Kolkata Knight Riders vs Rajasthan Royals: ক্রীড়াজগতে তুকতাক নতুন না। ইদানিং তার সাম্প্রতিক নমুনা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ারের কয়েনে চুমু খাওয়া। টস করতে যাওয়ার সময়, টসের কয়েনে চুমু খাওয়ার অভ্যাস ধরেছেন শ্রেয়স। মঙ্গলবার ইডেন গার্ডেনে রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচের শুরুতেও তিনি চুমু খান টসের কয়েনে। কিন্তু, লাভ হল না। টস হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। টস জিতে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
এর আগেই বিশেষজ্ঞরা বলে দিয়েছিলেন যে, ইডেনের ব্যাটিং পিচে টস জিতলে সব দলই চাইবে প্রথমে বোলিং নিতে। কারণ, কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশ কিছুটা ওপরে ঘোরাফেরা করছে। এই অবস্থায় রাতে শিশির পড়লেও পরের দিকে যে বোলাররা বোলিং করবেন, তাঁরা বিশেষ সুবিধা করতে পারবেন না। এর আগে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে রবিবারের ম্যাচের সময়ও দেখা গিয়েছিল যে, শ্রেয়স কয়েনে চুমু খাচ্ছেন। সেদিন অবশ্য তিনি টস জিতেছিলেন। আর, লখনউকে হারিয়ে জয়ও বাগিয়ে নিয়েছে কেকেআর। কিন্তু, দু'দিন পরেই কেকেআর অধিনায়কের টোটকা কোনও কাজে দিল না।
টস চলাকালীন উপস্থিত ছিলেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার। তিনি শ্রেয়সকে টসের কয়েনে চুমু দেওয়ার ব্যাপারটা জিজ্ঞাসা করেন। জবাবে, 'এটা একটা উড়ন্ত চুমুর মত ব্যাপার'- বলে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কেকেআর ক্যাপ্টেন। টস জিতে স্যামসন বলেন, 'আমরা প্রথমে বোলিং করতে চাই। রান তাড়া করার ব্যাপারটা কাজে আসতে পারে। ইডেন গার্ডেনে ফিরে আসতে পেরে খুব উত্তেজিত লাগছে। স্টেডিয়ামে একটা দুর্দান্ত উত্সবের মেজাজ দেখছি। খেলার জন্য এটাই চাই।'
কেকেআরের একাদশ– শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, ও বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট পরিবর্ত – সূয়শ শর্মা, অনুকূল রায়, মনীশ পাণ্ডে, বৈভব আরোরা, রহমানউল্লাহ গুরবাজ।
আরও পড়ুন- রোহিত-বুমরারা একঘরে করেছে হার্দিককে! মুম্বই ড্রেসিংরুম নিয়ে বোমা এবার গিলক্রিস্টের
রাজস্থান রয়্যালসের একাদশ– যশস্বী জয়সওয়াল, রোভম্যান পাওয়েল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, কুলদীপ সেন ও যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট পরিবর্ত – জস বাটলার, টম কোহলার ক্যাডমোর, শুভব দুবে, নভদীপ সাইনি, নান্দ্রে বার্গার।