Kolkata Knight Riders vs Rajasthan Royals Eden Gardens: আইপিএল চলছে। লোকসভা নির্বাচনও দেশ জুড়ে শুরু হয়ে যাবে এই এপ্রিলেই। এর মধ্যেই ১৭ এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে সন্দেহের বাতাবরণ শুরু হয়ে গেল। সূত্রের খবর কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে ফেলার ভাবনা চিন্তা করছে বিসিসিআই। বোর্ডের তরফে ইতিমধ্যেই নাকি রাজ্য ক্রিকেট সংস্থা (সিএবি), ফ্র্যাঞ্চাইজি এবং সম্প্রচারকারী চ্যানেলকে ভেন্যু বদলের বিষয়ে জানিয়ে দিয়েছে। তবে লোকসভা নির্বাচন নয়, রামনবমী রয়েছে ওইদিন। সেইজন্যই বোর্ডের তরফে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে এমনটাই।
সারা দেশে রামনবমী মহা সমারোহে পালিত হয়। ১৭ এপ্রিল রামনবমীর দিন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব কিনাজ তা নিয়ে নিশ্চিত নয় নিরাপত্তা আধিকারিকরা। তাছাড়া ১৯ এপ্রিল রয়েছে প্ৰথম দফার লোকসভা নির্বাচন। এমন পরিস্থিতিতেই কেকেআর-রাজস্থান ম্যাচ নিয়ে ভেবে দেখেছেন বোর্ডের আধিকারিকরা। ক্রিকবাজ-এর রিপোর্ট অনুযায়ী, বোর্ডের তরফে সিএবি এবং কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
সরকারিভাবে এখনও কোনও ঘোষণা ভেসে আসেনি। তবে বিসিসিআইয়ের তরফে দুই ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি সম্প্রচারকারী সংস্থাকে সূচি পরিবর্তনের সম্ভবনা সম্পর্কে অবহিত করেছে।
আরও পড়ুন: আজীবন মনে থাকবে এই ইনিংস! ধোনির সামনে পন্থের দাদাগিরি দেখেই মুখ খুললেন সৌরভ
লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুই দফায় সূচি ঘোষণা করেছে বিসিসিআই। প্রথম ধাপে ২১ ম্যাচের সূচি প্রকাশ্যে আনা হয়েছিল। তারপর লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত হওয়ার পর বাকি লিগের সূচি চূড়ান্ত করা হয়।
পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হলেও সূচিতে শেষ মুহূর্তে কিছু রদবদল হতেই পারে। আইপিএল-এর এক শীর্ষ কর্তা জানিয়েছেন, "পুলিশের সঙ্গে আমাদের আলোচনা চলছে। খুব শীঘ্রই আমরা সিদ্ধান্ত নেব।
প্ৰথম দুই ম্যাচেই কেকেআর জোড়া জয় পেয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের পর আরসিবির বিপক্ষেও জয় পেয়েছে নাইট রাইডার্স শিবির। ৩ এপ্রিল কেকেআর তৃতীয় ম্যাচে নামবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। মুম্বইয়ের বিপক্ষে আবার রাজস্থানের সোমবার নামছে এদিন, সোমবার-ই।