Advertisment

KKR vs RCB: জোচ্চুরি করলেন আম্পায়ার, লাভ তুলল কেকেআর! এভাবেই নিশ্চিত ২ রান বঞ্চিত RCB, তুঙ্গে বিতর্ক

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru match controversy: আরসিবি সমর্থকদের অভিযোগ, ম্যাচে হুঁ থেকে টুঁ করতে বারবার থার্ড আম্পায়ারের সাহায্য নিয়েছেন আম্পায়াররা। কিন্তু, ওই শট নিয়ে তাঁরা একবারের জন্যও থার্ড আম্পায়ারের মতামত জানতে চাননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB, KKR

KKR-RCB: ম্যাচে ছয় রানকে ভুল করে চার দেওয়া হয়েছে বলে অভিযোগ। (ছবিসূত্র- বিসিসিআই/আইপিএল)

RCB claims to have been cheated: ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে আরসিবি প্রতারিত হয়েছে। বিতর্কের কেন্দ্রে আম্পায়াররা। আরসিবি সমর্থকদের অভিযোগ, আম্পায়াররা কেকেআরের প্রতি পক্ষপাতিত্ব করেছেন। আর, এই সংক্রান্ত এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে সুয়শ প্রভুদেশাই কেকেআরের বরুণ চক্রবর্তীকে ছয় মেরেছিলেন। কিন্তু, সেই রানকে চার দেওয়া হয়।

Advertisment

আরসিবি সমর্থকদের দাবি, ওটা ছয় রানই ছিল। সেটা দিলে ম্যাচে আরসিবি জিতেও যেত। কারণ, মাত্র এক রানে কেকেআরের কাছে এই ম্যাচে আরসিবি পরাজিত হয়েছে। আরসিবি সমর্থকদের অভিযোগ, ম্যাচে হুঁ থেকে টুঁ করতে বারবার থার্ড আম্পায়ারের সাহায্য নিয়েছেন আম্পায়াররা। কিন্তু, ওই ছয় মারা শট নিয়ে তাঁরা একবারের জন্যও থার্ড আম্পায়ারের মতামত জানতে চাননি। জানতে চাইলে, হয়তো এতবড় ভুল হত না।

রবিবার ইডেনের ম্যাচে টস জিতে প্রথমে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিল আরসিবি। কেকেআর করেছিল ২২২ রান। পরপর উইকেট হারালেও দলগত চেষ্টায় আরসিবি প্রায় সেই রান ছুঁয়ে ফেলেছিল। কিন্তু, শেষ পর্যন্ত মাত্র ১ রানে নাইটদের কাছে পরাজিত হয়। এই নিয়ে আট ম্যাচের মধ্যে সাতটিতেই পরাজিত হল আরসিবি। তারা লিগের তালিকায় একদম শেষে রয়েছে। তার মধ্যেই রবিবারের ম্যাচে দর্শকদের মনে দাগ কাটলেন আরসিবির উইল জ্যাকস (৫৫ রান), রজত পাতিদার (৫২ রান)। তৃতীয় উইকেটে এই জুটি ১০৭ রান করে। যদিও দু'জনেই পরপর আউট হতেই আরসিবির ব্যাটিং অর্ডারে ধস নামে। ২ উইকেটে ১৩৭ থেকে আরসিবি পৌঁছে যায় ৬ উইকেটে ১৫৫ রানে।

শেষ ওভারে মানে মাত্র ৬ বলে জিততে গেলে আরসিবিকে ২১ রান করতে হত। সেই সময় দলের দায়িত্ব কাঁধে তুলে নেন করণ শর্মা ও মহম্মদ সিরাজ। তারমধ্যে করণ শর্মা পরপর চার বলে মাইকেল স্টার্ককে তিনটি ছয় মারেন। লকি ফার্গুসন মাত্র ১ রান করতে পেরেছিলেন। তিনি দুই রান নিতে গিয়েই রান আউট হন। তার আগে করণ শর্মার বোলার মিচেল স্টার্কই ক্যাচ ধরে শর্মাকে বক্সে ফেরত পাঠান।

আরও পড়ুন- শেষ ওভারে হারিয়েই দিয়েছিলেন কেকেআরকে, শেষমেশ স্টার্ককে নিয়ে মুখ খুললেন হর্ষিত রানা

জয়-পরাজয়ের এই টানাটানির পরিস্থিতি নিয়ে ঘোর কাটার আগেই আরসিবি সমর্থকরা একটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওয় দাবি করা হয়েছে, আম্পায়াররা ইচ্ছা করে একটা ছয় রানকে চার রান দিয়েছিলেন। সেটাকে ন্যায্যভাবে ছয় রান দিলে ম্যাচে কেকেআর হেরে যেত। কিন্তু, আম্পায়ারদের সিদ্ধান্তর জন্য আরসিবিকে ম্যাচে হারতে হয়েছে। যদিও ভাইরাল সেই ভিডিওর সত্যতা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যাচাই করেনি।

RCB KKR Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL
Advertisment