Advertisment

Virat Kohli fined: কোহলির বিরুদ্ধে ব্যবস্থা নিল বোর্ড! ছাড়া হবে না মহাতারকাকে, ঠিক করে ফেললেন জয় শাহরা

Virat Kohli punished: মাঠের বাইরে বেরিয়ে যেতে গিয়েও চলে যান আম্পায়ারদের কাছে। তাঁদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার মুহূর্তে নিজের ব্যাটেই তীব্রভাবে আঘাত করেন। বোঝানোর চেষ্টা করেন যে আম্পায়ারদের সিদ্ধান্তে তিনি ঠিক কতটা ক্ষুব্ধ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Jay Shah

Virat Kohli-Jay Shah: বাম দিকে বিরাটের সঙ্গে আম্পায়ারদের তর্কাতর্কির সেই মুহূর্ত। (ছবি- টুইটার)

Virat Kohli dismissal controversy: কেকেআরের বিরুদ্ধে ম্যাচে রবিবার আম্পায়ারদের সঙ্গে অভব্য আচরণ করায় বিরাট কোহলিকে জরিমানা করলেন ম্যাচ কমিশনার। কোহলির ম্যাচ ফি-এর ৫০ শতাংশ কেটে নেওয়া হবে। তাঁর আউট নিয়ে বিতর্ক তৈরি করে রবিবার কোহলি আম্পায়ারদের সঙ্গে মাঠেই বিতর্কে জড়িয়েছিলেন। যা সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে।

Advertisment

কেকেআরের রান তাড়া করতে নেমে আরসিবির হয়ে ওপেন করে কোহলি শুরুটা ভালোই করেছিলেন। দুটো ছয়, একটা চারও মারেন। কিন্তু, এই সময় হর্ষিত রানার একটি ফুলটস তাঁর ব্যাটে লেগে উঠে গেলে তা ধরে ফেলেন রানা। কোহলির দাবি ছিল, বলটা তাঁর কোমরের ওপরের ছিল। তাই সেটা নো বল। কারণ, ক্রিকেটের নিয়ম (প্লেয়িং কন্ডিশন ৪১.৭.১) অনুযায়ী, ফুলটস বল যদি ব্যাটারের কোমরের ওপরে থাকে। তবে, সেটা নো বল হয়।

আম্পায়াররা থার্ড আম্পায়ারের সাহায্য নেন। প্রযুক্তির সাহায্যে থার্ড আম্পায়ার স্পষ্ট দেখিয়ে দেন, রানার বল যখন কোহলি মেরেছেন, তখন তিনি স্ট্রাইকিং জোনের নির্দিষ্ট রেখার বাইরে এগিয়ে এসেছিলেন। তিনি যদি স্ট্রাইকিং জোনে নির্দিষ্ট রেখার মধ্যেই থাকতেন, তবে ওই ফুলটস বল কিছুতেই তাঁর কোমরের ওপরে থাকত না। বরং, তা ব্যাটারের কোমরের নীচেই থাকত। তাই কোহলির আউট।

আর, আম্পায়ারের এই সিদ্ধান্তেই অসন্তোষ প্রকাশ করেন আরসিবি ব্যাটার। মাঠের বাইরে বেরিয়ে যেতে গিয়েও চলে যান আম্পায়ারদের কাছে। তাঁদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার মুহূর্তে নিজের ব্যাটেই তীব্রভাবে আঘাত করেন। বোঝানোর চেষ্টা করেন যে আম্পায়ারদের সিদ্ধান্তে তিনি ঠিক কতটা ক্ষুব্ধ। শুধু তাই নয়, পরবর্তীতেও নানাভাবে নিজের ক্ষোভ উগরে দেন এই কিংবদন্তি ক্রিকেটার।

ব্যাপারটা স্বভাবতই খোলামনে নেয়নি আইপিএল কমিটি এবং ম্যাচ কমিশনার। গত কয়েকদিন ধরে কোহলি বারবার আইপিএলের রীতি-রেওয়াজ নানা ম্যাচে ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু, তার পরও তাঁকে বারবার রেয়াত করা হচ্ছিল। কিন্তু, রবিবার যেন কোহলি যাবতীয় সীমা অতিক্রম করে গিয়েছিলেন। তার ফলে, এবার আর তাঁকে রেয়াত করার পথে হাঁটল না ম্যাচ কমিশনার তথা আইপিএল কমিটি।

আরও পড়ুন- যশস্বীর তাণ্ডবে বিপর্যস্ত মুম্বই ইন্ডিয়ান্স, ৯ উইকেটে জয়ী রাজস্থান

কোহলির দল রয়্যাল বেঙ্গালুরু চ্যালেঞ্জার্স বা আরসিবি ১০ দলীয় টুর্নামেন্ট আইপিএলের পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে আছে। তাদের প্লে-অফ পর্বে ওঠা কার্যত অনিশ্চিত। বৃহস্পতিবার গ্রুপ পর্বের ম্যাচে আরসিবি খেলবে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে।

IPL KKR Royal Challengers Bangalore Virat Kohli RCB Kolkata Knight Riders IPL 2024
Advertisment