Advertisment

Kohli angry with umpires: চলে গিয়েও মাঠে ফিরলেন আম্পায়ারকে গালি দেবেন বলে! ইডেনে কেকেআরের কাছে আউট হতেই কোহলির কাণ্ডে ঝড়

Virat Kohli in KKR match: আরসিবির তারকা ব্যাটার মাঠ ছাড়তে নারাজ ছিলেন। শুরু থেকেই হাজারো কায়দায় নিজের বিরক্তি প্রকাশ করছিলেন। এমনকী, ডিআরএস

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Eden Garden

Virat Kohli-Eden Garden: এভাবেই আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেন বিরাট। (ছবি- আইপিএল ওয়েবসাইট)

Virat Kohli against KKR at Eden Gardens: কলকাতার ইডেন গার্ডেনে ভালো কিছু করে দেখানোর আশায় ছিলেন বিরাট কোহলি। কেকেআরের ব্যাটিংয়ের সময় দেখা যায়, তিনি বোলারকে রীতিমতো উত্তেজিত করে অনুপ্রেরণা জোগাচ্ছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিংয়ের সময়ও দেখা গেল বিরাটের সেই তুঙ্গে ওঠা মেজাজ। ওপেন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেন। দুটো ছয়, একটা চারে যখন দর্শকদের মন কেড়েছেন, তখনই আচমকা আউট হন। আর, তারপরই দেখা গেল তীব্র হতাশা থেকে মাঠেই মেজাজ হারাতে কোহলিকে। জড়িয়ে পড়লেন আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কিতেও।

Advertisment

রবিবার পয়মন্ত ইডেনে প্রথম বলেই হর্ষিত রানাকে হুইপ করে মিড উইকেট বাউন্ডারিতে পাঠান। সেই ধারাবাহিকতা রেখেই ৬ বলেই করে ফেলেন ১৮ রান। কিন্তু, আরসিবির ইনিংসের তৃতীয় ওভারে হর্ষিত রানার স্লোয়ার বিরাটের ব্যাটে লেগে উঠে যায়। হর্ষিতই ধরেন। আম্পায়ার ডিআরএস নিতেই দেখা যায়, বল কোমরের উচ্চতায় ছিল। তাই নিয়মমাফিক ডেলিভারি ছিল হর্ষিতের। যার ভিত্তিতে কোহলিকে আউট ঘোষণা করা হয়।

কিন্তু, আরসিবির তারকা ব্যাটার মাঠ ছাড়তে নারাজ ছিলেন। শুরু থেকেই হাজারো কায়দায় নিজের বিরক্তি প্রকাশ করছিলেন। এমনকী, ডিআরএস নেওয়ার সিদ্ধান্ততেও এমন হাবভাব করছিলেন যেন, বিরাট ভুল কিছু করা হয়েছে। কিন্তু, বর্তমান সময়ে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম, হক আই বা স্নিকোমিটারের মত প্রযুক্তি ভ্রান্তি দূর করতে ভীষণ কার্যকরী হয়ে উঠেছে। এবারের আইপিএলে এই ডিআরএস তো প্রতিনিয়ত জানিয়ে দিচ্ছে, কোনটা সঠিক সিদ্ধান্ত। সেভাবেই বিরাটের গোয়ার্তুমিকে ভুল প্রমাণিত করে ডিআরএস রবিবার বুঝিয়ে দেয়, তিনি আউট।

আরও পড়ুন- শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা, ১ রানে জয়ী কেকেআর

তারপরও বিরাটকে দেখা যায়, আম্পায়ারদের প্রতি অঙ্গভঙ্গি করতে। তাঁদের কাছে গিয়ে রাগের ভাব নিয়ে কথাবার্তা বলতে। এমনকী, মাঠ থেকে বের হওয়ার সময়ও ব্যাটে তিনি এমনভাবে আঘাত করেন যেন বিরাটই ঠিক। যা ছবিতে ধরা পড়েছে। ডিআরএস স্টিস্টেম যা দেখিয়ে দিচ্ছে, সবটা ভুল। বিরাটের এই সব আচরণ দেখে তাঁর সমর্থক নেটিজেনরাও সমানতালে আম্পায়ারের সিদ্ধান্ত এবং কেকেআরের বিরুদ্ধে মুখ খোলা শুরু করেন। যদিও এই ধরনের অক্রিকেটীয় আচরণের জন্য বিরাটের সাজা পাওয়া উচিত বলেও সরব হয়েছেন নেটিজেনদের অনেকেই। তাঁদের অভিযোগ, একমাত্র বিরাটকেই বারবার আইপিএলের বিধি ভঙ্গ করলেও, কড়া সাজা দেওয়া হচ্ছে না। যা, বাকিদের সঙ্গে অন্যায় ছাড়া কিছুই নয়।

RCB Virat Kohli KKR Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL IPL 2024
Advertisment