Shreyas Iyer: চুমু খেয়েও লাভ হল না, ইডেনে ম্যাচের শুরুতেই 'হার' নাইট ক্যাপ্টেন শ্রেয়সের
Sanju Samson won toss at Eden Gardens: এর আগে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে রবিবারের ম্যাচের সময়ও দেখা গিয়েছিল যে, শ্রেয়স কয়েনে চুমু খাচ্ছেন। সেদিন অবশ্য তিনি টস জিতেছিলেন।
Sanju Samson won toss at Eden Gardens: এর আগে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে রবিবারের ম্যাচের সময়ও দেখা গিয়েছিল যে, শ্রেয়স কয়েনে চুমু খাচ্ছেন। সেদিন অবশ্য তিনি টস জিতেছিলেন।
Kolkata Knight Riders vs Rajasthan Royals: ক্রীড়াজগতে তুকতাক নতুন না। ইদানিং তার সাম্প্রতিক নমুনা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ারের কয়েনে চুমু খাওয়া। টস করতে যাওয়ার সময়, টসের কয়েনে চুমু খাওয়ার অভ্যাস ধরেছেন শ্রেয়স। মঙ্গলবার ইডেন গার্ডেনে রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচের শুরুতেও তিনি চুমু খান টসের কয়েনে। কিন্তু, লাভ হল না। টস হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। টস জিতে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
Advertisment
এর আগেই বিশেষজ্ঞরা বলে দিয়েছিলেন যে, ইডেনের ব্যাটিং পিচে টস জিতলে সব দলই চাইবে প্রথমে বোলিং নিতে। কারণ, কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশ কিছুটা ওপরে ঘোরাফেরা করছে। এই অবস্থায় রাতে শিশির পড়লেও পরের দিকে যে বোলাররা বোলিং করবেন, তাঁরা বিশেষ সুবিধা করতে পারবেন না। এর আগে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে রবিবারের ম্যাচের সময়ও দেখা গিয়েছিল যে, শ্রেয়স কয়েনে চুমু খাচ্ছেন। সেদিন অবশ্য তিনি টস জিতেছিলেন। আর, লখনউকে হারিয়ে জয়ও বাগিয়ে নিয়েছে কেকেআর। কিন্তু, দু'দিন পরেই কেকেআর অধিনায়কের টোটকা কোনও কাজে দিল না।
Advertisment
টস চলাকালীন উপস্থিত ছিলেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার। তিনি শ্রেয়সকে টসের কয়েনে চুমু দেওয়ার ব্যাপারটা জিজ্ঞাসা করেন। জবাবে, 'এটা একটা উড়ন্ত চুমুর মত ব্যাপার'- বলে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কেকেআর ক্যাপ্টেন। টস জিতে স্যামসন বলেন, 'আমরা প্রথমে বোলিং করতে চাই। রান তাড়া করার ব্যাপারটা কাজে আসতে পারে। ইডেন গার্ডেনে ফিরে আসতে পেরে খুব উত্তেজিত লাগছে। স্টেডিয়ামে একটা দুর্দান্ত উত্সবের মেজাজ দেখছি। খেলার জন্য এটাই চাই।'
🚨 Toss Update🚨
Rajasthan Royals win the toss and elect to bowl against Kolkata Knight Riders