাসেল-নারিনদের

Kolkata Knight Riders vs Punjab Kings Full Match Report, Jonny Bairstow Shashank Singh power PBKS to record win: এমনিতে এবারের আইপিএল বোলারদের কাছে দুঃস্বপ্নের হয়ে উঠেছে। আড়াইশো তোলা যেন কোনও ব্যাপার-ই নয়। কেকেআর, হায়দরাবাদ, রাজস্থান তো বটেই এমনকি মুম্বই-ও রানের বন্যা বইয়ে দিচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kolkata Knight Riders vs Punjab Kings Full Match Report, KKR vs PBKS Match Highlights, Indian Premier League 2024

Kolkata Knight Riders vs Punjab Kings IPL 42nd Match Highlights: পিবিকেএস, কেকেআর, আইপিএল: বিধ্বংসী বেয়ারস্টোর ব্যাটে উড়ে গেল কেকেআর (টুইটার)

কেকেআর: ২৬১/৬

পাঞ্জাব কিংস: ২৬২/২

Advertisment

Kolkata Knight Riders vs Punjab Kings IPL 42nd Match Highlights: মাত্র দিন দশেক আগেই কেকেআরের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন জস বাটলার। সেই ম্যাচের পর আবার-ও ইডেনে তান্ডব চলল ইংরেজ তারকার। এবার জনি বেয়ারস্টোর ব্যাটে স্রেফ উড়ে গেল কেকেআর। রাজস্থান ম্যাচে বাটলার একা নাইটদের থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন। শুক্রবার অবশ্য বেয়ারস্টো একা নন, পাঞ্জাবের সম্মিলিত ব্যাটিং শক্তির কাছে নুইয়ে গেলেন হর্ষিত রানা, আন্দ্রে রাসেলরা। কেকেআর ২৬১ তুলে ফেলেছিল নারিন-সল্টের ব্যাটের ঝড়ে।

তবে বেয়ারস্টো-শশাঙ্ক সিংরা কচুকাটা করে গেলেন নাইট বোলারদের। টি২০-র ইতিহাসে সর্বোচ্চ রান চেজ করে জেতার নজির গড়ল স্যাম কুরানের পাঞ্জাব। বেয়ারস্টো মাত্র ৪৫ বলে সেঞ্চুরি হাঁকালেন। শেষ পর্যন্ত ৪৮ বলে ১০৮ রানে অপরাজিত থাকলেন। চার নম্বরে নামা শশাংক সিংয়ের ব্যাটের ঝলক ক্ষিপ্রতায় পেরিয়ে গেল বেয়ারস্টোকেও। ২৮ বলে ৬৮ করলেন ৮ ছক্কায়। দুজনের তান্ডবে ২৬২ রানের পাহাড়-ও পাঞ্জাব পেরিয়ে গেল হাতে ৮ উইকেট এবং ৮ বল বাকি থাকতে।

KKR vs PBKS IPL 42nd Match Report 2024: এমনিতে এবারের আইপিএল বোলারদের কাছে দুঃস্বপ্নের হয়ে উঠেছে। আড়াইশো তোলা যেন কোনও ব্যাপার-ই নয়। কেকেআর, হায়দরাবাদ, রাজস্থান তো বটেই এমনকি মুম্বই-ও রানের বন্যা বইয়ে দিচ্ছে।

পাটা পিচে শুক্রবারও দুই দলের বোলাররা বেধড়ক পিটুনি খেয়ে গেলেন। আইপিএলের আকর্ষণ ফিকে হয়ে যাচ্ছে একপেশে লড়াইয়ে।

নাইটদের ২৬১ রান চেজ করতে নেমে পাঞ্জাবের হয়ে দুই ওপেনার প্রভসিমরন সিং এবং জনি বেয়ারস্টো প্ৰথম থেকেই থার্ড গিয়ারে গাড়ি চালাতে থাকেন। পাওয়ার প্লের শেষ বলে প্রভসিমরন রান আউট হলেও তখনই স্কোরবোর্ডে ৯৩ যোগ হয়ে গিয়েছিল। এরপরে রিলি রসউয়ের সঙ্গে ৮৫ রানের পার্টনারশিপে বেয়ারস্টো এই রান চেজ করার স্বপ্ন জুগিয়ে যান। ১৬ বলে ২৬ করে রিলি রসউ আউট হওয়ার পর শশাঙ্ক নির্মম পাওয়ার হিটিংয়ে পিছনে ফেলে দেন জনি বেয়ারস্টোকেও।

তার আগে নারিন-সল্ট ঝড়ে কেকেআর স্কোরবোর্ডে ২৬১/৬ তুলে দিয়েছিল। ওপেনিংয়েই ক্যারিবীয়-ইংরেজ জুটি সাইক্লোন বইয়ে দেন ১৩৪ রানের পার্টনারশিপে। ৩৭ বলে ৭৫ করেন সল্ট। হাফডজন করে বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান ইংরেজ ওপেনার। নারিন-ও ৭১ করে যান।

ওপেনারদের ঝড়ো শুরুর পর কেকেআরের রান তোলার গতি অক্ষত থাকে রাসেলের ১২ বলে ২৪ রানের ক্যামিওয়। ব্যাটিং অর্ডারে প্রমোশন ঘটানো হয়েছিল ক্যারিবীয় সুপারস্টারকে। তবে বাউন্ডারির বন্যায় তিনিও রানের ফোয়ারা ছোটান।

ক্যাপ্টেন স্যাম কুরান পরপর ছক্কা হজম করার পর সল্টের উইকেট ছিটকে দেন। মিডল ওভারে ভালো বোলিং করে যান অর্শদীপ সিং-ও। রাসেলকে ফেরান তিনি। ঠিক যখন মনে হচ্ছিল পাঞ্জাবের বোলাররা ম্যাচে ফেরাবে দলকে। সেই সময়েই নাইটরা নতুন উদ্যোগে রানের গতি বাড়িয়ে যান। শেষ ৫ ওভারে ৭১ রান যোগ করে যায় কেকেআর। শেষদিকে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের ১০ বলে ২৮ রানের তুফান কেকেআরকে ২৫০ প্লাস স্কোরের ওপাশে ঠেলে দেয়। ব্যাট হাতে অবদান রাখেন ভেঙ্কটেশ আইয়ার-ও।

IPL Kings XI Punjab PBKS Punjab Kings Kolkata Knight Riders KKR
Advertisment